১০ টি মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য বা আলামত

১০ টি মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য বা আলামত - ১০ টি মানসিক রোগের নাম - মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য - কয়েকটি মানসিক রোগের নাম
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
১০ টি মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য বা আলামত


আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত। তবে সেটা তারা নিজেরেই বুঝতে পারেনা। আজকে আমি আপনাদের এমন ১০ টি মানসিক রোগের কথা বলব, যে গুলো আমাদের চারপাশের অনেকের মধ্যে দেখা যায়।

আজকে আমি যে কয়েকটি মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলব, এই আলামত বা বৈশিষ্ট্য গুলো পরিচিত কারো মধ্যে দেখতে পেলে সাথে সাথে নিকটস্থ মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ করার অনুরোধ থাকবে। নয়তোবা এই রোগ পরবর্তীতে অনেক ভয়াভহ অবস্থার রূপ নিবে।

১০ টি মানসিক রোগের নাম

১। হিস্টেরিয়া
২। ম্যানিয়া
৩। সিজোফ্রেনিয়া
৪। বিষন্নতা
৫। এ্যাপিলেপসি
৬। ফেবিয়া
৭। উৎকণ্ঠা
৮। চিত্তভ্রংশ
৯। কম্পালসিভ নিউরোসিস
১০। ভ্রমবিকার


১০ টি মানসিক রোগের নাম ও তাদের বৈশিষ্ট্য বা আলামত

১. হিস্টেরিয়া

  • কোন কারণে ভয় পেলে অজ্ঞান বা ফিট হয়ে যাওয়া।
  • হাত মুঠো হয়ে যাওয়া।
  • দাঁতে দাঁত লেগে যাওয়া।
  • শরীর শক্ত হয়ে কখনো কখনো ধনুকের মত বাঁকা হয়ে যাওয়া।
  • খিচুঁনি হওয়া।
  • শরীরের কোথাও আঘাত লেগে কেটে যাওয়া।
  • তবে পানিতে পড়লে এই রোগী অজ্ঞান হয় এমনটি নয়।

২. ম্যানিয়া

  • হটাৎ বেশি বেশি কথা বলা।
  • একেবারে অপরিচিত লোককে দেখেলেও তার সাথে কথা বলা।
  • মনে অনেক ফুর্তী।
  • বিলাসিতা ও সাজ-সজ্জা পচন্দ করা।
  • অল্পতেই রেগে যাওয়া।
  • লোকজনকে গালাগালি ও মারধর করতে যাওয়া।
  • পরিস্থিতি এমন যে তাকে বেঁধে রাখতে হচ্ছে।

৩. সিজোফ্রেনিয়া

  • আপন মনে বিড় বিড় করে কথা বলা।
  • কারো সাথে মেলামেশা করতে চায় না।
  • বাড়ি থেকে বের হতে চায় না।
  • হঠাৎ অন্য লোকজনের সাথে কথা বলা কমিয়ে দেয়।
  • অকারণে একা একা হাসে।
  • গোসল করতে চায় না।
  • কোন কিছুর জন্য চাপাচাপি করলে চটে যায়, উত্তেজিত হয়, মারপিট করতে চায়।
  • রাতে ঘুম হয় না।
  • খাবারে আগ্রহ নেই।
  • এই রোগ বয়সন্ধিকালের আগে বেশি হতে দেখা যায়।

৪. বিষন্নতা

  • রাতে ঘুম হয় না।
  • মনে আনন্দ, খুশি ও ফুর্তি একেবারেই নাই।
  • তেমন খিদে লাগে না।
  • কোন কাজের আগ্রহ নেই।
  • বিনোদন একেবারেই ভালো লাগে না।
  • সব সময় একটা বিরক্তির ভাব।
  • মাঝে মাঝে মনে হয় এভাবে বেচেঁ থাকার চেয়ে
  • মরে গেলেই ভালো।

৫. এ্যাপিলেপসি

  • কিছুদিন পর পর খিঁচুনি হওয়া।
  • খিঁচুনির সময় হাত পা ছোঁড়া।
  • দাঁতে দাঁত কপাটি লাগা।
  • শরীরের ভিবিন্ন যায়গা কাটা ছেড়া দাগ থাকে।
  • জিহ্বায় কাটা দাগ থাকে।
  • পুকুর বা পানিতে পড়েও অজ্ঞান হয়।

৬. আতঙ্ক বা ফেবিয়া

  • কোথাও একা যেতে ভয় করে।
  • কোথাও গেলে অন্য কাউকে সঙ্গে নিয়ে যায়।
  • বুক ধড়ফড় করে।
  • হাত-পা ঠান্ডা হতে থাকে।
  • ঘেমে শরীর ভিজে যায়।

৭. উৎকণ্ঠা

  • পড়ালেখা বা কোন কাজে মন বসছে না।
  • নানা দুশ্চিন্তা কি জানি কি হয়?
  • ঘুম কমে গেছে।
  • স্বাস্থ্য ভালো কিন্তু শরীর দুর্বল, আগের মত শক্তি পাচ্ছে বলে মনে হয় না।
  • কঠিন অসুখে পড়ার ভয় হয়।
  • যৌন দুর্বলতা অনুভব হয়।

৮. চিত্তভ্রংশ

  • কিছু দিন যাবৎ খুব ভুল হচ্ছে।
  • গত কালের ঘটনা আজ মনে করতে পারে না।
  • মাঝে মধ্যে পরিচিত লোককেও চিনতে ভুল হয়। 
  • ছোট ছোট হিসাবও ভুল করে।
  • অনেক সময় নিজের বাড়ি চিনতে ভুল করে।

৯. কম্পালসিভ নিউরোসিস

  • কিছু দিন যাবৎ সকল জিনিসপত্র নোংরা মনে হচ্ছে। 
  • একবার ধুয়ে রাখার পর আবার ধোচ্ছে। 
  • নোংরা বা ময়লা যে নেই এটা নিজেও বুঝেন কিন্তু বার বার পরিষ্কার করেন।
  • এই রোগী সময়ের কাজ যথা সময়ে করা শেষ করতে পারেন না।

১০. ভ্রমবিকার

  • মনে অহেতুক সন্দেহ।
  • ছেলে বা মেয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে না কিন্তু বাবার মনে টাকা চুরির সন্দেহ থাকে।
  • স্বামী বা স্ত্রীর চরিত্রে কোন দোষ নেই কিন্তু চরিত্র নিয়ে স্বামী বা স্ত্রীর মনে সন্দেহ
  • এই টাকা চুরি বা চরিত্র নিয়ে প্রায়ই ঝগড়া হয়।
  • ঝগড়া প্রমাণ সব কিছু হবার পরও সন্দেহের ধারণা বিন্দুমাত্র বদলায় না।
প্রিয় পাঠক এই ১০ টি মানসিক রোগ গুলোর নাম জেনে আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর উপরোক্ত রোগ গুলো কারো কাছে বিদ্যমান থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment