Paragraph: Your School Library
Write a paragraph on "Your School Library" by answering the following questions.
a) What is a
school library?
b) Why is it
needed for you?
c) What kinds
of books are there in your school library?
d) Why is it
called a store-house of knowledge?
e) What is the
role of a school library?
Ans.
Your School Library
(150 words for class 6 and 7)
A library is a
storehouse of knowledge. It satisfies
our eternal thirst for knowledge of the unknown and the unseen. It plays an
important role in the realm of knowledge. It is a part and parcel of a school.
No school is complete without library. Our school has a big library. It is
housed in a two-storied building. The library has a good collection of books.
There are many almirahs. The books are arranged in different shelves according
to the subjects. The reading room and the office room of the librarian are separate.
The librarian has some assistants. There is a big reading room. The reading
room is well furnished. When we take the help of a catalogue, the assistants at
once find the book and help us. We are issued library cards. We can borrow
books from the library. In the reading room we can read as many books as we
like. Silence is must here. Nobody is allowed to make noise. The library is
very helpful for us. We collect different types of book from the library. There
are some books which help us to prepare our academic notes. There are also some
books, magazines, etc. which help to broaden our knowledge. Actucally the
library plays an important role to build our present and future.
নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে "আপনার স্কুল লাইব্রেরি"-এ একটি অনুচ্ছেদ লিখুন।
ক) স্কুল লাইব্রেরি কি?
খ) কেন এটা আপনার জন্য প্রয়োজন?
গ) আপনার স্কুলের লাইব্রেরিতে কি ধরনের বই আছে?
ঘ) কেন একে জ্ঞানের ভান্ডার বলা হয়?
ঙ) স্কুল লাইব্রেরির ভূমিকা কী?
তোমার স্কুল লাইব্রেরি
লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার। এটি অজানা এবং অদৃশ্যের
জ্ঞানের জন্য আমাদের চিরন্তন তৃষ্ণাকে মেটায়। এটি জ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। এটি একটি স্কুলের একটি অংশ এবং পার্সেল। লাইব্রেরি ছাড়া কোনো বিদ্যালয়
সম্পূর্ণ হয় না। আমাদের স্কুলে একটি বড় লাইব্রেরি আছে। এটি একটি দোতলা ভবনে রাখা
হয়েছে। লাইব্রেরিতে বইয়ের ভালো সংগ্রহ রয়েছে। অনেক আলমিরা আছে। বিষয় অনুযায়ী বইগুলো
বিভিন্ন শেলফে সাজানো হয়েছে। পাঠকক্ষ ও গ্রন্থাগারিকের অফিস কক্ষ আলাদা। গ্রন্থাগারিকের
কিছু সহকারী আছে। একটা বড় পড়ার ঘর আছে। পড়ার ঘরটি সুসজ্জিত। আমরা যখন একটি ক্যাটালগের
সাহায্য নিই, তখন সহকারীরা বইটি
খুঁজে বের করে আমাদের সাহায্য করে। আমরা লাইব্রেরি কার্ড জারি করা হয়. আমরা লাইব্রেরি
থেকে বই ধার করতে পারি। পড়ার ঘরে আমরা যত খুশি তত বই পড়তে পারি। নীরবতা এখানে আবশ্যক.
কাউকে আওয়াজ করতে দেওয়া হচ্ছে না। লাইব্রেরি আমাদের জন্য খুবই সহায়ক। আমরা লাইব্রেরি
থেকে বিভিন্ন ধরনের বই সংগ্রহ করি। কিছু বই আছে যা আমাদের একাডেমিক নোট প্রস্তুত করতে
সাহায্য করে। এছাড়াও কিছু বই, ম্যাগাজিন ইত্যাদি
আছে যা আমাদের জ্ঞানকে প্রসারিত করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে গ্রন্থাগার আমাদের বর্তমান
ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Same Paragraph collected from another text book
A School Library (একটি স্কুল গ্রন্থাগার)
(200 words for class 8 and 9 )
A library is a great collection of books. It is indeed a store house of knowledge.) It is a place where all the students acquire knowledge by reading books. It is open to students as well as to teachers. It is a place for research too. The students who want to read books go to library. A school library bears a great importance to a school. A school without a library is like a garden without flowers. In fact, a school is incomplete without a library. Normally a school library is located beside the teacher's room or academic building. The books are arranged in alphabetic order within a specific subject in a school library. Each and every student is given a library card by the librarian. When the students show their card to their librarian, he issues the required book to the students for a limited period. The students have to return the books in time. In our school, we have a large library I go there regularly for reading books I feel proud of my school library.
অনুবাদ:
গ্রন্থাগার হচ্ছে বইপুস্তবের বিপুল সংগ্রহ। প্রকৃত অর্থে গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। এটি এমন একটি স্থান যেখানে সকল শিক্ষার্থী বইপুস্তক পাঠ করে জ্ঞান অর্জন করে। গ্রন্থাগার শিক্ষার্থী ও শিক্ষক সকলের জন্য উন্মুক্ত। এটি গবেষণার স্থানও বটে। যে সমস্ত শিক্ষার্থী বইপুস্তক পাঠ করতে চায়, তারা গ্রন্থাগারে যায়। বিদ্যালয়ের জন্য বিদ্যালয় গ্রন্থাগার এক বিরাট গুরুত্ব বহন করে। গ্রন্থাগারবিহীন বিদ্যালয় হচ্ছে পুষ্পবিহীন বাগানের মত। আসলে, গ্রন্থাগার ছাড়া বিদ্যালয় অসম্পূর্ণ থেকে যায়। সচরাচর শিক্ষকদের কক্ষের পাশে বা একাডেমিক ভবনের পাশে বিদ্যালয় গ্রন্থাগার অবস্থিত হয়। বিদ্যালয় গ্রন্থাগারে সংশ্লিষ্ট বিষয়ের গ্রন্থাদি বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে। গ্রন্থাগারিক প্রতিটি শিক্ষার্থীকে একটি গ্রন্থাগার কার্ড দেন। শিক্ষার্থীরা গ্রন্থাগারিকের কাছে তাদের গ্রন্থাগার কার্ড দেখালে, তিনি নির্দিষ্ট সময়ের জন্য ঐ শিক্ষার্থীদের তাদের চাহিদা মতো বই বরাদ্দ দেন। শিক্ষার্থীদের সময়ের মধ্যে বই ফেরৎ দিতে হয়। আমাদের বিদ্যালয়ে একটি বড় গ্রন্থাগার আছে। আমি বই পড়ার জন্য নিয়মিত সেখানে যাই। আমি আমার বিদ্যালয় গ্রন্থাগারের জন্য গর্ববোধ করি।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com