পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা ও তার কারণসমূহ

পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা ও তার কারণসমূহ, ঘটনা-১। একটি ডিশের লাইনে এতগুলো চ্যানেল কীভাবে আসে, একটির সাথে আরেকটির মিশ্রণ হয় না কেন?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা ও তার কারণসমূহ

পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা

ঘটনা-১। একটি ডিশের লাইনে এতগুলো চ্যানেল কীভাবে আসে, একটির সাথে আরেকটির মিশ্রণ হয় না কেন?

কারণ : টিভি চ্যানেলের ব্রডকাস্ট সেন্টারগুলো স্যাটেলাইটে তাদের অনুষ্ঠানের সম্প্রচারগুলো পাঠায় এবং পরবর্তীতে সেটি স্যাটেলাইট থেকে আসা সংকেতের মাধ্যমে আমরা বাসায় বসে টিভিতে সেই চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি। 
প্রত্যেক ব্রডকাস্ট সেন্টারের জন্য আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি ব্যান্ড রয়েছে এবং তারা সেই কারণেই মূলত একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের সংমিশ্রণ হয় না। অনুযায়ী তাদের সম্প্রচার প্রেরণ করে। এসব ফ্রিকুয়েন্সি ব্যান্ড আলাদা হওয়ার

ঘটনা-২। আঙুল ফুটালে শব্দ হয় কেন?

কারণ : আঙুলের সংযোগস্থলের মাঝে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ঘন পিচ্ছিল তরল পদার্থ থাকে। এর কাজ হলো সংযোগস্থলের অস্থিগুলোর মাঝে যেকোনো ধরনের সংঘর্ষ না হয়। এই তরলের মাঝে বিভিন্ন গ্যাসও সম্পৃক্ত হয়ে মিশে থাকে। 
আমরা যখন আঙুল ফোটাই তখন মূলত আঙুলের হাড়গুলোকে টেনে আলাদা করার চেষ্টা করি। এই টানের ফলে সংযোগস্থলের মাঝের স্থানটি বেড়ে যায় এবং অভ্যন্তরীণ চাপ কমে যায়। কিন্তু যখন পুনরায় আগের স্থানে ফিরে আসে তখন সংযোগস্থলের গ্যাসগুলো বুদবুদ সৃষ্টি করে থাকে। 
বিজ্ঞানের ভাষায় একে ক্যাভিটেশন বলে এবং এই বুদবুদগুলো চাপের কারণে ফেটে গিয়ে শব্দ করে। অনেকের ধারণা এটি করলে ক্ষতি হয়। কিন্তু ১৯৯৮ সালে ডোনাল্ড উঙ্গার প্রমাণ করেন যে, এই ধারণাটি ভুল। এই গবেষণার জন্য তিনি ২০০৯ সালে চিকিৎসাবিজ্ঞানে বিশেষ পুরস্কারে ভূষিত হন ।

ঘটনা-৩। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? 

কারণ : গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়; কোনো বস্তু যদি স্থির থাকে তবে এটি স্থিরই থাকতে চায়; আবার বস্তু গতিশীল থাকলে এটি গতিশীল থাকতে চায়। 
সুইচ অন থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখনও জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়। তাই সুইচ বন্ধ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখা না থেমে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে।

ঘটনা-৪ । চলন্ত বাস হতে বাইরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয় কেন ? 

কারণ : গাছপালার সাপেক্ষে বাস গতিশীল বিধায় বাস থেকে গাছপালাকে দেখলে আপেক্ষিক গতির কারণে গাছপালাকে গতিশীল মনে হয়। কোনো বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য প্রসঙ্গ কাঠামো নির্ধারণ করা জরুরি। 
এখানে, প্রসঙ্গ বস্তু গাছপালা এবং আলোচ্য বস্তু হচ্ছে চলন্ত বাস। সেহেতু; প্রসঙ্গ বস্তু তথা গাছপালার সাপেক্ষে বাস গতিশীল। তাই চলন্ত বাসে বসা এক ব্যক্তির নিকট গাছপালাগুলোকে বাসের সমান বেগে গতিশীল বলে মনে হবে।

ঘটনা-৫। প্যাচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর কেন?

কারণ : সাবান একটি পিচ্ছিলকারী পদার্থ। সাবানযুক্ত ভেজা হাতের সাথে প্যাচযুক্ত পানির কলের মধ্যকার ঘর্ষণের পরিমাণ অনেকাংশে করে যায় সাবানের পিচ্ছিল ধর্মের জন্য। 
এ সময় পানির কল ও সাবানযুক্ত ভেজা হাতের মধ্যে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণের উদ্ভব হয়। কম ঘর্ষণ বলের জন্য তখন প্যাচযুক্ত পানির কল সাবানযুক্ত ভেজা হাতে ঘুরিয়ে খোলা কষ্টকর হয়ে দাঁড়ায়। 

ঘটনা-৬। পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ণ কেন?

কারণ : মানুষের গলার স্বরযন্ত্রে ভোকাল কর্ড থাকে। পুরুষের ভোকাল কর্ড দৃঢ় হওয়ায় কম্পাঙ্ক কম হয়। আর নারীর ভোকাল কর্ড দৃঢ় না হওয়ায় কম্পাঙ্ক বেশি হয়।
 যার কম্পাঙ্ক যত বেশি তার গলার কণ্ঠস্বর ততই তীক্ষ্ণ হয়। তাই পুরুষের তুলনায় নারীর কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়।

ঘটনা-৭। একটি চাকুর এক পার্শ্ব ধারালো করা হয় কেন?

কারণ : আমরা জানি, চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ, ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হয় এবং ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয়। চাকুর একপাশে ধারালো করলে তার ক্ষেত্রফল অন্য পাশের তুলনায় কম হয়। 
আর ক্ষেত্রফল কম থাকার কারণে বেশি চাপ পড়ে ফলে কাটতে সুবিধা হয়। এজন্য চাকুর একপাশ ধারালো করা হয়।

ঘটনা-৮। ঘর্মাক্তদেহে পাখার বাতাস ঠান্ডা অনুভূত হয় কেন? অথবা, ঘর্মাক্ত অবস্থায় চলন্ত ফ্যানের নিচে বসলে ঠান্ডা লাগে কেন? ব্যাখ্যা কর।

কারণ : আমাদের শরীরে অসংখ্য লোমকূপ থাকে। এ লোমকূপ দিয়ে ঘাম শরীর থেকে বাহিরে আসে, পাখার বাতাসে এই ঘাম বাষ্পে পরিণত হয়। 
এ বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ আমাদের শরীর সরবরাহ করে। ফলে শরীরে তাপমাত্রা কমে শরীর ঠান্ডা হয়। এজন্য ঘর্মাক্ত অবস্থায় পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয়।


পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা, পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা, পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা, পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা, পদার্থবিজ্ঞানের কিছু মজার ঘটনা 

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment