ভূমি সংস্কার কি? - What is land reform?

ভূমি সংস্কার কি? - What is land reform? - ভূমি সংস্কার বলতে কি বুঝ?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
ভূমি সংস্কার কি? - What is land reform?

ভূমি সংস্কার কি? অথবা, ভূমি সংস্কার বলতে কি বুঝ?

ভূমিকা : আধুনিক কৃষি ব্যবস্থা ভূমিক সংস্কার একটি গুরুত্ব পূর্ণ বিষয়। ভূমিক সংস্কার ছাড়া কোন দেশের কৃষিতে উন্নতি করতে পারে না। 

→ ভূমি সংস্কার : 

ভূমি সংস্কার বলতে উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে দেশের প্রচলিত ভূমি স্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকে বুঝায়। নিম্নে ভূমি সংস্কার সংক্রান্ত কতিপয় সংজ্ঞা উল্লেখ করা হলো :

ডঃ ওয়ারিনার মতে, 

“প্রকৃত ভূমি সংস্কার বলতে ক্ষুদ্র কৃষক ও কৃষি মজুরদের স্বার্থে সম্পত্তি অথবা জমিতে অধিকারের পুনর্বণ্টনকে বোঝায়। ”

অধ্যাপক এম. এ হামিদের মতে, 

“পল্লী উন্নয়নের লক্ষ্যে অস্তিত্বমান ভূমি ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা সনাক্ত করে তার সংস্কারমূলক কার্যক্রম নির্ণয় ও তা বাস্তবায়নের রূপ রেখাই ভূমি সংস্কার।" 

ভূমিসংস্কারের সাথে নিম্নোক্ত বিষয়গুলো জড়িত :

(i) ভূমির সিলিং নির্ধারণ;

(ii) ভূমির পুর্ণবণ্টন;

(iii) প্রকৃত চাষীদের জমি দান; 

(iv) ভূমির খণ্ডিকরণ ও বিচ্ছিন্নতা রোধ;

(v) খণ্ডিত ও বিচ্ছিন্ন জমিগুলির একত্রীকরণ; 

(vi) ভাগচাষীদের স্বার্থ সংরক্ষণ;

(vii) কৃষি-মজুরদের ন্যূনতম মজুরি নির্ধারণ; 

(vii) সরকার ও প্রজাদের মধ্যে সম্পর্কোন্নয়ন ইত্যাদি।

উপসংহার : 

উপরি উক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ভূমির সাথে সংশিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিগুলি পরিহার করে তাতে যে পরিবর্তন আনয়ন করা হয় তাকেই ভূমি সংস্কার বলে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment