সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই - ১ম অধ্যায় সেশন ৩ সম্পূর্ণ সমাধান

সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই - ১ম অধ্যায় সেশন ৩ সম্পূর্ণ সমাধান - অনলাইনে জরিপ করার নিয়ম - অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই - ১ম অধ্যায় সেশন ৩ সম্পূর্ণ সমাধান - সেশন ৩ - জরিপের মাধ্যমে সমস্যার পেছনের কারণ ও সমাধান অনুসন্ধান

সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই - ১ম অধ্যায় সেশন ৩ সম্পূর্ণ সমাধান

অনলাইনে জরিপ করার নিয়ম

কোনো সমস্যা কারণ ও  সমাধানের জন্য আমরা ১ম যে কাজটি করি তা হলো জরিপ। জরিপের মাধ্যমে আমরা খুব সহজে কোনো সমস্যা  চিহ্নিত করতে পারি এবং সমাধানের  উপায় গুলো ও বের করতে পারি। 

বইতে তোমাদের একটি বিষয় নির্বাচন করতে বলা হয়েছে। আমার মতো তোমরা একটি বিষয় নির্বাচন করবে এবং সে বিষয় সম্পর্কে ১০ টি প্রশ্ন তৈরি করবে।

সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।

ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক:  Click Here

আমার নির্বাচন বিষয়টি হলো: অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি

অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি নিয়ে নির্বাচন করা আমার ১০ টি প্রশ্ন হলো-

১। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কী করা উচিত বলে আপনি মনে করেন?

ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্ভাবনী চিন্তা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অফিস-আদালতে কাজের গতি ও দক্ষতা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। স্বল্প মূল্যে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে হবে। কম্পিউটার ও এর আনুসঙ্গিক যন্ত্রপাতি স্বল্প মূল্যে জনগণের নিকট পৌছাতে হবে। জনগণকে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারে সম্পৃক্ত করতে হবে।

২। আপনি কি মনে করেন সামাজিক যোগোযোগে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা রয়েছে?

উত্তর হতে পারে: হ্যাঁ অথবা না।

৩। আপনি কি মনে করেন অর্থনৈতিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা রয়েছে?

উত্তর হতে পারে: হ্যাঁ অথবা না।

৪। আপনি কি মনে করেন অনলাইনে কেনাকাটাই ডিজিটাল প্রযুক্তির ভূমিকা রয়েছে?

উত্তর হতে পারে: হ্যাঁ অথবা না।

৫। অনলাইনে স্কুল-কলেজের ভর্তি ও বেতন প্রদানে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার মতামত কী?

হ্যাঁ, অনলাইনে স্কুল-কলেজের ভর্তি ও বেতন প্রদানে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল প্রযুক্তির কারণে আমাদের অনেক কিছুই সহজ হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা ঘরে বসে খুব সহজে পরীক্ষার ফি, ভর্তি ফি, আবেদন ফি, বেতন ইত্যাদি পরিশোধ করাতে পারে।

৬। ব্যবসা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির কি রকম ভূমিকা রয়েছে?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণেই সকল প্রকার ব্যবসা বানিজ্য সহজ এবং উন্নত হয়েছে। সেইসাথে অর্থের খরচও কমে গিয়েছে শুধুমাত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করার ফলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলেই ঘরে বসে আমরা এখন সহজেই পন্য কেনা বেচা করতে পারছি আর পন্য কেনাকাটাও করতে পারছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে অনলাইনে সকল ধরনের ব্যবসা করা সহজ হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা সকল ধরনের হিসাব নিকাশ করতে পারছি সহজে এবং বিভিন্ন তথ্যও সংরক্ষণ রাখতে পারছি।

৭। শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা রয়েছে কি?

উত্তর হতে পারে: হ্যাঁ অথবা না।

৮। চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ভূমিকা অপরিসীম আপনি কী মনে করেন?

উত্তর হতে পারে: হ্যাঁ অথবা না।

৯। ডিজিটাল লেনদেন গড়ে তুলতে কী করা উচিত বলে আপনি মনে করেন?

ডিজিটাল লেনদেন গড়ে তুলতে সবচেয়ে বেশি প্রয়োজন তথ্য প্রযুক্তির অধিক ব্যবহার। কেননা তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে খুব সহজে আমরা বিভিন্ন লেনদেনের হিসাব মূহুর্তেই করে পেলতে পারি। লেনদেনের আয়, ব্যয় সব কিছুর হিসাব সংরক্ষণ করতে পারি।

১০ । টিকেট বুকিং এ ডিজিটাল প্রযুক্তির ভূমিকা রয়েছে কি?

উত্তর হতে পারে:  হ্যাঁ অথবা না।


অনলাইনে জরিপ তৈরি করার নিয়ম:

এবার আসা যাক কিভাবে তোমরা অনলাইনে জরিপের ফর্ম তৈরি করতে পারবে। অনলাইনে জরিপের জন্য ফর্ম  তৈরি করতে আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। তোমাদের বইয়ের মধ্যে ৩টি মাধ্যম দেয়া আছে।

১. গুগল ফর্ম (Google Form)

২. সার্ভেমাঙ্কি (Survey Monkey )

৩. মাইক্রোসফট ফর্ম (Microsoft Form)

আজকে আমি তোমাদের দেখাব কিভাবে খুব সহজে Google Form এর মাধ্যমে একটি জরিপ তৈরি করা যায়।

এটি মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইসে তৈরি করা যায়।

সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই - ১ম অধ্যায় সেশন ৩ সম্পূর্ণ সমাধান

১. ‘Name of Form’ এর উপর ক্লিক করলে আমি আমার ফর্ম-এর শিরোনাম দিতে পারব।
২. ‘Form Description’ এ আমার এই জরিপটি কি নিয়ে তা সংক্ষেপে লিখব।
৩. ‘Email’ এ আমার নিজের বা অভিভাবকের বা শিক্ষকের ইমেইল ঠিকানা দিব, এই ইমেইলেই পুরনকৃত ফর্মগুলো জমা হবে।
৪. ‘Untitled Question’ ক্লিক করে আমি আমার প্রশ্নটি এখানে লিখব। কোন কোন ফর্ম এ ‘+’ এরকম যোগ চিহ্ন থাকে, সেখানে ক্লিক করেও একটি একটি করে প্রশ্ন লেখা যাবে।
৫. এরকম ∇ ত্রিভূজটার মধ্যে ক্লিক করে আমরা নির্দেশনা দিয়ে দিতে পারব আমার প্রশ্নটি কী
ধরনের। এটি ‘নৈর্ব্যক্তিক বা Multiple Choice’ নাকি ‘বর্ণনামূলক প্রশ্ন বা Short answer’
৬. নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্ন হলে আমার সম্ভাব্য উত্তর বা option দিয়ে দিতে হবে. একটি option লিখে Enter চাপলেই আরেকটি উত্তর লেখার জায়গা হয়ে যাবে।
৭. ‘Required’ অর্থ হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমার অবশ্যই প্রয়োজন। এ ছাড়া ‘*’ স্টার চিহ্ন দিয়েওএকই ব্যাপার বোঝানো হয়।
৮. ফর্ম সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে ‘Send’ এ ক্লিক করে আমি যাদের কাছে তথ্য জানতে চাই,
তাদের এটি পাঠাব। এটি পাঠাতে তাদের ইমেইল ঠিকানা আমার প্রয়োজন হবে।

চলো এটা তৈরি হয়ে গেলে কেমন হবে তার একটি নমুনা দেখি।


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment