পুরুষতন্ত্র বলতে কী বুঝ? বা পুরুষতন্ত্র কাকে বলে?

পুরুষতন্ত্র বলতে কী বুঝ?, পুরুষতন্ত্র কি?, পুরুষতন্ত্র কাকে বলে?, পুরুষতান্ত্রিক মতাদর্শ কি? What is patriarchy?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

প্রশ্ন ॥ পুরুষতন্ত্র বলতে কী বুঝ? অথবা, পুরুষতন্ত্র কি? অথবা, পুরুষতন্ত্র কাকে বলে? অথবা, পুরুষতান্ত্রিক মতাদর্শ কি?

পুরুষতন্ত্র বলতে কী বুঝ? বা পুরুষতন্ত্র কাকে বলে?

প্রশ্ন ॥ পুরুষতন্ত্র বলতে কী বুঝ? What is patriarchy?

যে সমাজে নারীদের চাইতে পুরুষেরা বেশি স্বাধীনতা, ক্ষমতা ও অধিকার ভোগ করে সে সমাজকেই আমরা সমাজ বলে অভিহিত করি। যেখানে পুরুষরাই পারস্পরিক সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। 

পিতা বা মাতার প্রাধান্য আদিম সমাজব্যবস্থায় না থাকলেও উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে পুরুষতন্ত্রের প্রচলন লক্ষ্য করা যায়। সম্পদ ও সম্পত্তির উপর অধিকার ও কর্তব্য; নিজ পরিবারের সদস্যদের মধ্যে তা সংরক্ষণের ব্যবস্থা। 

বস্তুগত সম্পদের মালিকানা থেকে পরিবারের সদস্যের উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের মধ্যেই পুরুষতন্ত্রের ধারণা নিহিত আছে। তাই তত্ত্বগতভাবে পুরুষতন্ত্র নারীর অধস্তনতাকে ব্যাখ্যা করে।

পুরুষতন্ত্র : 

গ্রিক 'প্যাট্রিয়া' ও 'আর্কি' শব্দদ্বয়ের সংমিশ্রণে গঠিত ইংরেজি ‘প্যাট্রিয়ার্কি' শব্দের বাংলা অনুবাদে পিতৃতন্ত্র ও পুরুষতন্ত্র দুটি শব্দ ব্যবহারেরই প্রচলন আছে। প্যাট্রিয়ার্কি মোটা দাগে দুভাবে ক্রিয়াশীল-পরিবারের ভিতরে পরিবারের বাইরে অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পর্যায়ে। 

এমন একটি সামাজিক অবস্থা যেখানে পুরুষ নারীর উপর প্রভুত্ব করে, নারীর উপর নির্যাতন চালায় এবং নারীকে শোষণও করে। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে পিতার কর্তৃত্ব স্বীকৃত। 

এই সমাজব্যবস্থায় নারীর উপর পুরুষ প্রভুত্ব করে, নারীর উপর নির্যাতন চালায় এবং নারীকে শোষণ করে । নারীও সর্বক্ষেত্রে পুরুষের আধিপত্য মেনে চলে। পুরুষের নিপীড়ন, নির্যাতন নীরবে সহ্য করে নারী ।

জুলিয়েট সিডলের মতে, 

“পুরুষতন্ত্র এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে নারী পুরুষের হাতে বিনিময়ের দ্রব্য মাত্র। "

সিলভিয়া ওয়ালবির মতে, 

“পুরুষতন্ত্র সামাজিক কাঠামো ও রীতিনীতির এমন একটি ব্যবস্থা যেখানে নারীকে নিয়ন্ত্রণ ও শোষণ করে পুরুষ।” 

সুতরাং পুরুষতন্ত্র বলতে এমন এক ধরনের শাসনকে বুঝায় যেখানে সামষ্টিক অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে পুরুষেরই একচ্ছত্র প্রাধান্য থাকে। যেখানে নারী হয়ে দাঁড়ায় পুরুষের অধস্তন ও নির্যাতন নিপীড়নের শিকার। 

উপসংহার : 

পরিশেষে বলা যায়, যে সমাজব্যবস্থায় পুরুষেরা নারীদের চেয়ে অধিক ক্ষমতা ও স্বাধীনতা ভোগ করে সে সমাজ ব্যবস্থাকেই পুরুতান্ত্রিক সমাজব্যবস্থা বলে। 

যেখানে পুরুষরাই পারস্পরিক সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। তবে পুরুষতন্ত্রের রূপ সবদেশে হুবহু একইরকম নয়। বিভিন্ন অঞ্চলে এর রূপগত ভিন্নতা রয়েছে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment