৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তরঃ
50 Important ICT Questions and Answers:
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-১: যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
উত্তর : ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়।
প্রশ্ন-২ : ইউনিয়নভিত্তিক তথ্যসেবা কী?
উত্তর: বাংলাদেশের প্রত্যেক ইউনিয়ন পরিষদে সরকারি, বেসরকারী, ব্যক্তিগত, ব্যবসায়িক ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা নাগরিকের দোরগোড়ায় পৌছানোর জন্য যে নাগরিক সেবা তাকে ইউনিয়নভিত্তিক তথ্য সেবা বলে।
প্রশ্ন-৩: কর্মসংস্থান কী?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানিসহ বিভিন্ন অফিসে কাজের ব্যবস্থাকে কর্মসংস্থান বলে ।
প্রশ্ন-৪: GPS এর পূর্ণনাম কী ?
উত্তর: GPS এর পূর্ণনাম Global Positioning System.
প্রশ্ন-৫: GSM এর পূর্ণনাম কী?
উত্তর: GSM এর পূর্ণনাম Global System for Mobile Communications.
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৬: বারকোড কী? ·
উত্তর: বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন যার দ্বারা পণ্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয় ।
প্রশ্ন-৭ : অফিস অটোমেশন কী?
উত্তর: তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাকে বলা হয় অফিস অটোমেশন।
প্রশ্ন-৮: ব্লগার কী?
উত্তর: যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
প্রশ্ন-৯ : ফেসবুকের কাজ কী?
উত্তর : ফেসবুকে লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা, প্রোফাইলে ছবি যুক্ত করা, ইত্যাদি কাজ করা যায় ।
প্রশ্ন-১০ : ভার্চুয়াল রিয়েলিটি কী?
উত্তর : ভার্চুয়্যাল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশ সম্পর্কে . বাস্তবের অনুকরণে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-১১ : E-mail কী?
b: Electronic -mail কে সংক্ষেপে E-mail বলা হয়।
প্রশ্ন-১২ : ভিডিও টেক্সট কী?
উত্তর: টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যে কোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সট।
প্রশ্ন-১৩ : জিআইএস কী?
উত্তর : জিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে ।
প্রশ্ন-১৪ : ক্রায়োসার্জারি কী?
উত্তর : অতিরিক্ত হিমায়িত করে জীবের রোগাক্রান্ত ও অস্বাভাবিক টিস্যু কেটে বা ধ্বংস করে দেয়ার প্রক্রিয়াকে ক্রায়োসার্জারি বলা হয়।
প্রশ্ন-১৫ : বায়োমেট্রিক্স কী?
উত্তর : বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোথায়ও প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-১৬ : জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর : বায়োটেকনোলজির মাধ্যমে কোন প্রাণীর জিনোমকে নিজের সুবিধানুযায়ী সাজিয়ে নেয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
প্রশ্ন-১৭ : ন্যানোটেকনোলজি কী?
উত্তর : ন্যানোটেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা।
প্রশ্ন-১৮ : ন্যানোমিটার কাকে বলে ?
উত্তর: এক মিটার এর 1,00,00,00,000 ( 100 কোটি) : ভাগের এক ভাগকে এক ন্যানোমিটার বলা হয়।
প্রশ্ন-১৯ : ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর: যে ব্যবস্থায় কনফারেন্সে অংশগ্রহণকারীরা প্রত্যেকে প্রত্যেকের ছবি দেখতে পারে এবং কথোপকথন শুনতে পারে তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।
প্রশ্ন ২০ : বুলেটিন বোর্ড কী?
উত্তর: যে বোর্ড একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থেকে বিজ্ঞাপন,
ব্যক্তিগত সংবাদ, মজার কার্টুন ইত্যাদি প্রচার করে থাকে তাকে বুলেটিন বোর্ড বলে ।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-২১ : এক্সপার্ট সিস্টেম কী?
উত্তর: যে সিস্টেমে কোনো বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের ওপর যে কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেয়ার ব্যবস্থা রাখা হয় তাকে এক্সপার্ট সিস্টেম বলে।
প্রশ্ন-২২ : রিজার্ভেশন সিস্টেম কী?
উত্তর: রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন ব্যবস্থা করা।
প্রশ্ন-২৩ : ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?
উত্তর: আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে ।
প্রশ্ন-২৪ : ATM কী?
উত্তর: চৌম্বক কালির রেখা বিশিষ্ট যে কার্ড ব্যবহার করে দেশের যে কোনো স্থান থেকে ব্যাংকিং কার্যক্রম চালানো যায় তাকে ATM বলে।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-২৫ : গ্লোবাল ভিলেজ শব্দটি কে সর্বপ্রথম সকলের সামনে তুলে ধরেন?
উত্তর: কানাডিয়ান লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি সকলের সামনে তুলে ধরেন।
প্রশ্ন-২৬:ওয়েব পেইজ কী?
উত্তর: HTML নামক মার্কআপ ল্যাংগুয়েজের ওপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টগুলোকে ওয়েব পেজ বলে।
প্রশ্ন-২৭: দুইটি গ্লোবাল আউটসোর্সিং ম্যার্কেটপ্লেসের নাম লেখ।
উত্তর : দুইটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেসের নাম হলো— ওডেস্ক ও ইল্যান্স ।
প্রশ্ন-২৮ : রোবট কী?
উত্তর: কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট।
প্রশ্ন-২৯ : ম্যানিপুলেশন কাকে বলে ?
উত্তর: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৩০ : ক্রায়োপ্রোব কী?
উত্তর : ক্রায়োসার্জারিতে শরীরের অভ্যন্তরের টিউমার গলাতে একটি ছোট কাঠির মতো যে যন্ত্র বা প্রোব ব্যবহৃত হয় তাকে ক্রায়োপ্রোব বলে ।
প্রশ্ন-৩১ : বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযানের নাম কী?
উত্তর: বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযানের নাম ভস্টক-১।
প্রশ্ন ৩২ : ARPANET কী?
উত্তর: ইন্টারনেট প্রচলিত হবার পূর্বে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য কাঠামো তৈরিতে যে যে প্রকল্প নেয়া হয় তাই হলো- ARPANET (Advanced Research Projects Agency Network) 1
প্রশ্ন-৩৩: এডহক নেটওয়ার্ক কী?
উত্তর: যুদ্ধক্ষেত্রে অতি অল্পসময়ে যোগাযোগের জন্য যে তারহীন যোগাযোগ ব্যবস্থা করা হয় তাকে এডহক নেটওয়ার্ক বলে।
প্রশ্ন-৩৪ : CAD কী?
উত্তর: CAD (Computer Aided Design) হচ্ছে একটি বিশেষ সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কাজ যেমন ড্রাফটিং, ডিজাইন কিংবা সিমুলেশন ইত্যাদি কাজে ব্যবহৃত হয় ।
প্রশ্ন-৩৫ : ডিফেন্স পলিসি কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক নিরাপত্তা এবং মিলিটারি সংক্রান্ত পাবলিক পলিসিকে প্রতিরক্ষা বা ডিফেন্স পলিসি বলে ।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৩৬ : GMO কী?
উত্তর : জিন পরিবর্তনের ফলে যে নতুন জীব বা পূর্বের জীবের প্রকারভেদ পাওয়া যায় তাকে Genetically Modified Organism বা সংক্ষেপে GMO বলে।
প্রশ্ন-৩৭: ন্যানোটেকনোলজির জনক কে?
উত্তর : ন্যানোটেকনোলজির জনক রিচার্ড ফাইনম্যান ।
প্রশ্ন-৩৮: ফিশিংয়ের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ফিশিংয়ের মূল উদ্দেশ্য হলো ব্রাউজারদেরকে বোকা বানিয়ে গোপন তথ্য সংগ্রহ করা।
প্রশ্ন-৩৯। কপিরাইট কী?
উত্তর: কপিরাইট হচ্ছে এমন একটি ব্যবস্থা যার দ্বারা বোধগম্য ও বস্তু আকারে উপস্থাপিত স্রষ্টা বা লেখকের প্রকাশিত বা অপ্রকাশিত সাহিত্যকর্ম,
বৈজ্ঞানিক আবিষ্কার, শিল্পকর্ম বা অন্য যে কোনো উপায়ে প্রকাশিত মনের ভাব সুরক্ষা করা হয়।
প্রশ্ন-৪০ : স্প্যামিং কী?
উত্তর: অনাকাঙ্ক্ষিত মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহারই হলো স্প্যামিং।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৪১ : স্প্যাম মেইল কাকে বলে?
উত্তর: ই-মেইল অ্যাকাউন্টে যেসব অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায় সেগুলোকে স্প্যাম মেইল বলে।
প্রশ্ন-৪২ : বিশ্বগ্রাম বলতে কী বুঝ?
উত্তর: গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুসাঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান।
প্রশ্ন-৪৩ : বিশ্বগ্রামকে কিসের সাথে তুলনা করা হয়?
উত্তর: আজকের দিনে বিশ্বগ্রাম শব্দটি ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় এসেছে।
বিশ্বকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয়। সাধারণত ওয়েবযুক্ত কম্পিউটার ব্যবহারকারী সমাজের যে কোনো পর্যায়ের জনগণের দোরগোড়ায় পৌছে গিয়েছে।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৪৪ : বারকোড কী কাজে লাগে?
উত্তর: দোকান থেকে বিক্রিত জিনিসের প্যাকেটের উপর বার কোডের সাহায্যে জিনিসের নাম, প্রস্তুতকারীর নাম ও মূল্য লেখা হয়।
বারকোডের সাহায্যে প্রতিটি পণ্যের বিস্তারিত যেমন নাম, প্রস্তুতকারক, মূল্য ভ্যালিডিটি, মান ইত্যাদি জানা যাবে।
প্রশ্ন-৪৫ :অনলাইনে কেনাকাটার সুবিধা কী?
উত্তর: অনলাইনে কেনাকাটা মানুষের ব্যবসায়িক জীবনকে নতুনত্ব দান করেছে। যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্যের অর্ডার সরবরাহ করা যায়।
অনলাইনে কেনাকাটা করলে সময় ও অর্থ উভয়েরই খরচ হ্রাস পায়। বিশাল পরিমাণ বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করা যায় । নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ক্রেতার কাছে পাঠানো যায়।
প্রশ্ন-৪৬ : ব্রেকিং নিউজ বলতে কী বুঝায়?
উত্তর: আজকাল সর্বশেষ সংবাদ বা ব্রেকিং নিউজ নামে সংবাদের নতুন একটি অংশবিশেষ টিভি চ্যানেলের নিচ দিয়ে দেখা যায়।
এটি বাণিজ্যিকভাবে প্রচারণার জন্য ইউনাইটেড স্টেটস ক্যাবল নিউজ সার্ভিসেস যা দিন-রাত ২৪ ঘণ্টায় প্রকাশিত হয়।
স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে এ সেবায় বর্তমান ঘটনাপ্রবাহ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়।
৫০ টি গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্ন-৪৭: ফেসবুকের সুবিধা কী?
উত্তর: বর্তমানে ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে ফেসবুকের ব্যবহার লক্ষণীয়।
ফেসবুকে লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এমনকি প্রোফাইলে ছবি যুক্ত করতে পারা ইত্যাদি সুবিধা পাওয়া যায়।
প্রশ্ন-৪৮: ভিডিও টেক্সট কীভাবে কাজ করে?
উত্তর: ভিডিও টেক্সট একটি উন্নত সেবা ব্যবস্থা। এ ব্যবস্থায় ব্যবহারকারী টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।
টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যকে টেলিভিশন, কম্পিউটার বা যে কোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত করার রূপটি হলো ভিডিও টেক্সট।
প্রশ্ন-৪৯: কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বুঝ?
উত্তর: বুদ্ধিমত্তা যা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সক্ষম হয়েছেন।
এটিই মূলত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অন্যভাবে বলা যায়, মানুষের চিন্তা-
ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে ।
প্রশ্ন-৫০ : ই-মেইল পাঠানোর জন্য কী ব্যবহৃত হয়?
উত্তর: লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বে যে কোনো স্থানে ই-মেইল পাঠানো যায়।
ই-মেইল, পাঠানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হলো কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ ও কমিউনিকেশন সফটওয়্যার।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com