আমার প্রিয় খেলা নিয়ে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য - সপ্তম শ্রেণির পড়া

আমার প্রিয় খেলা নিয়ে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য - সপ্তম শ্রেণির পড়া - Short speech about my favorite sport
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

 আমার প্রিয় খেলা নিয়ে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য - সপ্তম শ্রেণির পড়া | Short speech about my favorite sport

আমার প্রিয় খেলা নিয়ে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য - সপ্তম শ্রেণির পড়া
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।
ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক:  Click Here

সপ্তম শ্রেণির পড়া
আমার প্রিয় খেলা নিয়ে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য 

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মাহিন, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হলো: আমার পিয় খেলা। আমার প্রিয় খেলার নাম হলো ক্রিকেট। বর্তমান বিশ্বের জনপ্রিয় ও অভিজাত খেলা এটি। ক্রিকেটকে খেলার রাজাও বলা হয়। রেকর্ড ভাঙা এবং রেকর্ড গড়ার খেলা ক্রিকেট। দিন দিন এই খেলার জনপ্রিয়তা আরো বাড়ছে। কবে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় তা সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে মনে করা হয় ত্রয়োদশ শতাব্দী থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা আরম্ভ হয়। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ অনেক দেশে ক্রিকেট খেলা জনপ্রিয়তা লাভ করেছে। ক্রিকেট খেলা দু-ধরনের। একটি হলো ওয়ান ডে ম্যাচ বা এক দিনের খেলা, অন্যটি টেস্ট ম্যাচ বা পাঁচ দিনের খেলা। এখন আবার শুরু হয়েছে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। ক্রিকেট খেলার মুখ্য উপকরণ কাঠের ব্যাট ও বল। আর এর ক্রিকেট মাঠ বৃত্তাকার। সাধারণত এর ব্যাসার্ধ হয় ৭০ গজ থাকে। মাঠের মাঝখানে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় পিচ। পিচের দৈর্ঘ্য হয় ২২ গজ। আর এই খেলার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। দুটি দলের মধ্যে ক্রিকেট খেলা হয়। প্রতি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট খেলা। পরিচালনার জন্য দুইজন আম্পায়ার থাকেন। ক্ষেত্রবিশেষে তৃতীয় আম্পায়ার দেখা যায়। খেলা আরম্ভের পূর্বে দুজন আম্পায়ার এবং দু-দলের দুজন অধিনায়ক মাঠে নামেন। মদ্রা ছুড়ে দিয়ে টসের মাধ্যমে এক দল জয়ী হয়। টসে জয়লাভকারী অধিনায়ক ইচ্ছে করলে ব্যাটিং বা ফিল্ডিং যেকোনোটি বেছে নিতে পারেন। এভাবে আরো কিছু নিয়মের মাধ্যমে এই খেলা সম্পন্ন করতে হয়। ক্রিকেট খেলার চমক ভিন্ন মাত্রার। যুদ্ধক্ষেত্রে সৈন্য সাজানোর মতো মাঠে ফিল্ডার সাজানো খুবই কৌশলতার ব্যাপার। এটি দেখা বা খেলা খুবই আনন্দদায়ক। তাই এই খেলাটি আমার খুবই প্রিয়। আমার বক্তব্য আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

 

[হলুদ কালার গুলোতে নিজের নাম ও বিদ্যালয়ের নাম লিখবে।]


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment