৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

 ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

প্রশ্ন ও সমাধানর  (44th BCS Preliminary Exam Questions and Solutions)


৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
 ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

১. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? > সুপ্রিমকোর্ট

২. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? > পুণ্ড্র

৩. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম' খেতাবে ভূষিত

করা হয়? > ১৭৫ জন 

৪. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? > এ এইচ এম

কামরুজ্জামান 

৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? > মুর্শিদ কুলি খান

৬. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? > ১৭ নভেম্বর, ১৯৯৯

৭. বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? > বঙ্গ

৮. কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা; নামে পরিচিত হয়ে ওঠে > মুসলিম

৯. চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে? > ফা হিয়েন

১০. কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? > ১০২ 

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

১১. বাংলাদেশের সরকার পদ্ধতি- > এককেন্দ্রিক

১২. BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী? > Bangladesh Standards and Testing Institute

১৩. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? > পূর্ববঙ্গ ও আসাম ১৪. 'তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন? > আবুল কাশেম

১৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি কে রচনা করেন? > আবদুল গাফফার চৌধুরী

১৬. কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? > সিয়েরালিওন

১৭. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা - > ৪৮

১৮. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? > ধুমকেতু

১৯. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? > ৪টি

২০. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? > ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

২১. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে এই ঘোষণা দেন? > ৭ মার্চ, ১৯৭১

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

২২. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? > বান্দরবান

২৩. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? > মৌলভীবাজার 

২৪. 'ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? > অনুচ্ছেদ ৪১

২৫. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়? > ১৯৭৪ সালে

২৬. বাংলাদেশে জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? > সেবা

২৭. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত? > ৬.৯৪%  [বর্তমানে ৭.২৫]

২৮. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? > ১ জুলাই, ২০১৫

২৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে? > আর্থ-অবজারভেশন স্যাটেলাইট

৩০. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? > 2026 

৩১. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)' কোথায় অনুষ্ঠিত হয়েছিল? > নিউইয়র্ক

৩২. বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত? > ২০২১-২০৪১

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৩৩. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? > গ্লাসগো

৩৫. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? > ইউক্রেন

৩৬. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? > প্রাচীন গ্রিস

৩৭. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়? > ১৯৪৮, ফ্রান্স

৩৮. ‘নেকড়ে যোদ্ধা কূটনীতি' কোন দেশের সাথে সংশ্লিষ্ট? > চীন 

৩৯. নিচের কেন দেশটি ASEAN জোটভুক্ত নয়? > হংকং

৪০. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়? > জর্ডান 

৪১. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

> দাভোস

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৪২. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? > পাকিস্তান ও ভারত 

৪৩. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? > সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার

৪৪. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? > জর্ডান ও মিশর

৪৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? > ২ বছর

৪৬. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? > নয় বছর ৪৭. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? > বাংলাদেশ

৪৮. কোন দেশ থেকে ‘আরব বসন্ত' এর সূচনা হয়? > তিউনিশিয়া 

৪৯. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? > ২০১৪

৫০. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? > বলিভিয়া 

৫১. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? > তিতাস

৫২. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি > সেচ প্রকল্প

৫৩. COP-26 এ COP মানে কী? > কনফারেন্স অব দ্য পার্টিস

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৫৪. বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি? > ঘন ঘন বন্যা 

৫৫. ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? > ব্রহ্মপুত্র নদী

৫৬. বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় > বড়পুকুরিয়া, দিনাজপুর 

৫৭. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভবনা রয়েছে? > পাললিক শিলা

৫৮. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? > ভূমিকম্প 

৫৯. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহৃল? > প্রশমন

৬০. কোনটি নবায়নযোগ্য সম্পদ > বায়ু

৬১. ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল- > চিন্তাবিপ্লব

৬২. ‘চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী? > শিব 

৬৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? > গোয়ালঘর থেকে

৬৪. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? > মৈথিলি

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৬৫. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে'। এই মনোবাঞ্জাটি কার? > ইশ্বরী পাটনীর 

৬৬. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? > এস ওয়াজেদ আলি 

৬৭. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? > অগ্নিবীণা

৬৮. নিচের কোনটি উপন্যাস নয়? > কবিতার কথা

৬৯. 'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন? > আহমদ শরীফ

৭০. ‘মনোরমা' বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? > মৃণালিনী 

৭১. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? > রবিবার

৭২. 'সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।' কার রচিতপঙক্তি? > কামিনী রায়

৭৩. 'খোকা' ও রঞ্জু' মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? > জীবন আমার বোন

৭৪. সৈয়দ ওয়ালীউলাহর লেখা নাটক কোনটি? > বহিপীর 

৭৫. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি- > উপন্যাস

৭৬. 'চাঁদের অমাবস্য' উপন্যাসের যুবক শিক্ষকের নাম- > আরেফ আলী

৭৭. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' পঙক্তিটির রচয়িতা - > রবীন্দ্রনাথ ঠাকুর 

 ৪৪ তম বিসিএস পরীক্ষা

৭৮. ‘আনোয়ারা ' উপন্যাসের রচয়িতার নাম-> নজিবর রহমান

৭৯. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? > শনিবারের চিঠি 

৮০. ‘ব্যক্ত প্রেম' ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? > মানসী

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment