কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? - What is the welfare state?

কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? - What is the welfare state?
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? - What is the welfare state?

কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?

কল্যাণমূলক রাষ্ট্র বলতে বুঝায় এমন এক রাষ্ট্রকে যা জনগণের সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করে। নিম্নে কল্যাণমূলক রাষ্ট্রের আরও বিভিন্ন ধরণের ধারণা ও সংজ্ঞা তুলে ধরা হল:

কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা:

জাতিসংঘের এক ঘোষণা অনুসারে, 

“কোন রাষ্ট্রকে তখনই কল্যণমূলক রাষ্ট্র বলা যেতে পারে যখন রাষ্ট্র প্রতিটি নাগরিককে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ‍ও শিক্ষার সুযোগ-সুবিধা প্রদান করে এবং বেকারত্ব, অসুস্থতা, বৈধব্য অথবা অন্য কোন কারণে জীবিকার্জনের অক্ষমতায় সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে।”

অর্থনীতিবিদ Pigou কল্যাণমূলক রাষ্ট্রের অর্থনৈতিক দিকের উপর প্রাধান্য দিয়ে বলেন,

“I shall speak of the welfare state as one that endeavors to promote the economic satisfaction of its citizens.”

অর্থনীতিবিদ Pound এর মতে, 

“যে রাষ্ট্র শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তামূলক কাজে নিজেকে আবদ্ধ না রেখে তার কর্মতৎপরতার আওতায় মানবকল্যাণের সকল ক্ষেত্রকেই অন্তর্ভূক্ত করে এবং তার প্রশাসনিক প্রয়াস দ্বারা অর্থনৈতিক ও সামাজিক সমস্যাসমূহ দূর করার চেষ্টা করে তাকেই সেবামূলক বা কল্যাণমূলক রাষ্ট্র বলে।”

অতএব, কল্যাণমূল রাষ্ট্র বলতে বুঝায়, সমাজতান্ত্রিক রাষ্ট্রের ন্যায় (সোভিয়েত ইউনিয়ন) সুবিধাসমূহ যেমন- চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ইত্যাদি বিনামূল্যে নাগরিকদের সরবরাহ করা। 

এককথায়, রাষ্ট্রের জনগণের সামাজিক, আর্থিক, রাজনৈতিক কল্যাণের জন্য করণীয় সবকিছু যে রাষ্ট্র করে বা করার চেষ্টা করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment