ভূমিস্বত্ব ব্যবস্থা কি? অথবা, ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝায়? - What is the land tenure system?
ভূমিকা : বাংলাদেশের কৃষিতে বিরাজমান উৎপাদন সম্পর্ক বা ভূমিস্বত্ব ব্যবস্থাই স্বল্প উৎপাদনের মৌলিক কারণ। বর্তমান ভূমিস্বত্ব ব্যবস্থায় সত্যিকার কৃষকগণ উৎপাদন কাজে অংশ গ্রহন নিরুৎসাহিত হয়।
তারা অনুপস্থিত ভূ-স্বামী ও জোতদার কর্তৃক প্রতারিত ও শোষিত হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এদেশে সুষ্ঠু ভূমি স্বত্ব ব্যবস্থা গড়ে উঠেি
ভূমিস্বত্ব ব্যবস্থা :
যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের স্বত্ব বা মালিকানা, রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমির ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমিস্বত্ব প্রথা বলা হয়।
অর্থাৎ, “এটা এমন কতগুলো আইন বা রীতি যা দ্বারা ভূমি নিয়ন্ত্রণ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রজাদের অধিকার ও সরকারি মালিকানা নির্ধারণ করে।”
আইনবিদরা ভূমিস্বত্ব বলতে প্রকৃত সম্পত্তি অর্থাৎ জমি ও জমির উপর বিল্ডিং, গাছপালা ইত্যাদি যাবতীয় অধিকার বুঝায়।
প্রামাণ্য সংজ্ঞা :
অধ্যাপক মার্শাল হ্যারিস এর মতে,
“যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরূপিত হয়, সংক্ষেপে তাকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।"
ভূমিস্বত্বের তিনটি অপরিহার্য দিক রয়েছে। যথা-
(ক) ভূমির উপর অধিকারের প্রকৃতি ও পরিধি;
(খ) উৎপাদন ইউনিটের আকার এবং
(গ) ভূমির উপর অধিকারের সময়।
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, ভূমির উপর কৃষকদের ভোগ স্বত্ব, ভূমি ব্যবহার সংক্রান্ত বিভিন্ন অধিকার, মালিকানা এবং ভূমির সঙ্গে কৃষক ও রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করাই হলো ভূমি স্বত্বের মূল বিষয়।
ভূমিস্বত্ব ব্যবস্থা কি? অথবা, ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝায়? - What is the land tenure system?
ভূমিকা : বাংলাদেশের কৃষিতে বিরাজমান উৎপাদন সম্পর্ক বা ভূমিস্বত্ব ব্যবস্থাই স্বল্প উৎপাদনের মৌলিক কারণ। বর্তমান ভূমিস্বত্ব ব্যবস্থায় সত্যিকার কৃষকগণ উৎপাদন কাজে অংশ গ্রহন নিরুৎসাহিত হয়।
তারা অনুপস্থিত ভূ-স্বামী ও জোতদার কর্তৃক প্রতারিত ও শোষিত হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এদেশে সুষ্ঠু ভূমি স্বত্ব ব্যবস্থা গড়ে উঠেি
ভূমিস্বত্ব ব্যবস্থা :
যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের স্বত্ব বা মালিকানা, রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমির ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমিস্বত্ব প্রথা বলা হয়।
অর্থাৎ, “এটা এমন কতগুলো আইন বা রীতি যা দ্বারা ভূমি নিয়ন্ত্রণ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রজাদের অধিকার ও সরকারি মালিকানা নির্ধারণ করে।”
আইনবিদরা ভূমিস্বত্ব বলতে প্রকৃত সম্পত্তি অর্থাৎ জমি ও জমির উপর বিল্ডিং, গাছপালা ইত্যাদি যাবতীয় অধিকার বুঝায়।
প্রামাণ্য সংজ্ঞা :
অধ্যাপক মার্শাল হ্যারিস এর মতে,
“যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরূপিত হয়, সংক্ষেপে তাকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।"
ভূমিস্বত্বের তিনটি অপরিহার্য দিক রয়েছে। যথা-
(ক) ভূমির উপর অধিকারের প্রকৃতি ও পরিধি;
(খ) উৎপাদন ইউনিটের আকার এবং
(গ) ভূমির উপর অধিকারের সময়।
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, ভূমির উপর কৃষকদের ভোগ স্বত্ব, ভূমি ব্যবহার সংক্রান্ত বিভিন্ন অধিকার, মালিকানা এবং ভূমির সঙ্গে কৃষক ও রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করাই হলো ভূমি স্বত্বের মূল বিষয়।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com