৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 DT Final Assessment Solution

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 Digital Technology Final Assessment Solution - তারবিহীন নেটওয়ার্ক ব্যবহার করে হেল্প ডেস্
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 Digital Technology Final Assessment Solution


৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 DT Final Assessment Solution

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 DT Final Assessment Solution

মূল্যায়ন কাজের সামগ্রিক অভিজ্ঞতা


সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির সম্পূর্ণ মূল্যায়নের কাজগুলোতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। বিশেষকরে দলগত কাজগুলো করার মাধ্যমে টিম ওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কিভাবে সবাই মিলে নির্দিষ্ট একটি কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হয়। এবং সবার মতামতকে সম্মান দিয়ে তাদের ধারণাগুলোকে নিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিতে সমাধান করা যায়। প্রথম কর্মদিবসে শিক্ষক আমাদেরকে সাইবার নিরাপত্তা জনিত ঝুঁকিসমূহ চিহ্নিত করতে বলেছেন এবং কিভাবে মোকাবেলা করা যায়। আমরা সবাই মিলে খুব সুন্দর করে তথ্যগুলো বের করেছি। এই তথ্যগুলো বের করতে গিয়ে সাইবার অপরাধ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া এই মূল্যায়নের আকর্ষণীয় কাজটি ছিল হেল্প ডেস্ক তৈরি। তার জন্য প্রথমেই আমরা সবাই মিলে কিভাবে হেল্প ডেস্ক তৈরি করা যায় তার একটি ফ্লোচার্ট তৈরি করেছি।


হেল্প ডেস্ক তৈরির জন্য সকলের সাথে আলোচনা

হেল্প ডেস্ক তৈরি

হেল্প ডেস্কে সাইবার নিরাপত্তা ঝুঁকি/নাগরিক সেবা চিহ্নিত করণ
কোডিং
সমস্যার সমাধান খোঁজা
সমাধানগুলো লিখে খামে ভরা
খামগুলো হেল্প ডেস্কে সাজানো


কাজটি কিভাবে বাস্তবায়ন করলাম তার তথ্য-চিত্র তুলে ধরা হলো:


প্রথমে শিক্ষক দলের সদস্যদের কাজগুলো কিভাবে করতে হবে নির্দেশনা দিয়েছেন অর্থাৎ শিক্ষক হচ্ছেন প্রেরক। শিক্ষক থেকে তথ্য/ডাটাগুলো দলের সদস্যদের কাছে পৌঁছায়ছে। এইক্ষেত্রে প্রাপক হচ্ছে শিক্ষার্থী বা দলের সদস্যরা। দলের সদস্যরা আবার বিভিন্ন সিন্ধান্ত নেওয়ার জন্য ডাটা বা তথ্য একে অপরের কাছে পাঠাইছে এবং গ্রহণ করেছে। এক্ষেত্রে প্রত্যেকেই সেন্ডার বা প্রেরক এবং রিসিভার বা প্রাপকের ভূমিকা পালন করেছে। এই নেটওয়ার্কিং টা মূলত নন-ডিজিটাল 
নেটওয়ার্ক।

তারবিহীন নেটওয়ার্ক ব্যবহার করে হেল্প ডেস্ক তৈরি


এখন পুরো কাজটি যদি তারাবিহীন নেটওয়ার্কের মাধ্যমে হয়, তাহলে যেভাবে কাজটি সম্পূর্ণ হবে:
১। প্রথমেই শিক্ষক সবার সাথে ফোনে কথা বলবে (শিক্ষকের ডিভাইস থেকে তথ্য পাঠানো হলো)।
২। রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে যাবে।
৩। নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য গ্রাহক ডিভাইস বা দলের সদ্যসদের কাছে চলে যাবে।

এভাবেই মূলত তারবিহীন নেটওয়ার্ক ব্যবহার হেল্প ডেস্কের জন্য কাজগুলো করবো।

তারযুক্ত নেটওয়ার্ক ব্যবহার করে হেল্প ডেস্ক তৈরি

এখন পুরো কাজটি যদি তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে হয়, তাহলে যেভাবে কাজটি সম্পূর্ণ হবে:

আমরা তারযুক্ত নেটওয়ার্ক হিসেবে টেলিফোনকে বেছে নিলাম-
১। প্রথমেই শিক্ষকের ডিভাইস থেকে তথ্য যাবে সেখানে একটি উপকরণ থাকবে যা তথ্যকে পাঠানোর মতো একটি মাধ্যমে রূপান্ত কর।
২। শিক্ষকের তথ্য তারের মাধ্যমে দলের সদস্যদের কাছে পৌঁছাবে। 
৩। দলের সদস্যদের ডিভাইস তথ্য গ্রহণ করল রূপান্তিরত তথ্যকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসল।
এভাবেই মূলত তারযুক্ত নেটওয়ার্ক ব্যবহার হেল্প ডেস্কের জন্য কাজগুলো করবো।


মূল্যায়ন উৎসবে হেল্প ডেস্ক

হেল্প ডেস্ক তৈরি করার পর মূল্যায়ন উৎসবে "হেল্প ডেস্ক" উদ্বোধন করার জন্য প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিদের আমন্ত্রণ করা হয়। তাঁরা সবাই আমাদের দলের তৈরিকৃত হেল্পডেস্কের প্রশংসা করেছেন। দলের আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসেবে। সঠিকভাবে সবার কাজ হয়েছে কিনা এবং নিজের কাজগুলো মূল্যয়নের জন্য প্রস্তুত রাখা।

সবশেষে বলা যায়, সামগ্রিক মূল্যায়ন পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের মধ্যে একে অপরকে সাহায্য-সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি। মূলত সম্পূর্ণ মূল্যায়নটাই ছিল গ্রুপ ওয়ার্ক।
 

সম্পূর্ণ সমাধানটি পিডিএফ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেখানে পিডিএফ দেওয়া হয়েছে।

PDF Password: helptrickbd


Download

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment