রাজনৈতিক অর্থনীতি কাকে বলে? - What is political economy?

রাজনৈতিক অর্থনীতি কাকে বলে? - What is political economy? - রাজনৈতিক অর্থনীতি বলতে কি বুঝ
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
রাজনৈতিক অর্থনীতি কাকে বলে? - What is political economy?

রাজনৈতিক অর্থনীতি বলতে কি বুঝ? অথবা, রাজনৈতিক অর্থনীতি কি? অথবা, রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও । অথবা, রাজনৈতিক অর্থনীতি কাকে বলে?

ভূমিকা : রাজনীতি ও অর্থনীতি মূলত দুটি পৃথক বিষয়। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক অর্থনীতির সমূহ সম্পর্ক পরিলক্ষিত হয়। রাজনৈতিক অর্থনীতির পরিধি খুবই ব্যাপক। এর সংজ্ঞা হতেই এর পরিধি সম্পর্কে ধারণা লাভ করা যায়। 

রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা :

রাজনৈতিক অর্থনীতি একটি বহুল প্রচলিত ধারণা। এটি একটি জটিল বিষয়। তবে এর সংজ্ঞা নির্ধারণ করা তার চেয়েও জটিল। রাজনৈতিক অর্থনীতি (Politcal economy) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মনটেরেসটিন তাঁর 'Traite Deleconomic politique নামক গ্রন্থে।

সাধারণভাবে বলা যায়, সামাজিক ও রাজনৈতিকভাবে সুসংগঠিত সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে রাজনৈতিক অর্থনীতি বলা হয়।

প্রামাণ্য সংজ্ঞা :

বিভিন্ন মনীষীগণ রাজনৈতিক অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তা তুলে ধরা হলো :

David Easton said, 

Political economy is the study and use of how economic theory and methods influence political ideology and decision. It analyzes how econommic policy is created and implemented.


অধ্যাপক লাস্কির মতে, 

রাজনৈতিক অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় আর্থিক ক্ষেত্রে যারা শীর্ষস্থানীয় একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক সুবিধা ভোগ করে এ সম্পর্কে আলোচনা করে থাকে।


জে. বি. সে (J. B. say) -এর মতে, 

রাজনৈতিক অর্থনীতি হচ্ছে একটি সমন্বিত বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি, কারণ ও বিবরণ অনুসন্ধানের মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলি সম্পাদন করে থাকে।

কীনস- এর মতে, 

এটা এমন একটি বিষয় যেটা রাষ্ট্রের উপকরণসমূহের বণ্টন, কর্মস্থান এবং আয়ের নির্ধারকসমূহের আলোচনা করে থাকে। 

চার্লস. এ. বিয়ার্ড বলেন, 

উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বণ্টন ও মানবসমাজের কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক নীতিমালা সম্পর্কিত আলোচনাই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি


অধ্যাপক কোয়েনিগ-এর মতে, 

রাষ্ট্রীয় আইন ও সিদ্ধান্ত নির্ধারণে যে সংস্থা নিয়োজিত তারই রাজনৈতিক অর্থনৈতিক আলোচনাই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি।

উপসংহার : 

পরিশেষে বলা যায় যে, যে শাস্ত্র রাষ্ট্রের বহুমুখী অভাবের তুলনামূলক গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে নাগরিকের জন্য সর্বোত্তম কল্যাণের যথার্থ পদক্ষেপ গ্রহণ করে থাকে তাকে রাজনৈতিক অর্থনীতি বলা হয়।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment