দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান - দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজের রীতি-নীতি
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

অনুসন্ধানী কাজ ১ সমাধান


বিষয়বস্তু: দাঁত পড়া নিয়ে রীতি-নীতি


অনুসন্ধানের প্রশ্ন: দাঁত পড়া নিয়ে আমাদের পরিবার বা এলাকা বা সমাজে কী ধরনের রীতি-নীতি আর গল্প প্রচলিত আছে? 


প্রশ্নে যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে:

আমাদের পরিবার, এলকা ও সমাজ: জাতি হিসেবে আমরা সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ। তাই আমাদের আমাদের পরিবার, এলকা ও সমাজে বিভিন্ন রীতি-নীতি প্রচলিত রয়েছে।

প্রথম দাঁত পড়লে রীতি-নীতি বা নিয়ম-কানুন: শিশুর যখন প্রথম দাঁত পড়ে, তখন মুরব্বীরা বিভিন্ন প্রকার রীতি-নীতি বা নিয়ম- কানুন পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন যে, এতে শিশুর কল্যাণ হবে।

দাঁত নিয়ে প্রচলিত বিভিন্ন গল্প বা চিন্তা-ভাবনা: শিশুর প্রথম দাঁত পড়া এবং তার প্রেক্ষিতে রীতি-নীতি পালনের পেছনে বিভিন্ন গল্প রয়েছে। এ গল্পগুলো মূলত মনের কাল্পনিক কিছু ধারণা। এ গল্প বা চিন্তা-ভাবনার মধ্যে ফুটে ওঠে যে, দাঁত পড়া নিয়ে গৃহীত কিছু পদক্ষেপ শিশুদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে।

কার কাছে বা কোথায় গেলে জানতে পারব? (তথ্যের উৎস): আমাদের আশেপাশে থাকা বয়জেষ্ঠ্য ব্যক্তি, বিভিন্ন ম্যাগাজিন, শিক্ষামূলক ওয়েবসাইট (www.helptrickbd.com) এবং শ্রেণিশিক্ষক।

কী কী উপায়ে জানব ও তথ্য সংগ্রহ করব? (তথ্য সংগ্রহের পদ্ধতি): আমাদের আশেপাশে থাকা পরিচিত বয়জেষ্ঠ্য ব্যক্তিদের সাথে আলাপ করব, ইন্টারনেটে helptrickbd ওয়েবসাইট ভিজিট করব এবং শ্রেণিশিক্ষকের সহায়তা নেব।

দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

তথ্য বিশ্লেষণ: উপরের ছকে উল্লেখিত তথ্যগুলো আমি আমার নিকটবর্তী এবং পরিচিত বয়জেষ্ঠ্য ব্যক্তিদের সাথে আলাপের মাধ্যমে সংগ্রহ করেছি। এছাড়াও ইন্টারনেটে কোর্সটিকা ওয়েবসাইটে এ তথ্যগুলো রয়েছে। যেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি। পাশাপাশি আমার বিদ্যালয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শ্রেণিশিক্ষক জনাব সাইফুল ইসলামের থেকে সহায়তা গ্রহণ করেছি। এ তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে, শিশুর প্রথম দাঁত পড়া নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রীতি-নীতি প্রচলিত রয়েছে । কখনো কখনো একস্থানের রীতির সাথে অন্য স্থানের রীতি মিলে যায়, আবার কখনো কখনো এক স্থানের রীতির সাথে অন্য স্থানের রীতি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।


ফলাফল বা সিদ্ধান্ত: উক্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। তা হল— 

১. দাঁত পড়া নিয়ে করণীয় রীতি-নীতিগুলো এলাকা ও সমাজভেদে আলাদা-আলাদা হতে পারে ।

২. মূলত শিশুদের কল্যাণ প্রত্যাশার জন্য এসব রীতি-নীতি পালন করা হয়।

৩. সমাজে প্রচলিত এসব রীতি-নীতির পেছনে ব্যক্তির এমন কিছু ধ্যান-ধারণা কাজ করে, যা সম্পূর্ণরূপে কাল্পনিক।


উপস্থাপন: শিক্ষার্থীরা উপস্থাপনটা তোমরা নিজেদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবে।

দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - অনুসন্ধানী কাজ ১ সমাধান - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

2 comments

  1. Anonymous
    It's very cool. I know everything in this app. I like this app.
  2. Anonymous
    hi