ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে যে জিনিস গুলো অবশ্যই জানা প্রয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলে যাওয়ার আগে যে জিনিস গুলো অবশ্যই জানা প্রয়োজন - Things that must be known before going to Dhaka University exam hall
Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে যে জিনিস গুলো অবশ্যই জানা প্রয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কেন্দ্রে পৌঁছানোর আগে ও পরে যে জিনিস গুলো জানা প্রয়োজন

চেকলিস্ট:

  • ১. প্রবেশপত্র (অবশ্যই রঙিন প্রিন্ট)
  • ২. HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড (ফটোকপি/স্ক্যানকপি নয়)
  • ৪. কালো বলপেন ২ টি
  • ৫. OMR এ পেন্সিল, কালো ব্যতীত অন্য কালার কলম, কিংবা কোনো প্রকার জেলপেন ব্যবহার করা যাবেনা। শুধু কালো বলপেন নিবে।
  • ৬. একদম নতুন কলম না নিয়ে কিছুটা লিখতে অভ্যন্ত এমন কলম নিবে।
  • ৭. পানির বোতল
  • ৮. স্বচ্ছ ফাইল

বিশেষ লক্ষণীয়:

  • ১. যেকোনো প্রকার ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ
  • ২. প্রশ্নপত্রে প্রয়োজন ছাড়া দাগানো যাবে না।
  • ৩. আসন বিন্যাস ও কেন্দ্র সম্পর্কে আগেই ধারণা নিবে। পরীক্ষার কেন্দ্র চিনতে না পারলে পরিচিত ভাইয়াদের সাথে যোগাযোগ করবে।
  • ৪. সকাল ৭ টার মধ্যে নাস্তা করে নিবে। এবং নিজস্ব সকল প্রয়োজন শেষ করে নিবে।
  • ৫. কোনোভাবেই খাওয়া দাওয়া না করে পরীক্ষার হলে যাবে না।
  • ৬. সকাল ১০ টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর মত পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবে।

কেন্দ্রে পৌঁছানোর পর:

  • ১. সকাল ১০.৩০ থেকে কেন্দ্রে প্রবেশ করানো হবে।
  • ২. কেন্দ্রের কাছাকাছি অবস্থান করা। লম্বা লাইনে দাঁড়িয়ে ঢোকার প্রয়োজন নেই।
  • ৩. কেন্দ্রের রুম অথবা বিল্ডিং চিনতে না পারলে স্বেচ্ছাসেবক কিংবা ফোকাসের ভাইয়াদের হেল্প নিবে।
  • ৪. পরীক্ষার দিন কোনো প্রকার পড়াশুনা করা যাবে না। শুধু হাইলাইটস ইত্যাদি দেখা যেতে পারে সেটা অবশ্যই কেন্দ্রে যাওয়ার পূর্ব।
  • ৫. কক্ষে প্রবেশের পর কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার সুজোগ নেই। তাই কারো ওয়াশরুম/ফ্রেস হওয়ার প্রয়োজন থাকলে পরীক্ষা শুরু'র পূর্বেই সমাধান করবে।

কক্ষে প্রবেশের পর:

  • ১. রুমে ঘড়ি আছে কিনা এবং সময় ঠিক আছে কিনা দেখে নেয়া। ঘড়ি না থাকলে কিংবা নষ্ট থাকলে সাথে সাথেই কক্ষ পরিদর্শককে জানাবে।
  • ২. পরীক্ষার রোল এবং তোমাদের ছবিযুক্ত আসন নির্দেশিকা বেঞ্চে লাগানো থাকবে।
  • ৩. পরীক্ষার হলে মুখমণ্ডল খোলা রাখা আবশ্যক। তাই যারা হিজাব, নিকাব পরিধান করছো, তারা ফেইস মাস্ক/ সার্জিক্যাল মাস্ক পড়তে পারো।

পরীক্ষা শুরু হলে:

  • ১. প্রশ্নপত্র হাতে পাওয়ার পূর্বে আল্লাহর কাছে বেশী বেশী দুয়া পড়া।
  • ২. এডমিট কার্ড দেখে খুব সাবধানতার সাথে OMR পূরণ করা। মনে রাখবে,
  • তোমাকে অতিরিক্ত কোনো OMR দেয়া হবে না।
  • ৩. প্রবেশপত্রে রোল এবং সিরিয়াল বাংলায় দেয়া আছে। OMR এর ভরাট অংশে সংখ্যাগুলি যদি ইংরেজিতে থাকে তাহলে অবশ্যই রোল, সিরিয়াল ইত্যাদি ইংরেজিতে লিখবে। আর বাংলায় থাকলে বাংলায় লিখবে।
  • ৪. প্রশ্নপত্রে হাতে পাওয়ার পর। ২-৩ মিনিট সম্পূর্ণ প্রশ্ন একবার দেখে নিবে।
  • ৫. প্রশ্নপত্রের যেই অংশে সবচেয়ে বেশি কমন এসেছে সেই অংশ দিয়ে পরীক্ষা শুরু করবে।

লিখিত অংশ:

  • ১. নির্দিষ্ট বক্সের মধ্যে লেখা। লেখার জায়গা আগেই দেখে নেয়া। মূল পয়েন্ট গুলো লেখা।
  • ২. সম্পূর্ণ নম্বর পাওয়া যায় এমন প্রশ্নগুলো আগে লেখা। ব্যাখ্যামূলক প্রশ্ন, প্যারাগ্রাফ পরে লেখা।
  • ৩. সকল প্রশ্ন আন্সার করে আসা।

সর্বশেষ:

  • ১. আল্লাহর উপরে ভরসা করা।
  • ২. মাথা ঠান্ডা রাখা, নিজেকে স্থির ও শান্ত রাখা।
  • ৩. তাড়াহুড়া না করা। তাকদির (ভাগ্য) এর উপরে বিশ্বাস রাখা।
  • ৪. বেশী বেশী আল্লাহর কাছে দোয়া করা ও সাহায্য চাওয়া।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment