বিশ্বায়ন বলতে কি বুঝায়? - What does globalization mean?

বিশ্বায়ন বলতে কি বুঝায়? - What does globalization mean? - বিশ্বায়ন সংজ্ঞা দাও - বিশ্বায়ন কি?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
বিশ্বায়ন বলতে কি বুঝায়? - What does globalization mean?

বিশ্বায়ন কি? অথবা, বিশ্বায়ন সংজ্ঞা দাও? অথবা, বিশ্বায়ন বলতে কি বুঝায়?

ভূমিকা : গোবালাইজেশন বা বিশ্বায়ন কোন অবাস্তব ধারণা নয়। আজ সারা বিশ্বে পুঁজি ও তথ্য প্রযুক্তির অবাধ প্রয়োগ ও বিস্তৃতি ঘটায় পৃথিবী এখন 'গোবাল ভিলেজ'- এ পরিণত হয়েছে। এই গোবাল ভিলেজের ধারণা থেকেই বিশ্বায়ন প্রত্যয়নটি উদ্ভব হয়েছে। 

বিশ্বায়ন এর সংজ্ঞা: 

বিশ্বায়ন বলতে সাধারণত পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনকে বুঝায়। বিশ্বায়নকে অভিহিত করা হয়েছে এমন একটি প্রক্রিয়া হিসেবে, যা রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরনো কাঠামো ও সীমানাকে অবলুপ্ত করছে। 

বিশ্বায়নকে বলা হচ্ছে একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের ক্রমবর্ধমান পরাজাতীয়করণ যার ফলে সৃষ্টি হয়েছে এক বিশ্ব সীমানা, এক বিশ্ব সম্প্রদায়। 

প্রামাণ্য সংজ্ঞা: নিম্নে বিশ্বায়নের কতিপয় জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :

গিডেন্স (Giddens) বিশ্বায়নের প্রসঙ্গে বলেন, 

“স্থানিক অভিজ্ঞতার মূল সূত্রটি বদলে গেছে, নৈকট্য ও দূরত্ব পরস্পরের সাথে এমনভাবে একত্র হয়েছে যার তুলনা অতীত থেকে মেলা ভার।”

ইউরোপীয় ইউনিয়ন 'বিশ্বায়ন' সম্পর্কে বলেন, 

“বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়াকে বোঝায়। এর ফলে পৃথিবী ব্যাপী, অধিক ব্যবসা, অধিক বাজার এবং অধিক অর্থনীতির মধ্যে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ঘটে।”

Robertson এর মতে 

"পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পৃথিবীকে ছোট করে আনা ও সচেতনতা বৃদ্ধি করাকেই বিশ্বায়ন বলে”। 

অর্থনীতিবিদ অধ্যাপক আইয়ুবুর রহমান ভূঁইয়া বলেন, 

“বিশ্বায়ন বলতে বাণিজ্য উদারীকরণ যেমন- নিয়ন্ত্রণ মুক্তকরণ বেসরকারিকরণ এবং বিশ্ব অর্থনীতিতে যুক্ত ও অবাধ বাণিজ্যকে বুঝায়।"

M. Waters এর মতে, 

“বিশ্বায়ন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যাতে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থাধীনে ভৌগোলিক দূরত্ব কমে আসার বাধা অপসারণ করে এবং যাতে জনগণ পিছিয়ে যাওয়া সম্পর্কে অধিক সচেতন হয়।

উপসংহার : 

উপরি উক্ত আলোচনা হতে বলা যায়, বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদনের উপকরণ বাজার সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, বাণিজ্য অংশীদার, আন্তর্জাতিক বিনিয়োগ, মানবাধিকার ও অন্যান্য উপাদানের মধ্যে মিল খুজে বের করে বিভিন্ন দেশের বাজারকে একটি বাজার হিসেবে ধরে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম তথা অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করাকে বিশ্বায়ন বলা হয় ।'

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment