চারপাশের লেখা বিশ্লেষণ - ৭ম শ্রেণি বাংলা সামষ্টিক মূল্যায়ন সমাধান (শেষ পর্ব)
কার্যক্রম-৪: চারপাশের লেখা বিশ্লেষণ
সাইনবোর্ড
(ক) এ ধরনের লেখা সাধারণত
কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো?
উত্তর: আমার নির্ধারিত বিষয়টির নাম সাইনবোর্ড। সাধারণত কোনো প্রতিষ্ঠান বা দোকানের অবস্থান কোথায় তা বোঝাতে সাইনবোর্ড ব্যবহার করা হয়।
(খ) এ ধরনের লেখা সরাসরি
বা অন্য যে কোনো মাধ্যমে তুমি কোথায় কোথায় দেখেছ উল্লেখ করো ?
উত্তর: এ ধরনের সাইনবোর্ড আমি আমার বাসার সামনের ফার্মেসি দোকান এবং স্কুলের গেইটে দেখেছি।
(গ) যে ধরনের নমুনা
তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কী ধরনের লেখা ছিল
বলে তোমার মনে পড়ে তা সংক্ষেপে উল্লেখ করো। যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে
এর উদ্দেশ্যে পূরণ হয়েছে কি না এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: আমি সাইনবোর্ডের যেসব নমুনা দেখেছি তার
মধ্যে একটি হচ্ছে আমার বাসার সামানের ফার্মেসি দোকানে থাকা সাইনবোর্ড। এটি ছিল ডিজিটাল
সাইনবোর্ড। এর রংয়ের বিন্যাস আমাকে আকর্ষণ করে। সাইনবোর্ডটিতে দোকানদারের নাম, ঠিকানা
এবং অন্যান্য পরিচিতিমূলক তথ্য লেখা ছিল। দোকানের জন্য সাইনবোর্ডটি ঠিক যেভাবে প্রস্তুত
করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ এই সাইনবোর্ডটি দেখে রাস্তার পাশে
হেঁটে যাওয়া পথচারীরা সহজেই দোকানটি দেখতে পায়। এর ফলে দোকানের বেচা-বিক্রিও ভালো
হয়।
(ঘ) নির্ধারিত বিষয়ের উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো। লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যবইয়ের অনুরূপ নমুনার সাথে হুবুহু না মিলে যায়।
উত্তর:
সাইনবোর্ড |
পোস্টার
(ক) এ ধরনের লেখা সাধারণত
কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো?
উত্তর: আমার নির্ধারিত বিষয়টির নাম পোস্টার। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ড প্রচারের কাজে এবং রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরতেও পোস্টার ব্যবহার করা হয়।
(খ) এ ধরনের লেখা সরাসরি
বা অন্য যে কোনো মাধ্যমে তুমি কোথায় কোথায় দেখেছ উল্লেখ করো?
উত্তর: এ ধরনের পোস্টার আমি আমার রাস্তার পাশের দেয়ালে এবং গাছে ঝুলানো অবস্থায় দেখেছি।
(গ) যে ধরনের নমুনা
তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কী ধরনের লেখা ছিল
বলে তোমার মনে পড়ে তা সংক্ষেপে উল্লেখ করো। যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে
এর উদ্দেশ্যে পূরণ হয়েছে কি না এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: আমি পোস্টারের যেসব নমুনা দেখেছি তার মধ্যে একটি হচ্ছে রাস্তার পাশের দেয়ালে লাগানো পোস্টার। এটিতে একজন ব্যক্তির নির্বাচনী প্রচার-প্রচারনা চালাচ্ছিলেন। এতে বড় করে তাঁর ছবি, তিনি যে প্রতীকে দাঁড়িয়ে ছিলেন সেই প্রতীক এবং বড় বড় করে লিখা ছিল ভোট দেওয়ার জন্য। নির্বাচনি প্রচারণার জন্য পোস্টারটি ঠিক যেভাবে প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ এই পোস্টারটি দেখে রাস্তার পাশে হেঁটে যাওয়া পথচারীরা সহজেই পোস্টারটি দেখতে পায়। এর ফলে পোস্টার তৈরি করার উদ্দেশ্য সফল হয়।
(ঘ) নির্ধারিত বিষয়ের
উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো। লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যবইয়ের অনুরূপ
নমুনার সাথে হুবুহু না মিলে যায়।
উত্তর: আমি আমার রাস্তার পাশের দেয়ালে যে পোস্টারটি প্রতিনিয়ত দেখতে পাই, তার একটি নমুনা দেখানো হলো:
পোষ্টার |
ব্যানার
(ক) এ ধরনের লেখা সাধারণত কী উদ্দেশ্যে
প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো?
উত্তর: আমার নির্ধারিত বিষয়টির নাম ব্যানার।
মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে মঞ্চের পেছনে, মেলা বা অস্থায়ী হাট-বাজারের
সামনে রাখার জন্য ব্যনার প্রস্তুত করা হয়।
(খ) এ ধরনের লেখা সরাসরি বা অন্য যে কোনো
মাধ্যমে তুমি কোথায় কোথায় দেখেছ উল্লেখ করো?
উত্তর: এ ধরনের ব্যানার আমি মিছিলে, এবং নববর্ষ অনুষ্ঠানে দেখেছি।
(গ) যে ধরনের নমুনা
তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কী ধরনের লেখা ছিল
বলে তোমার মনে পড়ে তা সংক্ষেপে উল্লেখ করো। যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে
এর উদ্দেশ্যে পূরণ হয়েছে কি না এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: আমি ব্যানারের যেসব নমুনা দেখেছি তার মধ্যে একটি হচ্ছে নববর্ষের সময় শোভাযাত্রার সামনে থাকা ব্যানার। এটি ছিল কাপড়ের তৈরি। মানুষকে তথ্যটি জানানোর জন্য এটিতে বড় করে লেখা ছিল শুভ নববর্ষ ১৪৩০। এছাড়া বিভিন্ন ছবি, কথা এটিতে লেখা ছিল। শোভাযাত্রার জন্য ব্যানারটি ঠিক যেভাবে প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ এই ব্যানারটি দেখে রাস্তার পাশে হেঁটে যাওয়া পথচারীরা সহজেই ব্যানারটি দেখতে পায়। এর ফলে ব্যনারটি তৈরি করার উদ্দেশ্য সফল হয়।
(ঘ) নির্ধারিত বিষয়ের উপর তুমি একটি
নমুনা লেখা প্রস্তুত করো। লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যবইয়ের অনুরূপ নমুনার সাথে
হুবুহু না মিলে যায়।
উত্তর: আমি নববর্ষের অনুষ্ঠানে শোভাযাত্রার সময় যে ব্যানারটি দেখতে পাই, তার একটি নমুনা দেখানো হলো:
ব্যানার |
বিজ্ঞাপন
(ক) এ ধরনের লেখা সাধারণত কী উদ্দেশ্যে
প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো?
উত্তর: আমার নির্ধারিত বিষয়টির নাম বিজ্ঞাপন। বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন প্রস্তুত করা হয়।
(খ) এ ধরনের লেখা সরাসরি বা অন্য যে কোনো
মাধ্যমে তুমি কোথায় কোথায় দেখেছ উল্লেখ করো?
উত্তর: এ ধরনের ব্যানার আমি খবরের কাগজে, রেডিও-টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দেখেছি।
(গ) যে ধরনের নমুনা
তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করো এবং সেটিতে কী ধরনের লেখা ছিল
বলে তোমার মনে পড়ে তা সংক্ষেপে উল্লেখ করো। যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে
এর উদ্দেশ্যে পূরণ হয়েছে কি না এ ব্যাপারে তোমার মতামত দাও।
উত্তর: আমি বিজ্ঞাপনের যেসব নমুনা দেখেছি তার মধ্যে একটি হচ্ছে খবরের কাগজে থাকা বিজ্ঞাপন। এর বৈচিত্রপূর্ণ লেখা এবং ছবি আমাকে আকর্ষণ করে। বিজ্ঞাপনটিতে পণ্যের নাম,গুণাগুণ এবং অন্যান্য তথ্য লেখা ছিল। পণ্যটির জন্য বিজ্ঞাপনটি ঠিক যেভাবে প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ এই বিজ্ঞাপনটি দেখে খবরের কাগজ পরা যেকোনো মানুষ আকৃষ্ট হবে। এর ফলে পণ্যটির সঠিক প্রচারণা সম্পন্ন হবে।
(ঘ) নির্ধারিত বিষয়ের
উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো। লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যবইয়ের অনুরূপ
নমুনার সাথে হুবুহু না মিলে যায়।
উত্তর: আমি খবরের কাগজে যে ব্যানারটি দেখতে
পাই, তার একটি নমুনা দেখানো হলো:
বিজ্ঞাপন |
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com