অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন -  রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়ের সকল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর : চীনা জীবনদর্শন ও সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী মনীষী ।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার লীলাভূমির নাম কী?
উত্তর : অন্যতম চৈনিক সভ্যতা।
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম মানব গোষ্ঠীর নাম কী?
উত্তর : 'পিকিং' মানব গোষ্ঠী ।
প্রশ্ন: কনফুসিয়াস ধর্মীয় আচার অনুচীনের উপর লেখা গ্রন্থের নাম কি? 
উত্তর : The Book of Rites.
প্রশ্ন: কনফুসিয়াসের ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : The Book of History'.
প্রশ্ন: তোমার ঘুম ভাঙবে কবিতার ছন্দে, তোমার শিক্ষার শেষ হবে সংগীতে। কার উক্তি?
উত্তর : কনফুসিয়াসের
প্রশ্ন: তাও শব্দের অর্থ কী?
উত্তর : বাস্তবতা।
প্রশ্ন: তাও শব্দের মূল কথা কী ?
উত্তর : প্রাকৃতিক নিয়ম মেনে চলার মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা।
প্রশ্ন: কনফুসিয়াসের আসল নাম কী? 
উত্তর : কুং-ফু-যু (Kung Fu Tzu) যার অর্থ কুণ্ড প্রভু।
প্রশ্ন: কনফুসিয়াস কে ছিলেন? অথবা, কনফুসিয়াসকে চীনের কোন নগরীয় প্রধান ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়? 
উত্তর : চুং তু নগরীর।
প্রশ্ন: কনফুসিয়াসের দুটি গ্রন্থের নাম লেখ? 
উত্তর : The Book of History and The Book of Changes.
প্রশ্ন: Five Chings কী?
উত্তর : কনফুসিয়াসের প্রচারিত মতবাদের পাঁচটি কর্তব্যকে Five Chings বলা হয়।
প্রশ্ন: লাও-ৎসু লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর : 'তাও তে চিং' (Tao Te Ching)
প্রশ্ন: আল ফারাবি কে ছিলেন?
উত্তর : আল-কিন্দি প্রতিষ্ঠিত 'ফালাসিফা' গোষ্ঠির পরবর্তী শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন।
প্রশ্ন: আল ফারাবির পূর্ণনাম কি? 
উত্তর : মুহাম্মদ ইবনে তারখান ইবনে উমলাক আবু নসর আল ফারাবি।
প্রশ্ন: আল ফারাবীর জন্মস্থান কোথায়? অথবা, আল ফারাবি কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ৮৭০ সালে তুরস্কের ফারাব শহরে জন্মগ্রহণ করেন
প্রশ্ন: দ্বিতীয় শিক্ষক বলা হয় কাকে? অথবা, কোন দার্শনিককে দ্বিতীয় শিক্ষক বলা হয়?
উত্তর : আল-ফারাবিকে।
প্রশ্ন: আল ফারাবিকে 'ফারাবি' বলা হয় কেন?
উত্তর : আল-ফারাবি তুরস্কের ফারাব জেলার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন বলে তাকে ফারাবি বলা হয়। 
প্রশ্ন: আল ফারাবীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : Madinatul Fadilah.
প্রশ্ন: আল ফারাবীর রাষ্ট্রচিন্তা তাঁর কোন কোন গ্রন্থে পাওয়া যায়? 
উত্তর : মদিনাতুল ফাজালাহ ও সিরাতুল মাদানীয়াহ গ্রন্থে ।
প্রশ্ন: আল-ফারাবি কি উপাধিতে ভূষিত হন? 
উত্তর : 'মুয়ালিম সানি' উপাধিতে।
প্রশ্ন: ইসলামী অস্তিত্ববাদী দার্শনিক কাকে বলে? 
উত্তর : ইসলামী অস্তিত্ববাদী দার্শনিক বলা হয় আল-ফারাবিকে।
প্রশ্ন: আল ফারাবি রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করেছেন? 
উত্তর : ফারাবি রাষ্ট্রকে চার ভাগে ভাগ করেছেন।
প্রশ্ন: আল ফারাবি আত্মাকে কয় ভাগে ভাগ করেন? 
উত্তর : আল-ফারাবি আত্মাকে তিন ভাগে ভাগ করেছেন। যথা- ১. উদ্ভিদ আত্মা, ২. জীবাত্মা ও ৩, মানবাত্মা।
প্রশ্ন: আল-ফারাবীর মতে, প্রথম কল্যণকামী রাষ্ট্র কী? 
উত্তর : যে রাষ্ট্রের জনগণ একত্রিত হয়ে পরস্পর কাজ সম্পাদন ও সুখ অর্জনে সহযোগিতা করে তাই প্রথম কল্যাণকামী রাষ্ট্র।
প্রশ্ন: প্রাচ্যের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : আল ফারাবিকে।
প্রশ্ন: আল-ফারাবির উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. ইনট্রডাকশান টু লজিক ২. ফিজিক্স ও ৩. অন দি সোল।
প্রশ্ন: পাশ্চাত্য জগতে মুসলিম মনীষীদের মধ্যে সর্বাধিক প্রভাব ছিল কার ? 
উত্তর : পাশ্চাত্য জগতে মুসলিম মনীষীদের মধ্যে সর্বাধিক প্রভাব ছিল আল ফারাবির।
প্রশ্ন: আল ফারাবির মতে সত্তা কয় প্রকার ও কি কি? 
উত্তর : আল-ফারাবির মতে সত্তা দুই প্রকার। যথা- ১. অনিবার্য সত্তা ও ২ সম্ভাব্য সত্তা।
প্রশ্ন: আল ফারাবি জ্ঞানকে কয়ভাগে বিভক্ত করেছেন ও কি কি?
উত্তর : দুই ভাগে। যথা: ১. নিশ্চয়াত্মক জ্ঞান এবং ২. সম্ভাব্য জ্ঞান।
প্রশ্ন: আল-ফারাবির মতে মানবাত্মা কয়টি শ্রেণীতে বিভক্ত ও কি কি?
উত্তর : চার শ্রেণীতে। যথাঃ ১. সুপ্ত বা সম্ভাব্য বুদ্ধিবৃত্তি; ২. সক্রিয় বুদ্ধিবৃত্তি; ৩. অর্জিত বুদ্ধিবৃত্তি ও ৪. চালক বুদ্ধিবৃত্তি।
প্রশ্ন: ফারাবির জীবনে কোন গ্রীক দার্শনিকের প্রভাব ছিল? 
উত্তর : ফারাবির জীবনে গ্রীক দার্শনিক এরিস্টটলের প্রভাব ছিল
প্রশ্ন: 'মুয়ালিম আল-সানী - কাকে বলা হয়?
উত্তর : 'মুয়ালিম আল-সানী' বলা হয় আল-ফারাবিকে ।
প্রশ্ন: আল ফারাবির নৈতিক মতবাদের ভিত্তি কি?
উত্তর : সদগুণ।
প্রশ্ন: ইবনে রুশদের পূর্ণনাম কি?
উত্তর : আবু ওলিদ মুহম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ।
প্রশ্ন: ইবনে রুশদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : স্পেনের কর্ডোভায়।
প্রশ্ন: তাহাফুভূত আল তাহযুত গ্রন্থটি কার লেখা?
উত্তর : তাহাফুতুত আল তাইফুত গ্রন্থটি হলো ইবনে রুশদ-এর লেখা।
প্রশ্ন: ল্যাটিন ভাষায় ইবনে রূশদকে কি বলা হয়? 
উত্তর : আভেররোজ।
প্রশ্ন: ইবনে রুশদের চিকিৎসা বিজ্ঞানের উপর লিখিত গ্রন্থের নাম কি?
উত্তর : 'কুলিয়াত ফিততিব্ব' নামক গ্রন্থ।
প্রশ্ন: ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্র কোনটি?
উত্তর : ইবনে রুশদের মতে, শরীয়া বিধানের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শরাষ্ট্র।
প্রশ্ন: ইবনে রুশদের মতে, জ্ঞান কয় শ্রেণিতে বিভক্ত ও কি কি?
উত্তর : তিন শ্রেণিতে। যথা : (ক) আলঙ্কারিক (খ) যুক্তিসিদ্ধ এবং (গ) প্রতিপাদক।
প্রশ্ন: ইবনে রুশদের মতে কয়টি মূলনীতির উপর ধর্ম প্রতিষ্ঠিত এবং কি কি? 
উত্তর : ইবনে রুশদের মতে দুটি মূলনীতির উপর ধর্ম প্রতিষ্ঠিত। যথা: ১. বুদ্ধি ও ২. প্রত্যাদেশ।
প্রশ্ন: ইবনে রুশদের মতে জ্ঞান কত প্রকার?
উত্তর : ইবনে রুশদের মতে, জ্ঞান তিন প্রকার। যথা- ১. অলংকারিক জ্ঞান ২. যৌক্তিক জ্ঞান ও ৩. প্রতিপাদক জ্ঞান
প্রশ্ন: আলাহ কয়টি গুণের দ্বারা বিশেষিত?
উত্তর : সাতটি। যথা : জ্ঞান, জীবন, শক্তি, ইচ্ছা, শ্রবণ, দর্শন ও কথা। 
প্রশ্ন: ইবনে রুশদের মতে ধর্মের মূলনীতি কয়টি ও কি কি ?
উত্তর : ৪টি। যথা: (ক) কোরআন (খ) হাদিস (গ) ইজমা ও (ঘ) কিয়াস ।
প্রশ্ন: বুদ্ধিবৃত্তির কয়টি দিক ও কি কি? 
উত্তর : দুটি দিক । যথা :- (ক) তাত্ত্বিক ও (খ) ব্যবহারিক।
প্রশ্ন: জ্ঞান কয় প্রকার ও কি কি?
উত্তর : দুই প্রকার যথাঃ- (ক) বিশেষ ও (খ) সার্বিক।
প্রশ্ন: ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৩৩২ সালে।
প্রশ্ন: ইবনে খালদুন কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর : তিউনিশিয়া শহরে। 
প্রশ্ন: সমাজতন্ত্রের যে প্রত্যয়টি সর্বশেষ প্রাধান্য লাভ করেছে তা কি ?
উত্তর : আল-আসাবিয়া। 
প্রশ্ন: Social Soliderity কে অন্য কথায় কি বলা হয়?
উত্তর : সামাজিক সংহতি । 
প্রশ্ন: আল-আসাবিয়াহ কি?
উত্তর : আল-আসাবিয়াহ সমাজের মানুষের মধ্যে একাত্মবোধ ও শক্তিশালী জাতি রাষ্ট্রগঠনে সহায়তা করে।
প্রশ্ন: পূর্ব রোমান সাম্রাজ্য কাদের হাতে পতন হয়?
উত্তর : অটোমানদের হাতে।
প্রশ্ন: আল-মুকাদ্দিমা গ্রন্থটি কার লেখা?
উত্তর : ইবনে খালদুনের।
প্রশ্ন: ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম কি? অথবা, কিতাব আল ইবার নামক বিশ্ব ইতিহাসের ভূমিকা নিয়ে লিখা গ্রন্থটির নাম কি?
উত্তর : আল-মুকাদ্দিমা। 
প্রশ্ন: ইবনে খালদুনের প্রকৃত নাম কি?
উত্তর : ওলী উদ্দীন আবু জায়েদ আবাদ আর রহমান মুহাম্মদ ইবনে খালদুন। 
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে' প্রাচ্যের এরিস্টটল' বলে আখ্যায়িত করেছেন?
উত্তর : ইবনে খালদুনকে।
প্রশ্ন: কিতাবুল ইবার গ্রন্থটির লেখক কে?
উত্তর : ইবনে খালদুন ।
প্রশ্ন: ইবনে খালদুনের মতে ইসলামী রাষ্ট্র কী? 
উত্তর : ইসলামি শরিয়তের দাবি অনুযায়ী নাগরীকদের বৈষয়িক ইহকাল ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই ইসলামি রাষ্ট্র।
প্রশ্ন: ইবনে খালদুন রাষ্ট্রের ধরনকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর : তিন ভাগে।
প্রশ্ন: মধ্যযুগের স্রষ্টা কাকে বলা হয় ?
উত্তর : ইবনে খালদুনকে।
প্রশ্ন: ইমাম গাজ্জালী কে ছিলেন?
উত্তর ইমাম গাজ্জালী সর্বশ্রেষ্ঠ মুসলিম ছিলেন।
প্রশ্ন: ইমাম গাজ্জালীর প্রকৃত নাম কি?
উত্তর : আবু হামিদ মুহাম্মদ ইবনে আল-গাজ্জালী ।
প্রশ্ন: আল-গাজ্জালী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : খোরাসানের অন্তর্গত তুস নগরীর নিকটবর্তী গাজাল নামক স্থানে।
প্রশ্ন: হাজ্জাতুল ইসলাম' বলা হয় কাকে?
উত্তর : : আল-গাজ্জালীকে।
প্রশ্ন: ইমাম গাজ্জালীর উপাধি কি ছিল।
উত্তর : ইজ্জাতুল ইসলাম
প্রশ্ন: “হুজ্জাতুল ইসলাম” শব্দটির অর্থ কি?
উত্তর : 'হুজ্জাতুল ইসলাম' শব্দটির অর্থ ইসলামের রক্ষক।
প্রশ্ন: আশাবিয়া সম্প্রদায়ের জনক কে?
উত্তর : আশাবিয়া সম্প্রদায়ের জনক হলেন ইমাম আল-গাযালি।
প্রশ্ন: ইমাম গাজ্জালী আলাহর ইচ্ছাকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর : ইমাম গাজ্জালী আলাহর ইচ্ছাকে দুইভাগে ভাগ করেন।
প্রশ্ন: আল-গাজ্জালীর জন্ম-মৃত্যু সাল উল্লেখ কর। 
উত্তর: জন্ম ১০৫৮ সালে এবং মৃত্যু ১১১১ সালে।
প্রশ্ন: ইমাম গাজ্জালী রচিত একটি গ্রন্থের নাম লিখ। অথবা, আল গাজ্জালীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি?
উত্তর : এহইয়া-উল-উলুম আদ-দীন (ধর্মের নবরুপায়ন)।
প্রশ্ন: আল-গাজ্জালীর দুই বিখ্যাত গ্রন্থের নাম লিখ ।
উত্তর : আল-গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম- ১. তাহফাতুল ফালাসিফা ও ২. মাকাসিদুল ফালাসিফা। 
প্রশ্ন: আল গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উত্তর : আল গাজ্জালীর দুইটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- ১. 'তহাফুতুল ফালাসিফা' ২. কিমিয়ায়ে সায়াদাত।
প্রশ্ন: আল-গাজ্জালী রচিত গ্রন্থের সংখ্যা কত?
উত্তর : আল-গাজ্জালী রচিত গ্রন্থের সংখ্যা সত্তরটি।
প্রশ্ন: ইমাম গাজ্জালীকে 'গাযালী' বলা হয় কেন?
উত্তর : ইমাম গাজ্জালী পারস্যের তুল নগরের নিকটবর্তী গাযালা গ্রামে জন্মগ্রহণ করেন বলে তাকে ‘গাযালী' বলা হয়। 
প্রশ্ন: ইমাম আল-গাজ্জালী কোন বিশ্বদ্যিালয়ের প্রধান নিযুক্ত হন?
উত্তর : নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে নিযুক্ত হন। 
প্রশ্ন: রাষ্ট্রীয় সত্তাকে জীবদেহের সাথে তুলনা করেছেন কে ?
উত্তর : আল-গাজালি ।
প্রশ্ন: আশারিয়া সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের নাম কি?
উত্তর : আশারিয়া সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের নাম আল-গাযালী। 
প্রশ্ন: 'ডেকার্টের Cogito ergo Sum-এর পরিবর্তে গাজ্জালী কি বলেছেন?
উত্তর: Volo ergo Sum.
প্রশ্ন: মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ কে?
উত্তর : আল-গাজ্জালী ।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ৩টি বৈশিষ্ট্য লিখ। 
উত্তর : ১. বাস্তববাদিতা, ২. তত্ত্ব ও বাস্তবের সমন্বয় এবং ৩. ধর্ম ও নীতিবোধ।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ৩টি উৎস লিখ।
উত্তর : ১. বৈদিক শাস্ত্রসমূহ, ২. স্মৃতিসমূহ ও ৩. ধর্মসমূহ
প্রশ্ন: পাণিনির 'অষ্টাধ্যায়ী' কোন জাতীয় গ্রন্থ?
উত্তর : ব্যাকরণ গ্রন্থ
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কী? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: কত সালে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কবিতার নাম কী?
উত্তর : হিন্দু মেলার উপহার' যা ১৮৭৪ সালে অমৃতবাজার পত্রিকায় ছাপা হয়। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'বাংলার মাটি বাংলার জল' গানটি রচনা করেন? 
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'গীতাঞ্জলি' কাব্য ইংরেজিতে অনুবাদ করেন? 
উত্তর : ১৯১২ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'নোবেল' পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯১৩ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'নাইটহুড' উপাধি পান?
উত্তর : ১৯১৫ সালে ।
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে' ডক্টরেট ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৯৩৬ সালে। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে' ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৯৪০ সালে। 8.38 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কতটি? উত্তর : ৫৬টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা ছোটগল্পের সংখ্যা কত?
উত্তর: ১১৯টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা উপন্যাস সংখ্যা কত?
উত্তর : ১২টি।
প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা নাটক কতটি?
উত্তর : ২৯টি। 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়? 
উত্তর : ২০০৪ সালে ২৪ মার্চ।
প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী?
উত্তর : বৌ ঠাকুরানীর হাট।
প্রশ্ন: রবীন্দ্রনাথের বৃহত্তম উপন্যাসের নাম কী ?
উত্তর: গোরা।
প্রশ্ন: রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : গীতাঞ্জলি কাব্যের জন্য 
প্রশ্ন: কত সালে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন?
উত্তর : ১৯৪১ সালের ৭ আগস্ট।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৭২ সালে, পশ্চিবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: ধর্ম ও জাতীয়তা গ্রন্থটি কার লেখা?
উত্তর : অরবিন্দ ঘোষের।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: দৈনিক বন্দেমাতরম। 
প্রশ্ন: “আমি স্বদেশকে মা বলিয়া জানি" কার উক্তি?
উত্তর : অরবিন্দ ঘোষের।
প্রশ্ন: অরবিন্দ ঘোষ কবে মৃত্যুবরণ করেন? 
উত্তর : ১৯৫০ সালের ৪টা ডিসেম্বর।
প্রশ্ন: কত সালে সুরাট কংগ্রেস অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৭ সালে।
প্রশ্ন: মহাত্মা গান্ধীর আসল নাম কী? অথবা, মহাত্মা গান্ধীর পুরো নাম কী? 
উত্তর : মোহন দাস করমচাঁদ গান্ধী
প্রশ্ন: মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত গ্রন্থর নাম লিখ।
উত্তর : An Appeal to Every Brito in South Africa. 
প্রশ্ন: মহাত্মা গান্ধীর রাজনীতির মূল ভিত্তি কী?
উত্তর : অহিংসা ও শান্তি।
প্রশ্ন: ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে? 
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: কত সালে এবং কোথায় মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাট রাজ্যের পোরন্দরে।
প্রশ্ন: ভারতীয় জাতির জনকের নাম কি?
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কোথায় প্রথম তাঁর রাজনীতি শুরু করেন?
উত্তর : মহাত্মা গান্ধী আফ্রিকায় প্রথম তার রাজনীতি শুরু করেন। 
প্রশ্ন: কত সালে গান্ধী ইহকাল ত্যাগ করেন?
উত্তর : ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি।।
প্রশ্ন: মাধবেন্দ্রনাথ রায় কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর : ১৮৮৭ সালের ২১ মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: এম এন রায়ের প্রকৃত নাম কী?
উত্তর : নরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য।
প্রশ্ন: কত সালে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 
উত্তর : ১৯২০ সালে।
প্রশ্ন: Radical Humanism বইটির লেখক কে?
উত্তর : এম. এন রায়
প্রশ্ন: মানবেন্দ্রনাথ রায়ের দু'টি গ্রন্থের নাম লিখ। 
উত্তর : 1. Radical Humanism, 2. The Historical Role of Islam.
প্রশ্ন: কোন গ্রন্থে মানবেন্দ্রনাথ রায় সমাজ সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেছেন? 
উত্তর : New Humanism গ্রন্থে। 
প্রশ্ন: 'রাষ্ট্রের প্রধান কাজ জনসাধারণের অবস্থার উন্নতি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো' - কার উক্তি?
উত্তর : শ্রী অরবিন্দ রাম এর। 
প্রশ্ন: "India in Transition” গ্রন্থটি কার লেখা? 
উত্তর : এম.এন. রায়।
প্রশ্ন: কত সালে এম এন রায় ভারতে প্রত্যাবর্তন করেন? 
উত্তর : ১৯৩০ সালে।
প্রশ্ন: বাঙালির ম্যাগন্যাকার্টা বলা হয় কোনটিকে? 
উত্তর : ১৯৬৬ সালের ৬ দফাকে ।
প্রশ্ন: র‍্যাডিকেল হিউম্যানিজম এর তিনটি উপাদান কী কী?
উত্তর : বস্তুবাদ, বিচারবুদ্ধি ও নৈতিকতা। 
প্রশ্ন: ভারতের কমিউটিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : এম. এন. রায়।
প্রশ্ন: মুজাফফর আহমেদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৮৯ সালের ৫ আগস্ট, সন্দীপে মুসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: পশ্চিমবঙ্গ ও কলকাতার নেতাকর্মীদের কাছে মুজাফ্ফর আহমেদ কি নামে পরিচিত ছিলেন?
উত্তর : কাকাবাবু ।
প্রশ্ন: মুজাফ্ফর আহমেদ এর বিখ্যাত একটি গ্রন্থের নাম লিখ।
উত্তর: আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি ।
প্রশ্ন: কত সালে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়?
উত্তর: ১৯২০ সালে।
প্রশ্ন: কত সালে কবি নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর : ১৯২২ সালে। 
প্রশ্ন: কত সালে মেথর ঝাড়ুদারদের ইউনিয়ন গঠিত হয়? 
উত্তর : ১৯২৭ সালে। 
প্রশ্ন: কত সালে চীন-ভারত যুদ্ধ হয়?
উত্তর : ১৯৬২ সালে।
প্রশ্ন: কত সালে প্রথম যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
প্রশ্ন: কত সালে স্বাধীন বাংলাদেশ জন্ম লাভ করে? 
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৮০ সালের ২২ ফেব্রুয়ারি। 
প্রশ্ন: মওলানা ভাসানীর জন্মস্থান কোথায়?
উত্তর : সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী কংগ্রেসে যোগদান করেন?
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: কৃষক মঞ্জুর পাটি কার নেতৃত্বে গঠিত হয়? 
উত্তর : মওলানা ভাসানী
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী মুসলিম লীগের লাহোর অধিবেশনে যোগ দেন?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ। 
প্রশ্ন: কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন। 
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকায় মিছিল করেন? 
উত্তর: ১৯৪৯ সালের ১১ অক্টোবর।
প্রশ্ন: কাকে মজলুম জননেতা বলা হয়?
উত্তর: মওলানা ভাসানিকে।
প্রশ্ন: কত সালে মওলানা ভাসানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিবৃতি দেন ? 
উত্তর : ১৯৭১ সালে। 
প্রশ্ন: 'দেশের সমস্যা ও সমাধান' কার লেখা পুস্তক-পুস্তিকা?
উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর।
প্রশ্ন: 'গণ-মুক্তি' কার লেখা সাপ্তাহিক? 
উত্তর : মওলানা ভাসানীর
প্রশ্ন: কবে মওলানা উপাধি লাভ করেন? 
উত্তর : ১৯২৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? 
উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯২০ সালে। 
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান কত তারিখে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন?
উত্তর : শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রশ্ন: স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭৩ সালের ৭ মার্চ। 
প্রশ্ন: ১৯৭০ -এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালীর মুকুটবিহিন সম্রাট -এ পরিণত হন কে? 
উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু কত সালে বাকশাল গঠন করেন? 
উত্তর : ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি।
প্রশ্ন: বাকশাল ( BAKSAL) এর পূর্ণরূপ কি?
উত্তর : বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ (Bangladesh Krishak Sramik Awami League).
প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনে বঙ্গবন্ধু কোন অধিবেশনে ভাষণ দেন?
উত্তর : ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ শীর্ষ সম্মেলনে। 
প্রশ্ন: 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
উত্তর : বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু কার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন? 
উত্তর : ড. কুদরত-এ-খুদার নেতৃত্বে।
প্রশ্ন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে গঠন করে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমানের পরে কে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন?
উত্তর : শেখ মুজিবুর রহমানের পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হন।  
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ আগস্ট 
প্রশ্ন: কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে? 
উত্তর : পঞ্চদশ সংশোধনীতে।
প্রশ্ন: কৃষক প্রজা আন্দোলন কি?
উত্তর : কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন।
প্রশ্ন: কৃষক-প্রজা আন্দোলন এর জনক কে? অথবা, বাংলার কৃষক কুলের মুক্তির দূত বলা হয় কাকে?
উত্তর: শেরে বাংলা ফজলুল হক।
প্রশ্ন: শেরে বাংলার পুরো নাম কী?
উত্তর : আবুল কাসেম ফজলুল হক। 
প্রশ্ন: বাঙালি জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : শেরে বাংলা এ কে ফজলুল হক ।
প্রশ্ন: “ফজলুল তোমার মাথাটা আমাকে দাও, আর আমার গদিটা তুমি নাও।” কে কাকে বলেছে?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ, ফজলুল হককে বলেছিল।
প্রশ্ন: কত সালে বঙ্গীয় মহাজনী আইন পাস হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: বঙ্গ চাষী ঘাতক আইন কে পাস করেন?
উত্তর : এ.কে ফজলুল হক।
প্রশ্ন: কত সালে 'ঋণ সালিশী বোর্ড' গঠিত হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: “নিখিল বঙ্গ প্রজা সমিতি” কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে “নিখিল বঙ্গ প্রজা সমিত" গঠিত হয়। 
প্রশ্ন: ফজলুল হকের নেতৃত্বে কত সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়?
উত্তর : ১৯৩৬ সালে।
প্রশ্ন: কত সালে শেরে বাংলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
উত্তর : ১৯৩৭ সালে।
প্রশ্ন: শেরে বাংলা এ. কে ফজলুল হকের রাজনৈতিক দলের নাম কি ছিল?
উত্তর : কৃষক-প্রজা পার্টি।
প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি কয়টি আসন লাভ করে? 
উত্তর : ৩৮টি।
প্রশ্ন: ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে যে মহান নেতা দেশবন্ধু উপাধি পেয়েছিলেন তার নাম কী?
উত্তর : চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন: কে ভারতবাসীকে গোলামের জাতি বলে গালি দিয়েছিল?
উত্তর : ম্যাকলিন।
প্রশ্ন: স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? অথবা, স্বরাজ দল গঠন করেন কে? 
উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
প্রশ্ন: কি কারণে ব্রিটিশ সরকার চিত্তরঞ্জন দাসকে কারাদণ্ড প্রদান করেন?
উত্তর : মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে ১৯২০ সালে যখন চিত্তরঞ্জন দাস আদালত বর্জন করেন।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট কে করেন? 
উত্তর : চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন: স্বরাজ ও স্বাধীনতার অর্থ কী?
উত্তর : আত্মত্মবিকাশ ও আত্মপ্রত্যয়।
প্রশ্ন: ১৯১৯ সালের আইনকে কি নামে ডাকা হয়? অথবা, ১৯১৯ সালের ভারত শাসন আইনে অপর নাম কী?
উত্তর : মন্টেগু চেমসফোর্ড আইন।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কত সালে আরম্ভ হয়?
উত্তর : ১৯১৪ সালে ।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়।
প্রশ্ন: ওয়াটার লু যুদ্ধ কী? 
উত্তর : একটি যুদ্ধক্ষেত্র।
প্রশ্ন: ভারতে খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ । 
প্রশ্ন: ব্রিটিশ ভারতের মুসলমানরা কাকে সমগ্র মুসলিম জাহানের খলিফা মনে করত?
উত্তর : ব্রিটিশ ভারতের মুসলমানরা তুরস্কের সুলতানকে সমগ্র মুসলিম জাহানের খলিফা মনে করতো।
প্রশ্ন: “অটোম্যান সাম্রাজ্য” বলতে কোন দেশকে বুঝানো হতো? 
উত্তর : “অটোম্যান সাম্রাজ্য” বলতে তুরস্ককে বুঝানো হতো ।
প্রশ্ন: অসহযোগ আন্দোলন বলতে কি বুঝ?
উত্তর : ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি ভারতীয়দের সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে ভারতবর্ষে ব্রিটিশ রাজ্যের অস্তিত্ব বিপন্ন করে তোলার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী যে আন্দোলনের ডাক দেন তাই অসহযোগ আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন: কত তারিখে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়?
উত্তর : ১৯২০ সালের ১ আগস্ট।
প্রশ্ন: অসহযোগ আন্দোলন কখন শুরু হয়? 
উত্তর : অসহযোগ আন্দোলন ১৯২০ সালে শুরু হয়।
প্রশ্ন: অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কে? অথবা, অহিংস আন্দোলনের জনক বলা হয় কাকে? অথবা, সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে? 
উত্তর : মহাত্মা গান্ধী।
প্রশ্ন: কোন তিনটি দাবি অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য হিসাবে গৃহিত হয়?
উত্তর : খিলাফত, রাওলাট আইন প্রত্যাহার ও স্বরাজ লাভ। 
প্রশ্ন: গান্ধীর আদর্শ ও কর্মপন্থার মূল ভিত্তি ছিল কী?
উত্তর : অহিংস নীতি।
প্রশ্ন: কত তারিখে গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর : ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি।
প্রশ্ন: কত তারিখে গান্ধী গ্রেফতার হন? 
উত্তর : ১৯২২ সালের ১৩ মার্চ।
প্রশ্ন: বিশ্বের ইতিহাসে প্রথম নিরস্ত্র ও শাস্তিপূর্ণ আন্দোলন কোনটি?
উত্তর : অসহযোগ আন্দোলন । 
প্রশ্ন: ১৯১৯ সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল।
প্রশ্ন: রাওলাট আইন কত সালে পাস হয়? 
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: রাওলাট আইন প্রণয়নে কার ভূমিকা বেশি ছিল?
উত্তর : বড় লাটের আইন সচিব স্যার সিডনি রাওলাট । 
প্রশ্ন: Political History' গ্রন্থটির লেখক কে?
উত্তর : রামগোপাল।
প্রশ্ন: স্বত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন কে?
উত্তর : লর্ড ডালহৌসি । 
প্রশ্ন: কে দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলনের নেতা হিসেবে সুনাম অর্জন করে।
উত্তর : মোহন দাস করমচাঁদ গান্ধী।
প্রশ্ন: রাওলাট আইন পাস করার কারণ কি? 
উত্তর : সত্যাগ্রহ ও অন্যান্য আন্দোলন দমন করার জন্য ।
প্রশ্ন: কখন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড ঘটে? অথবা, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে?
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল।
প্রশ্ন: অমৃতসরে কোথায় জনতার উপর গুলিবর্ষণ করা হয়?
উত্তর : জালিয়ানওয়ালা বাগে ।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয়? 
উত্তর : ১৯১৮ সালে।
প্রশ্ন: কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি অর্জন করে?
উত্তর : জাতীয় অবমাননার প্রতিবাদে। 
প্রশ্ন: কার নির্দেশে অমৃতসরে জালিয়ানওয়ালা বাগের সমবেত জনতার ওপরগুলো চালান হয়?
উত্তর : জেনারেল ডায়ার।
প্রশ্ন: কে নাইট উপাধি বর্জন করেন? 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়?
উত্তর : খিলাফত আন্দোলন শুরু হয় ১৯১৮ সালে ও অসহযোগ আন্দোলন শুরু হয় ১৯২০ সালে। 
প্রশ্ন: কত সালে খিলাফত কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে।
প্রশ্ন: মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ। 
প্রশ্ন: কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে? অথবা, কোন সালের কত তারিখে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 
উত্তর : ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
প্রশ্ন: সর্বভারতীয় মুসলিম লীগের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর : আলীগড়ে।
প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে একটি পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর : লক্ষ্মৌ চুক্তি। 
প্রশ্ন: কবে, কেন মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালের ৩০/৩১ ডিসেম্বরে মুসলিম লীগ গঠিত হয়। 
প্রশ্ন: কে সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন? 
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন। 
প্রশ্ন: মুসলিম লীগ প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ। 
প্রশ্ন: মুসলীম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থরক্ষা করা।
প্রশ্ন: মুসলিমলীগের যুগ্ম-সচিব নির্বাচিত হন কারা?
উত্তর : ভিখার-উল-মুলক ও মুহসীন-উল-মুলক। 
প্রশ্ন: নিখিল ভারত মুসলীম লীগ গঠনের তারিখ ও স্থান উল্লেখ কর।
উত্তর- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর, স্থান: শাহবাগ
প্রশ্ন: কে বঙ্গভঙ্গ রদ করেন?
উত্তর : লর্ড হার্ডিঞ্জ, ১৯১১ সালে।
প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 
উত্তর : ১৯১১ সালের ১২ ডিসেম্বর।
প্রশ্ন: পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় স্থাপিত হয়? 
উত্তর : ঢাকায়।
প্রশ্ন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন। 
প্রশ্ন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পিছনে কি কি কারণ নিহিত ছিল?
উত্তর : প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ।
প্রশ্ন: ১৯০৫ এর বঙ্গভঙ্গ বাংলার কোন কোন এলাকা নিয়ে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়? 
উত্তর : ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী ও আসাম নিয়ে পূর্ববঙ্গ গঠিত হয়।
প্রশ্ন: কার শাসনামলে বঙ্গভঙ্গ রদ হয়?
উত্তর : বড় লাট হার্ডিঞ্জের শাসনামলে।
প্রশ্ন: বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল? 
উত্তর : বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া হয়েছিল ১৯০৬ সালের ৩১ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ গঠনের উদ্যোগ ।
প্রশ্ন: নবগঠিত পশ্চিম বাংলার প্রথম গভর্নরের নাম কী ছিল ? 
উত্তর : স্যার এন্ড্রু ফ্রেজার।
প্রশ্ন: বঙ্গভঙ্গের জন্য মুসলমানদের পক্ষে যে বিশেষ ব্যক্তি অক্লান্ত শ্রম ও সংগ্রাম করেছেন তার নাম কি?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ।
প্রশ্ন: বঙ্গভঙ্গের পূর্বে ব্রিটিশ ভারতের সর্বাপেক্ষা বৃহৎ প্রদেশের নাম কী? অথবা, বৃটিশ ভারতের সর্বাপেক্ষা প্রদেশ ছিল কোনটি?
উত্তর : বাংলা প্রেসিডেন্সী ।
প্রশ্ন: বঙ্গভঙ্গের প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর : ব্রিটিশদের Divide and Rule Policy বাস্তবায়ন।
প্রশ্ন: কে বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ববঙ্গের মুসলমান জনগণকে সংঘটিত করেন?
উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ খান।
প্রশ্ন: স্বদেশী আন্দোলন কি?
উত্তর : দেশীয় পণ্য ব্যবহার ও বিলেতি পণ্য বর্জন।
প্রশ্ন: স্বদেশী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর : সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
প্রশ্ন: কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর : ১৯০৫ সালে। 
প্রশ্ন: বয়কট আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল?
উত্তর : বিলাতি পণ্য সামগ্রী বর্জন করা এবং ইংরেজদের সাথে সকল প্রকার অসহযোগীতা করা।
প্রশ্ন: কত তারিখে বয়কট প্রস্তাব গৃহিত হয়?
উত্তর : ১৯০৫ সালের ১৭ জুলাই।
প্রশ্ন: সংগ্রামশীল বা জঙ্গী জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর : ভারতীয় জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য ভারতের পূর্ণ স্বাধীনাত অর্জন। 
প্রশ্ন: ভারতীয় কংগ্রেস অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, উক্তিটি কার?
উত্তর : লালা লাজপৎ রায়ের।
প্রশ্ন: নিউ ইন্ডিয়া পত্রিকা কখন প্রকাশিত হয়?
উত্তর : ১৯০১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনে পাঞ্জাবের শ্রেষ্ঠ নেতা কে?
উত্তর : লালা লাজপৎ রায়।
প্রশ্ন: Young India এবং English Date to India গ্রন্থ দুটির লেখক কে?
উত্তর : লালা লাজপৎ রায়।
প্রশ্ন: “বন্দেমাতরম” পত্রিকার কর্ণধার কে? 
উত্তর : অরবিন্দ ঘোষ।
প্রশ্ন: দুটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম লিখ।
উত্তর : কলকাতার যুগান্তর ও ঢাকার অনুশীলনী।
প্রশ্ন: কত সালে 'British India Association' সংগঠন জন্ম লাভ করে?
উত্তর : ১৮৫১ সালে ।
প্রশ্ন: ভারতবর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দুটির নাম কি?
উত্তর: ভারতবর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দুটির নাম হচ্ছে যথাক্রমে কংগ্রেস ও মুসলিম লীগ । 
প্রশ্ন: The Arms Act - কত সালে চালু হয়? 
উত্তর : ১৮৭৮ সালে।
প্রশ্ন: ইংরেজ লেখক হান্টারের বিখ্যাত গ্রন্থ কোনটি? 
উত্তর : The Indian Mussalmans'.
প্রশ্ন: সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? 
উত্তর : তৎকালীন বৃটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড।
প্রশ্ন: বঙ্গীয় পৌরসভা আইন কখন প্রণীত হয়? 
উত্তর : ১৮৬৪ সালে বঙ্গীয় পৌরসভা আইন প্রণীত হয়।
প্রশ্ন: বঙ্গভঙ্গ কাকে বলে? 
উত্তর : তদানীন্তন ভারতের সর্ববৃহৎ 'বাংলা প্রদেশ' নামক প্রদেশকে বিভক্ত করে 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ নামে নতুন এক প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
প্রশ্ন : পূর্ববঙ্গ ও আসাম বঙ্গভঙ্গ করেন কে? অথবা, বঙ্গভঙ্গের পেছনে ভারতের কোন গভর্নর জেনারেলের নাম জড়িত? 
উত্তর : লর্ড কার্জন করেন।
প্রশ্ন: পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম ছোট লাট কে ছিলেন? অথবা, নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর : স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। 
প্রশ্ন: বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের প্রতি বিরাট চ্যালেঞ্জ কি ছিল?
উত্তর : বঙ্গভঙ্গ। 
প্রশ্ন: কত সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ এর পরিকল্পনা করেন? অথবা, বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯০৫ সালের ১০ জুলাই। 
প্রশ্ন: ১৯০৫ সাল কেন বিখ্যাত?
উত্তর : ১৯০৫ সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত।
প্রশ্ন: বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল? অথবা, বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর : বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে।
প্রশ্ন: ১৯০৫ সালের কত তারিখে বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয়? 
উত্তর : ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর।
প্রশ্ন: ভারতীয় মুসলমানদের সর্বপ্রথম সমিতি কোনটি?
উত্তর : মোহামেডান লিটারেরি সোসাইটি।
প্রশ্ন: বাংলার রেঁনেসার অগ্রদূত কে?
উত্তর : সৈয়দ আমির আলী।
প্রশ্ন: কে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন গঠন করেন?
উত্তর : সৈয়দ আমীর আলী।
প্রশ্ন: 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইটি কার লেখা? 
উত্তর : গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ।
প্রশ্ন: Central National Mohammedan Association. গ্রন্থটি কার লেখা? 
উত্তর : Sekh A. Rashid.
প্রশ্ন: সৈয়দ আমীর আলীর রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ? 
উত্তর : The Sprit of Islam এবং Personal Law of the Mohammedan.
প্রশ্ন: 'The Spirit of Islam' গ্রন্থটির লেখক কে?
উত্তর : সৈয়দ আমির আলী।
প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে কোন ইংরেজের কৃতিত্ব ছিল? অথবা, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন
উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পূরাতন রাজনৈতিক দল কোনটি?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস।
প্রশ্ন: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কবে, কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়?
উত্তর : এ্যালান অক্টোভিয়ান হিউম, ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর, বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে।
প্রশ্ন: কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতজন মুসলমান প্রতিনিধি অংশ নেয়?
উত্তর : ৩৩ জন
প্রশ্ন: কতজন প্রতিনিধি তৃতীয় অধিবেশনে যোগ দেয়?
উত্তর : ৬০৭ জন।
প্রশ্ন: কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ত্ব করেন কে? 
উত্তর : উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
প্রশ্ন: ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কত জন প্রতিনিধি যোগ দিয়েছিল?
উত্তর : ৭২ জন।
প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জী ।
প্রশ্ন: 'India Today' কার রচনা? 
উত্তর : আর. পি. দত্ত।
প্রশ্ন: এলান অক্টোভিয়ান হিউম কিসের জন্য বিখ্যাত?
উত্তর : এলান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত ।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু।
প্রশ্ন: আলীগড় আন্দোলন কী?
উত্তর : মুসলিম সমাজকে জাগ্রত করার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমদ খান কর্তৃক আলীগড় বিশ্ববিদ্যালয় আন্দোলনকে আলীগড় আন্দোলন বলা হয়। 
প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রবর্তকের নাম কি? অথবা, আলীগড় আন্দোলনের অগ্রদূত কে? অথবা, আলীগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর : স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন: আলীগড় আন্দোলনের প্রথম ভিত্তি কি ছিল?
উত্তর : মুসলিম সমাজকে জাগ্রত করা।
প্রশ্ন: সৈয়দ আহমেদের মৃত্যুর পর আলীগড় আন্দোলন এর নেতা কে হন?
উত্তর : নবাব মহসীন উল-মূলক।
প্রশ্ন: স্যার সৈয়দ আহমদের সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কী?
উত্তর : আলীগড় কলেজ। 
প্রশ্ন: কে মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর : নবাব আব্দুল লতিফ।
প্রশ্ন: ‘মোহামেডান লিটারেরি সোসাইটি' প্রতিষ্ঠা করেন কে? অথবা, মোহাম্মদ লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নবাব আব্দুল লতিফ।
প্রশ্ন: মোহাম্মদ লিটারেরি সোসাইটি কে, কবে কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর : নবাব আব্দুল লতিফ, ১৮৩৬ সালে কলকাতায় MLS প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: কাকে 'বাংলার স্যার সৈয়দ' বলা হয়।
উত্তর : নবাব আব্দুল লতিফকে ।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমিতির উদ্দেশ্য কি ছিল?
উত্তর : মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ ।
প্রশ্ন: কে ১৯৪৫ সালের ২৫ জুন সিমলায় সম্মেলন আহবান করেন?
উত্তর : গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল। 
প্রশ্ন: কত সালে ওয়াভেল গভর্নর জেনারেল নির্বাচিত হন।
উত্তর : ১৯৪৩ সালে।
প্রশ্ন: গান্ধী ও জিন্নাহর মধ্যে কত তারিখে বৈঠক হয়?
উত্তর : ১৯৪৩ সালে ৯ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রশ্ন: ১৯৪৫ সালে ব্রিটেনে কোন দল ক্ষমতায় আসে?
উত্তর : শ্রমিক দল।
প্রশ্ন: ‘ভারত ছাড়' আন্দোলন কবে সংগঠিত হয়? অথবা, কত তারিখ থেকে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়? 
উত্তর : ১৯৪২ সালের ৯ আগস্ট।
প্রশ্ন: গান্ধীজি কোন পত্রিকায় ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করার কথা বলেন?
উত্তর : 'হরিজন' পত্রিকায়।
প্রশ্ন: কত তারিখ আগষ্ট প্রস্তাব পাস করা হয়? 
উত্তর : ১৯৪২ সালের ৮ আগস্ট।
প্রশ্ন: “আমি ফ্যাসিবাদকে সমর্থন করিনা। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের সমগোত্রীয়।” গান্ধীজি কাকে উদ্দেশ্য করে বলেছেন?
উত্তর : মার্কিন লেখক ও সাংবাদিক লুই ফিসার। 
প্রশ্ন: ভারতছাড় আন্দোলনের মূল পটভূমি কি ছিল?
উত্তর : ব্রিটিশদেরকে ভারত ছেড়ে চলে যাবার আন্দোলন।
প্রশ্ন: ১৪ আগস্টকে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের উদ্বোধনী ঘোষণা করেন কে? 
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন: কোন দল আগস্ট প্রস্তাব সরাসরি প্রত্যাখান করে ?
উত্তর : কংগ্রেস।
প্রশ্ন: ক্রীপস প্রস্তাবের অপর নাম কি?
উত্তর : ক্রীপস মিশন। 
প্রশ্ন: কত সালে ক্ৰীপস প্রস্তাব গৃহীত হয়?
উত্তর : ১৯৪২ সালের ২২ মার্চ। 
প্রশ্ন: ক্রীপস কবে ভারতে পদার্পণ করেন? অথবা, কত তারিখে স্যার স্ট্যাফোর্ড ক্রীপস ভারত বর্ষে আসেন?
উত্তর : ১৯৪২ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: ব্রিটিশ সরকার কেন ক্রীপসকে ভারতবর্ষে প্রেরণ করেন?
উত্তর : ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে।
প্রশ্ন: তৎকালীন ভারতীয় কোন কোন দল ক্রীপস মিশন প্রত্যাখ্যান করে? 
উত্তর : মুসলিম লীগ, কংগ্রেস, হিন্দু মহাসভা, হরিজন সংঘ।
প্রশ্ন: স্যার স্ট্যাফোর্ড ক্রীপস কে ছিলেন? 
উত্তর : ব্রিটেনের তৎকালীন অর্থমন্ত্রী।
প্রশ্ন: ১৯৩৭ সালে কতটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১১ টি প্রদেশে।
প্রশ্ন: ১৯৩৫ সালের আইন অনুযায়ী কত সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১৯৩৭ সালে।
প্রশ্ন: সমগ্র ভারতের ৮০৮ টি হিন্দু আসনের মধ্যে কংগ্রেস কতটি আসন লাভ করে? 
উত্তর : ৭১১ টি আসন ।
প্রশ্ন: কার নেতৃত্বে কোয়ালিশন মন্ত্রীসভা গঠিত হয়? 
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে।
প্রশ্ন: প্রাদেশিক আইনসভার অধিবেশন আহ্বান, মূলতবী ঘোষণা ও আইনসভা ভেঙ্গে দিতে পারেন কে? 
উত্তর : বড় লাট। 
প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় মুসলিম লীগ কয়টি আসন পায়?
উত্তর : ১০৩ টি।
প্রশ্ন: জিন্নাহ কত তারিখে দ্বি-জাতি তত্ত্ব পেশ করেন?
উত্তর : ১৯৪০ সালের ২২ মার্চ।
প্রশ্ন: দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কি?
উত্তর : ভারতবর্ষে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন ।
প্রশ্ন: কে বক্তৃতায় বলেছিলেন মুসলমানরা একটি স্বতন্ত্র জাতি? 
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ ।
প্রশ্ন: দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহম্মদ আলী জিন্নাহ। 
প্রশ্ন: ফজলুল হক কত তারিখে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ।
প্রশ্ন: ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে পেশ করেন? অথবা, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : শেরে বাংলা এ, কে, ফজলুল হক। 
প্রশ্ন: ১৯৪০ সালে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর : এ, কে, ফজলুল হক ।
প্রশ্ন: ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সংশোধনী প্রস্তাব পেশ করেন? 
উত্তর : বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?
উত্তর : অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী এবং পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্ন: ওয়াহাবী আন্দোলন কি?
উত্তর : ইসলাম ধর্মকে কলুষতা মুক্ত করা আন্দোলন।
প্রশ্ন: ওয়াহাবী শব্দের অর্থ কী? 
উত্তর : নবজাগরণ।
প্রশ্ন: ওহাবী মতবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুহম্মদ ইবনে আব্দুল ওহাব
প্রশ্ন: ফরায়েজী আন্দোলন বলতে কি বোঝ?
উত্তর : ধর্মীয় কুসংস্কার ও গৌড়ামির হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য সমাজ সংস্কারক হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন গড়ে তোলেন ইতিহাসে তাই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন: 'ফরায়েজী' শব্দটির উৎপত্তি কোথা হতে? 
উত্তর : আরবি 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজী' শব্দটির উৎপত্তি হয়েছে।
প্রশ্ন: ফরজ শব্দের অর্থ কী? 
উত্তর : অবশ্য পালনীয়।
প্রশ্ন: বাংলায় ওয়াহাবী আন্দোলনের প্রবক্তা কে? 
উত্তর : সৈয়দ আহমদ ও তিতুমীর।
প্রশ্ন: হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
উত্তর : ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা । 
প্রশ্ন: হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম কি?
উত্তর : হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ফরায়েজী আন্দোলন।
প্রশ্ন: ‘ফরায়েজী আন্দোলনের অগ্রদূত কে?
উত্তর : ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তুল্লাহ।
প্রশ্ন: কোন বাঙালি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে?
উত্তর : মীর নিসার আলী খান ওরফে তিতুমীর। 
প্রশ্ন: শহীদ তিতুমীরের প্রকৃত নাম কী?
উত্তর : মীর নিসার আলী ওরফে তিতুমীর।
প্রশ্ন: কত সালে তিতুমীর শহীদ হন।
উত্তর : ১৮৩১ সালের ১৯ নভেম্বর। 
প্রশ্ন: তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর : নারিকেল বাড়িয়ায়।
প্রশ্ন: কে বাঁশের কেল্লা নির্মাণ করেন? 
উত্তর : তিতুমীর
প্রশ্ন: তিতুমীরের বারাসতে বিদ্রোহ কত সালে হয়?
উত্তর : ১৮৩১ সালে।
প্রশ্ন: বারাসাত বিদ্রোহ হয় কার নেতৃত্বে?
উত্তর : মীর নিসার আলী ওরফে তিতুমীর এর নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়।
প্রশ্ন: ব্রিটিশ ভারতে রাজনৈতিক সমিতির সম্প্রসারণ ভারতে সংঘটিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় কাকে?
উত্তর : রাজা রামমোহন রায়কে। 
প্রশ্ন: কত সালে ইন্ডিয়ান এসোসিয়েশন' গঠিত হয়?
উত্তর : ১৮৭৬ সালে।
প্রশ্ন: কত সালে 'বঙ্গভাষা প্রকাশিত সভা' নামে সমিতি গঠিত হয়।
উত্তর : ১৮৩৬ সালে।
প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশন' কোন শ্রেণির মুখপাত্র ছিল?
উত্তর : প্রকৃত মধ্যবিত্ত শ্রেণির মুখপাত্র ছিল?
প্রশ্ন: রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্মসভা স্থাপন করেন? 
উত্তর : ১৮২৮ সালের ২০ আগস্ট।
প্রশ্ন: রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর : নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
প্রশ্ন: সতীদাহ প্রথা বিলোপ করেন কে? 
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিংক
প্রশ্ন: 'সতীদাহ' প্রথা বিলোপ সাধনে কার অবদান সবচেয়ে বেশি রয়েছে?
উত্তর : 'সতীদাহ' প্রথা বিলোপ সাধনে রাজা রামমোহন রায় এর অবদান বেশি। প্রশ্ন: তিন জন হিন্দু ধর্মীয় ও সমাজ সংস্কারকের নাম লিখ? 
উত্তর : ১. রাজা রামমোহন রায়; ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ৩. রামকৃষ্ণ পরমহংস। 
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের দুটি ধর্মীয় সংস্কার লিখ।
উত্তর : ১. একেশ্বরবাদ ও ২. আত্মীয় সভা গঠন 
প্রশ্ন: রাজা রামমোহন রায়ের ধর্মচিন্তার প্রধান দিক কি ছিল?
উত্তর : একেশ্বরবাদ।
প্রশ্ন: সুবিখ্যাত 'নীলদর্পণ' নাটকের রচয়িতা কে?
উত্তর : সুবিখ্যাত 'নীলদর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। 
প্রশ্ন: রাজা রামামোহন রায় তাঁর কোন গ্রন্থে একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন?
উত্তর : রাজা রামমোহন রায় তাঁর তুহফান-উল- মোয়াজিদ্দীন গ্রন্থে একেশ্বরবাদের আদর্শ প্রচার করেন।
প্রশ্ন: রাজা রামমোহন রায় রচিত যে কোন দুটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. তুহাফাৎ-উল-মোয়হিদ্দীন ও ২. মনাজারারাৎ-উল-আদিয়ান।
প্রশ্ন: ব্রাহ্মসমাজের মূল আদর্শ কি?
উত্তর : একেশ্বরবাদ ও অপৌত্তলিকতাবাদ।
প্রশ্ন: রাজা রামমোহনের পর 'ব্রাহ্ম আন্দোলনে'র নেতৃত্ব দেন কে?
উত্তর : দেবেন্দ্রনাথ।
প্রশ্ন: আর্য সমাজ প্রতিষ্ঠাতার নাম কী? 
উত্তর : দয়ানন্দ স্বরসতী।
প্রশ্ন: পণ্ডিত ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত হন?
উত্তর : ১৮৪১ সালে। 
প্রশ্ন: বিধবা বিবাহ কে চালু করেন?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: বাংলায় নবজাগরণের সূচনা করেছিল কে?
উত্তর : বাংলায় নবজাগরণের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়।
প্রশ্ন: 'এনফিল্ড' রাইফেলের প্রবর্তন হয় কত সালে।
উত্তর : ১৮৫৬ সালে
প্রশ্ন: “এনফিল্ড” রাইফেলের কার্তুজ কি দিয়ে তৈরি হত? 
উত্তর : শুকুর ও গরুর চর্বি দিয়ে।
প্রশ্ন: বিদ্রোহীরা কাকে সম্রাট বলে স্বীকৃতি প্রদান করে? 
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহকে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী তিনজন নারী বিদ্রোহীর নাম লেখ? 
উত্তর : ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈ, তাঁতিয়া তোপী ও অযোধ্যার নবাবের বেগম।
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কি ছিলেন? 
উত্তর : ফকির মজনুশাহ ।
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তিকাল কতদিন ছিল? 
উত্তর : ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপ্তি কাল ছিল ১৭৬০ থেকে ১৮০০ সাল পর্যন্ত। 
প্রশ্ন: কে 'ফকির সন্ন্যাসী বিদ্রোহকে' সর্বপ্রথম কৃষক বিদ্রোহ বলেন ?
উত্তর : উইলিয়াম হান্টার। 
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর : ফকিরদের অধিকার আদায়।
প্রশ্ন: ভবানী পাঠক কে ছিলেন?
উত্তর : ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা। 
প্রশ্ন: ফকির সন্ন্যাসী বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
উত্তর : ফকির মজনু শাহ, ভবানী পাঠক, মুসা শাহ। ভা
প্রশ্ন: রতবর্ষের সর্বপ্রথম গণবিদ্রোহ কোনটি ছিল?
উত্তর : নীল বিদ্রোহ।
প্রশ্ন: কখন নীল বিদ্রোহ শুরু হয়?
উত্তর : ১৮৫৯ সালে। 
প্রশ্ন: কমনওয়েলথ কি?
উত্তর : ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত স্বাধীন রাষ্ট্রসমূহের যৌথ সংগঠন।
প্রশ্ন: 'রংপুরের কৃষক বিদ্রোহ' কত সালে হয়েছিল? 
উত্তর : 'রংপুরের কৃষক বিদ্রোহ' ১৭৮৩ সালে সংগঠিত হয়েছিল।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহী কী?
উত্তর : ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ।
প্রশ্ন: সিপাহী বিপ্লব কবে সংঘটিত হয়? 
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ।
প্রশ্ন: ১৮৫৭ সালে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি?
উত্তর : সিপাহী বিদ্রোহ।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহের অপর নাম কি?
উত্তর : সিপাহী বিদ্রোহের অপর নাম মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। প্রশ্ন: ভারত শাসন আইন সর্বপ্রথম কখন প্রণীত হয়।
উত্তর : ১৮৫৮ সালে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কয়েকটি রাজনৈতিক কারণ লিখ। 
উত্তর : ১. মুসলমানদের ক্ষোভ ও ২. ইংরেজদের সাম্রাজ্য বিস্তারনীতি।
প্রশ্ন: পলাশি যুদ্ধের প্রধান কারণ কোনটি?
উত্তর : ১. ঘসেটি বেগমের চক্রান্ত; ২.কৃষ্ণ দাসকে কলিকাতায় আশ্রয় দান, ৩. ক্লাইভের চন্দন নগরদুর্গ অধিকার ও ৪. মুর্শিদাবাদে সিরাজ বিরোধী ষড়যন্ত্র।
প্রশ্ন: পলাশির যুদ্ধে নবাব সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন? 
উত্তর: মীর জাফর আলী খান।
প্রশ্ন: সিরাজের পক্ষে কোন ফরাসি সেনানায়ক যুদ্ধ করেছিলেন?
উত্তর : সিনফ্রে। 
প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলা কখন নিহত হন?
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৭ সালের ২০ জুলাই নিহত হন।
প্রশ্ন: হলওয়েল কে ছিলেন?
উত্তর : 'অন্ধকূপ হত্যা' নামক কাল্পনিক কাহিনীর স্রষ্টার একজন ইংরেজ কর্মচারী ও লেখক।
প্রশ্ন: অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা কে ছিলেন? 
উত্তর : অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা ছিলেন- ইংরেজ লেখক হলওয়েল।
প্রশ্ন: অন্ধকুপ হত্যা কী?
উত্তর : একটি সাজানো কল্পকাহিনী।
প্রশ্ন: 'অন্ধকূপ' নামক কক্ষের আয়তন কত ছিল?
উত্তর : 'অন্ধকূপ' নামক কক্ষের আয়তন-১৮×১৪ ফুট।
প্রশ্ন: ব্রিটিশ সরকারের মূলনীতি কী ছিল?
উত্তর : ভাগ কর ও শাসন কর নীতি।
প্রশ্ন: ব্রিটিশ শাসন কত সাল পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত । 
প্রশ্ন: বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে?
উত্তর : ১৭৬৪ সালে ২২ অক্টোবর।
প্রশ্ন: পাঁচসালা বন্দোবস্ত কী?
উত্তর : পাঁচ বছরের জন্য জমি বন্ধক দেয়া
প্রশ্ন: 'পাঁচসালা বন্দোবস্ত' কে করেন?
উত্তর : ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তক কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিশ। 
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কি?
উত্তর : বাংলা ১১৭৬ ইংরেজি - ১৭৭০ সাল (মতান্তরে ১১৭৭ বাংলা) এর দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় ।
প্রশ্ন: বাংলা কত সালে 'ছিয়াত্তরের মন্বন্তর' ঘটে?
উত্তর : বাংলা ১১৭৬ সালে 'ছিয়াত্তরের মন্বন্তর' ঘটে।
প্রশ্ন: কোন দুর্ভিক্ষে বাংলায় লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে? 
উত্তর: ছিয়াত্তরের দুর্ভিক্ষে।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর ঘটে কত খ্রিস্টাব্দে।
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: পলাশির যুদ্ধ কি?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশি প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় ইতিহাসে তাই পলাশির যুদ্ধ নামে পরিচিতি।
প্রশ্ন: কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়? অথবা, কোন তারিখে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। 
প্রশ্ন: সর্বপ্রথম কোন বণিকেরা ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠা করেন?
উত্তর : পর্তুগীজরা।
প্রশ্ন: সিরাজউদ্দৌলার পিতার নাম কি?
উত্তর : জৈনুদ্দিন।
প্রশ্ন: সিরাজউদ্দৌলার মাতার নাম কি? 
উত্তর : আমিনা বেগম।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? 
উত্তর : লুৎফুন্নেসা। 
প্রশ্ন: কত সালে সিরাজউদ্দৌলা বাংলার মসনদ আরোহণ করেন?
উত্তর : ১৭৫৬ সালের ৯ই এপ্রিল। 
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার সিংহাসন আরোহণ করেন?
উত্তর : ২৩ বছর বয়সে।
প্রশ্ন: নবাব আলীবর্দী খান কে ছিলেন?
উত্তর : নবাব আলীবর্দী খান বাংলার একজন নবাব ছিলেন, তিনি ১৯৪০ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 
প্রশ্ন: ১৭৫৭ সালের ২৩শে জুন কেন বিখ্যাত? 
উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন নবাব সিরাজ উদ-দৌলা এবং লর্ডক্লাইভ এর মধ্যে পলাশি যুদ্ধ সংগঠিত হয়। এ জন্য ১৭৫৭ সালের ২৩শে জুন বিখ্যাত।
প্রশ্ন: নবাব আলীবর্দী খান কত সালে মৃত্যুবরণ করেন? 
উত্তর : ১৭৫৬ সালের ৯ এপ্রিল।
প্রশ্ন: কত সালে কলকাতায় “ফোর্ট উইলিয়াম" দূর্গ স্থাপিত হয়?
উত্তর : ১৭০০ সালে।
প্রশ্ন: আলীবর্দী খানের জৈষ্ঠ্য কন্যার নাম কি? 
উত্তর : মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম।
প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গের কী নামকরণ করেন? 
উত্তর : আলীনগর।
প্রশ্ন: লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর : লর্ড ক্লাইড ছিলেন পলাশি যুদ্ধের ইংরেজ সেনাপতি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত বাংলার গভর্নর।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট কি?
উত্তর : ভারত উপমহাদেশের সাংবিধানিক উন্নয়নের জন্য ১৯২৮ সালের ২০ আগষ্ট মতিলাল নেহেরু কর্তৃক প্রস্তাবিত রিপোর্টকে নেহেরু রিপোর্ট বলে।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৮ সালের ২০ আগস্ট। 
প্রশ্ন: নেহেরু রিপোর্টের প্রধান রূপকার কে?
উত্তর : মতিলাল নেহেরু ।
প্রশ্ন: কোন রিপোর্টে পৃথক নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত করার প্রস্তাব করা হয়?
উত্তর : ১৯২৮ সালের নেহেরু 
প্রশ্ন: সংবিধান রচনার জন্য সর্বদলীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 
উত্তর : দিল্লিতে।
প্রশ্ন: নেহেরু রিপোর্ট সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন দলের মতামত গ্রহণে কত সালে কলকাতায় সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়? 
উত্তর : ১৯২৮ সালের ডিসেম্বর মাসে।
প্রশ্ন: জিন্নাহর চৌদ্দ দফা কী?
উত্তর : মূলত চৌদ্দ দফা ছিল ১৯২৯ সালে নেহেরু রিপোর্টের প্রতিবাদ। 
প্রশ্ন: চৌদ্দ দফা-প্রস্তাবের উপস্থাপক কে? 
উত্তর : কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত সালে জিন্নাহ চৌদ্দ দফা প্রস্তাব পেশ করেন? 
উত্তর : ১৯২৯ সালের মার্চ মাসে।
প্রশ্ন: চৌদ্দ দফা দাবির প্রধান উদ্দেশ্য কি ছিলো? 
উত্তর : মুসলমানদের স্বার্থ সংরক্ষণ।
প্রশ্ন: ১৯২৯ সালে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? 
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: ভারত বর্ষের সবগুলো প্রদেশে স্বায়ত্তশাসনের দাবি কার ? 
উত্তর : মুসলমানদের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: স্বাধীন পাকিস্তানের সর্বপ্রথম গভর্নর জেনারেলের নাম কী?
উত্তর : স্বাধীন পাকিস্তানের সর্ব প্রথম গভর্নর জেনারেলের নাম হলো- মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কোন কমিশনকে All white commission বলা হয়?
উত্তর : 'সাইমন কমিশন'কে All white commission বলা হয়।
প্রশ্ন: কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়? 
উত্তর : ব্রিটিশ উদার নৈতিক দলের সদস্য স্যার জন সাইমনের নেতৃত্বে।
প্রশ্ন: কত তারিখে 'সাইমন কমিশন' গঠিত হয়?
উত্তর : ১৯২৭ সালে ৮ নভেম্বর। 
প্রশ্ন: স্যার জন সাইমন কে ছিলেন?
উত্তর : স্যার জন সাইমন ছিলেন ব্রিটেনের খ্যাতনামা আইনবিদ, উদারনৈতিক দলের একজন সদস্য। 
প্রশ্ন: সাইমন কমিশন কত সদস্য বিশিষ্ট?
উত্তর : সাত সদস্য বিশিষ্ট। 
প্রশ্ন: কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাস হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয়।
প্রশ্ন: ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?
উত্তর : ভারত ১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট কি?
উত্তর : চিত্তরঞ্জন দাস ১৯২৩ সালে মুসলমানদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেন, সেটিই বেঙ্গল প্যাক্ট। 
প্রশ্ন: কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়?
উত্তর : কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের উদ্যোগে।
প্রশ্ন: বেঙ্গল প্যাক্টের প্রাণ পুরুষ কে ছিলেন?
উত্তর : বেঙ্গল প্যাক্টের প্রাণ পুরুষ হলো- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 
প্রশ্ন: বেঙ্গলপ্যাক্ট কোন ধরনের চুক্তি ছিল?
উত্তর : মুসলিম হিন্দু দ্বন্দ্ব নিরসনের চুক্তি। 
প্রশ্ন: কত সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়?
উত্তর : বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন: কত সালে বেঙ্গল প্যাক্টকে বাতিল বলে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯২৬ সালের মে মাসে।
প্রশ্ন: দ্বৈত শাসন কী?
উত্তর দ্বৈতশাসন বলতে কোন প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বুঝায় ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? 
উত্তর : মন্টেগু চেমসফোর্ড।
প্রশ্ন: ‘দ্বৈত শাসন' -এর ইংরেজি প্রতিশব্দ কী? 
উত্তর ‘দ্বৈত শাসন' -এর ইংরেজি প্রতিশব্দ "Dyarchy'.
প্রশ্ন: Dyarchy শব্দের অর্থ কী?
উত্তর : দ্বৈত শাসন ।
প্রশ্ন: কোন আইনে বৃটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে?
উত্তর : মন্টেজ্ঞো চেমসফোর্ড আইন। 
প্রশ্ন: কোন আইন দ্বারা ইংল্যান্ডে 'ভারতীয় হাই কমিশনার' নিয়োগ করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইন। 
প্রশ্ন: কোন আইন দ্বারা সর্বপ্রথম 'পাবলিক সার্ভিস কমিশন' গঠন করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা।
প্রশ্ন: শ্বেতপত্র কি?
উত্তর : স্বচ্ছ ও জবাবদিহিতার হিসাব নিকাশ।
প্রশ্ন: ১৯১৯ সালেল ভারতাসন আইনে অপর নাম কি? 
উত্তর : মন্টেগু চেমসফোর্ড আইন।
প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইনে ব্যতিক্রমী বৈশিষ্ট্য কি ছিল? 
উত্তর : প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন ছিল ১৯১৯ সালের ভারত শাসন আইনে ব্যতিক্রমী বৈশিষ্ট্য।
প্রশ্ন: মন্টেগু ও চেমসফোর্ড কে ছিলেন? 
উত্তর : মন্টেগু ভারতসচিব ও চেমসফোর্ড বড় লাট ।
প্রশ্ন: মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী? 
উত্তর : প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন।
প্রশ্ন: সর্বপ্রথম ভারতে কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? 
উত্তর : লর্ড ক্লাইভ ।
প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইন কত সালে কার্যকর হয়? 
উত্তর : ১৯২১ সালে কার্যকর হয়।
প্রশ্ন: ১৯১৯ সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল? 
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল।
প্রশ্ন: ‘লক্ষ্মৌ চুক্তি’ কাদের মধ্যে সম্পাদিত হয়? 
উত্তর : 'লক্ষ্মৌ চুক্তি' ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় মুসলিম লীগের মধ্যে সম্পাদিত হয়। 
প্রশ্ন: লক্ষ্মৌ চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর : হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা ও ব্রিটিশ বিরোধী আইন জোরদার করা। 
প্রশ্ন: ১৯১৬ সালের লক্ষ্মৌ অধিবেশনে মুসলিম লীগের সভাপতিত্ব করেন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ্
প্রশ্ন: কত সালে এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
উত্তর : ১৯১৬ সালে লক্ষ্মৌতে।
প্রশ্ন: “হিন্দু-মুসলিম ঐক্যের দলিল “বলা হয় কোন চুক্তিকে? 
উত্তর : ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তিকে।
প্রশ্ন: কত সালে লক্ষ্মৌতে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক অধিবেশন শুরু হয়?
উত্তর : ১৯১৬ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর। 
প্রশ্ন: লক্ষ্মৌ চুক্তিতে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কতজন দাবি করা হয়?
উত্তর : ১৫০ জন। 
প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয়?
উত্তর : ১৯১৬ সালে লক্ষ্মৌচুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয়।
প্রশ্ন: কোন অধিবেশনে মুসলিম লীগের নতুন গঠনতন্ত্র গৃহীত হয়?
উত্তর : লক্ষ্মৌ অধিবেশন।
প্রশ্ন: মুসলমানগণ সর্বপ্রথম পৃথক নির্বাচনের দাবি জানায় কখন ?
উত্তর : ১৯০৯ সালে। 
প্রশ্ন: কোন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উত্তর : ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে। 
প্রশ্ন: India Wins Freedom গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : মাওলানা আবুল কালাম আজাদ। 
প্রশ্ন: কত সালে লর্ড মিন্টো লর্ড কার্জনের স্থলাভিষিক্ত হন?
উত্তর : ১৯০৫ সালের নভেম্বর মাসে। 
প্রশ্ন: কত সালের আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের স্বীকৃতি দেয়া হয়?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ।
প্রশ্ন: সিমলা ডেপুটেশন কি?
উত্তর : ১৯০৬ সালে মহামান্য আগা খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ ও পৃথক নির্বাচনের দাবি নিয়ে বড় লাট মিন্টোর সাথে সিমলায় সাক্ষাৎ করেন। এটিই সিমলা ডেপুটেশন ।
প্রশ্ন: কোন তারিখে সিমলা ডেপুটেশন প্রদান করা হয়?
উত্তর : ১৯০৬ সালে।
প্রশ্ন: সিমলা ডেপুটেশনে মুসলমানদের মূল দাবি কি ছিল?
উত্তর : পৃথক নির্বাচন ও মুসলমানদের রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ।
প্রশ্ন: সিমলা ডেপুটেশনে কত সদস্যের প্রতিনিধিদল ছিল? 
উত্তর : ৩৫ সদস্য বিশিষ্ট।
প্রশ্ন: সিমলা চুক্তি কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালে।
প্রশ্ন: লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন ছিলেন বৃটিশ ভারতের বড় লাট।
প্রশ্ন: ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইন কী নামে পরিচিত?
উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন।
প্রশ্ন: মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? 
উত্তর : ১৯০৯ সালে ।
প্রশ্ন: ১৯০৯ সালের ভারতীয় আইন প্রণয়নের সময় ব্রিটিশ ভারতের বড়লাট কে ছিলেন ? 
উত্তর : লর্ড মিন্টো। 
প্রশ্ন: কত তারিখে ভারতীয় কাউন্সিল আইন ১৯০৯ পাশ হয়?
উত্তর : ১৯০৯ সালের ২৫ মে।
প্রশ্ন: মর্লি-মিন্টো সংস্কার আইন ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হয় কত তারিখে? 
উত্তর : ১৯০৯ সালের ২৫ মে।
প্রশ্ন: পার্লামেন্টের উভয় কক্ষে কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয়?
উত্তর : ১৯০৯ সালের মার্লি মিন্টো সংস্কার আইনে। 
প্রশ্ন: ১৯০৯ সালে মর্লি-মিন্টো সংস্কার আইন কি নামে পরিচিত ছিল?
উত্তর : নির্বাচন (পৃথক) সংস্কার আইন ।
প্রশ্ন: তুরস্কের সালতানাত কে ভেঙ্গে দেয়?
উত্তর : ব্রিটিশ সরকার।
প্রশ্ন: মুসলিম লীগ কোন দিবসকে 'কালো দিবস' ঘোষণা করে?
উত্তর : ২৪ আগস্ট।
প্রশ্ন: কত তারিখে অখণ্ড স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণীত হয়। 
উত্তর : ১৯৪৭ সালের ২০ মে।
প্রশ্ন: নতুন পাকিস্তান রাষ্ট্রের গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। 
প্রশ্ন: ভারত উপমহাদেশে স্থানীয় স্বায়ত্বশাসন প্রবর্তনের স্বপ্নস্রষ্টা কে? 
উত্তর : লর্ড রিপন।
প্রশ্ন: কত তারিখে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়?
উত্তর : ১৮৬১ সালের ১ আগস্ট। 
প্রশ্ন: সর্বপ্রথম ভারতীয়দেরকে আইন পরিষদের সদস্য করা হয় কোন আইনের দ্বারা? 
উত্তর : ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা ।
প্রশ্ন: ব্রিটিশ ভারতে ভাইসরয়' পদ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ১৮৬১ সালের ভারত শাসন আইন।
প্রশ্ন: ১৮৬১ সালের আইন কে জারি করেন?
উত্তর : মহারানি ভিক্টোরিয়া।
প্রশ্ন: কোন আইনে ভারতে সর্বপ্রথম ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?
উত্তর : ১৮৬১ সালের আইনের মাধ্যমে।
প্রশ্ন: লর্ড রিপন কোন নীতির প্রবক্তা ছিলেন?
উত্তর : গ্ল্যাডস্টো ও উদারনীতির প্রবক্তা। 
প্রশ্ন: কত সালে লর্ড রিপন ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তর : ১৮৮০ সালে । 
প্রশ্ন: লর্ড রিপনের সর্বাপেক্ষা বিতর্কিত সংস্কার কি ছিল?
উত্তর : ১৮৮৩ সালের ইলবার্ট বিল। 
প্রশ্ন: ইলবার্ট বিলের উদ্দেশ্য কি ছিল?
উত্তর : বিচার ব্যবস্থায় ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে এ যাবত যে বৈষম্য প্রচলিত ছিল তা বিলুপ্ত করা।
প্রশ্ন: The Partition of India is the only Solution কে বলেছেন? 
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত তারিখে জিন্নাহ 'লাহোর' প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' বলে উল্লেখ করেন? 
উত্তর : ১৯৪০ সালের ২৫ ডিসেম্বর। 
প্রশ্ন: কোন কবি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন?
উত্তর : মুসলিম কবি স্যার মুহাম্মদ ইকবাল। 
প্রশ্ন: I am giving you a Muslim province' কে বলেছেন?
উত্তর : লর্ড কার্জন। 
প্রশ্ন: কত সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উত্তর : ১৯৪০ সালে।
প্রশ্ন: কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতি তত্ত্ব ঘোষণা করেন?
উত্তর : ১৯৪০ সালের জানুয়ারি মাসে।
প্রশ্ন: লাহোর প্রস্তাবের অপর নাম কী? 
উত্তর : পাকিস্তান প্রস্তাব ।
প্রশ্ন: শহীদ সোহরাওয়ার্দী কত সালে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন? 
উত্তর : ১৯৪৭ সালের ২৪ এপ্রিল।
প্রশ্ন: ‘আইন অমান্য আন্দোলন' এ নেতৃত্ব দেন কে?
উত্তর : মহাত্মা গান্ধী। 
প্রশ্ন: কত তারিখে আইন অমান্য আন্দোলন শুরু করা হয়?
উত্তর : ১৯৩০ সালের এপ্রিলে। 
প্রশ্ন: আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার গান্ধীর সাথে যে চুক্তি করেছিলেন তার নাম কী?
উত্তর : আরউইন চুক্তি। 
প্রশ্ন: আইন অমান্য আন্দোলনের লক্ষ ছিল কী?
উত্তর : পূর্ণ স্বরাজ অর্জন।
প্রশ্ন: কত তারিখে পুনা চুক্তি করা হয়?
উত্তর : ১৯৩২ সালের ২০ সেপ্টেম্বর।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment