সমাজতন্ত্র বলতে কি বুঝ? - What does socialism mean?

সমাজতন্ত্র বলতে কি বুঝ? - What does socialism mean? - সমাজতন্ত্র কি? - সমাজতন্ত্রের সংজ্ঞা দাও
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
সমাজতন্ত্র বলতে কি বুঝ? - What does socialism mean?

সমাজতন্ত্র কি? অথবা, সমাজতন্ত্র বলতে কি বুঝ? অথবা, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও ৷

ভূমিকা: সমাজতন্ত্র একাধারে অর্থনৈতিক ও রাজনৈতিক মতবাদ। সমাজতন্ত্র এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে সম্পদ ও উৎপাদনের উপাদানসমূহের উপর ব্যক্তি মালিকানা থাকে না। এ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়।

সমাজতন্ত্রের সংজ্ঞা: 

সমাজতন্ত্র বলতে এমন একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থাকে বুঝায় যেখানে উৎপাদনের উপাদানগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র বলতে রাষ্ট্রের কার্যসংক্রান্ত সেই মতবাদকে বুঝায়, যে মতবাদ মানবজীবনের পরিপূর্ণ বিকাশের জন্য সকল ক্ষেত্রেই রাষ্ট্রের কর্তৃত্বকে স্বীকার করে। এর মূল লক্ষ্য হলো শ্রেণি বৈষম্যের অবসান ঘটিয়ে শোষণহীন ও শ্রেণিহীন সমাজ গঠন করা।

প্রামাণ্য সংজ্ঞা : 

বিভিন্ন মনীষীগণ সমাজতন্ত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে কয়েকটি তুলে ধরা হলো- 

বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেন,

“Socialism is an advocacy of communal ownership of land and capital.” অর্থাৎ সমাজতন্ত্র হলো ভূমি ও পুঁজির সমমালিকানার সমর্থন।

অধ্যাপক স্ক্যাফল বলেন, 

"The Alpha and Omega of Socialism is the transformation of private and competing capital into a united collective capital".

পণ্ডিত হামফ্রে বলেন যে, 

“সমাজতন্ত্র এমন এক সমাজব্যবস্থা। যেখানে জীবনযাত্রার প্রধান যার লক্ষ্য সকলের সমান কল্যাণ সাধন করা"।

বার্নার্ড শ' বলেন, 

“সমাজতন্ত্রের মাধ্যমগুলোর মালিকানা হলো রাষ্ট্রের অর্থ আয়ের সাম্য ব্যতীত কিছুই নয় "

উপসংহার : 

পরিশেষে বলা যায় যে, যে ব্যবস্থায় উৎপাদন ও বণ্টনের সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে অর্থনৈতিক সুযোগসুবিধার সুষম বণ্টন করা হয় তাকে সমাজতন্ত্র বলা হয়।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment