ষষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ - Class 6 Digital Technology Annual Exam Suggestion
বার্ষিক পরীক্ষা ২০২৪ সম্ভাব্য সাজেশন
বিষয়: ডিজিটাল প্রযুক্তি
শ্রেণি: ষষ্ঠ
ষষ্ঠ শ্রেণি ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪
গ-বিভাগ রচনামূলক প্রশ্ন: (দৃশ্যপটবিহীন)
(৫ টি প্রশ্ন থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ০৫)
- কিভাবে আমরা একটা বিদ্যালয় পত্রিকা বানাতে পারি এবং উপহার হিসাবে কাকে দিতে পারি?
- প্রতিবেদন তৈরির নির্দেশিকা লিখ।
- বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখ।
- কপিরাইট আইনের সুবিধা কি কি?
- ডিজিটাল মাধ্যমের ঝুঁকি ও সাধারণ মাধ্যমের ঝুঁকি পার্থক্য লিখ।
- ব্যাক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি কি কি? ব্যাখ্যা কর।
- কিভাবে ব্যাক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়? ব্যাখ্যা কর।
- ঝুঁকি মোকাবেলায় প্ল্যাকার্ড তৈরি করতে কি কি বিষয় বিবেচনা করতে হবে? ব্যাখ্যা কর।
- তথ্য আদান প্রদানে তৈরি হতে পারে এমন ২ টি ঝুঁকির নাম লিখ এবং তা থেকে পরিত্রানের উপায় লিখ।
- অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর পার্থক্য লিখ।
- ডিজিটাল যন্ত্র কি?
- অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির শর্ত কি কি?
- বাংলাদেশ এর মানচিত্র অঙ্কন করে বিভিন্ন জেলা চিহ্নিত কর।
- E-Mail এর সাহায্য কি কি কাজ করা যায় ব্যাখ্যা কর।
- E-Mail এ কিভাবে কাজ করে ব্যাখ্যা কর।
- প্রেরকের ফোন থেকে প্রাপকের ফোনে কীভাবে তথ্য আদান প্রদান হয় ব্যাখ্যা কর।
- ডিজিটাল ও নন-ডিজিটাল নেটওয়ার্ক এর মিল ও অমিল গুলো লিখ।
- স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এর কাজ ব্যাখ্যা কর।
ঘ-বিভাগ রচনামূলক প্রশ্ন: (দৃশ্যপটনির্ভর)
(৮ টি প্রশ্ন থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ০৮। তবে একটি প্রশ্ন দুইভাগে ভাগে ভাগ করা যেতে পারে)
1. আবিরের বাড়ি চট্টগ্রাম। সে ঢাকায়, তার মামার বাসায় বেড়াতে গেল। সে ঢাকায় কোন জায়গায় আছে তা জানার জন্য তার ব্যাগ থেকে মানচিত্র বের করল। তা দেখে তার মামাতো ভাই বলল এখন আর মানচিত্র দেখে স্থান নির্ণয় করতে হয় না, ইন্টারনেট ব্যবহার করে তা বের করা যায়।
- ইন্টারনেট ব্যবহার করে কিভাবে স্থান নির্ণয় করা যায় ব্যাখ্যা কর।
- মানচিত্র দেখে স্থান নির্ণয় ও ইন্টারনেট ব্যবহার করে স্থান নির্ণয়ে কোনটি সহজতর ব্যাখ্যা কর।
2. আদরের ভাই জিয়ান ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। আদর অভিনন্দন জানানোর জন্য একটি ক্ষুদেবার্তা "অভিনন্দন ভাইয়া, তোমার জীবন উজ্জল হউক" লিখে জিয়ানকে পাঠায়। জিয়ান দেখে খুব খুশি হয়।
- ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমটির নেটওয়ার্ক অংকন করো।
- "ক্ষুদেবার্তাটি প্রেরক থেকে প্রাপক পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে"- উক্তিটি বিশ্লেষণ করো।
3. সাগর দেখতে অনেক বিশাল। এই বিশাল সাগরের গভীর তলদেশে এমন একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা আছে, যার মাধ্যমে আমরা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আলোর গতিতে তথ্য আদান-প্রদান করতে পারি। মাঝেমধ্যে হাঙরের কামড়ে বা অন্য কোনো মাছের বা প্রাণীর কারণে এই মাধ্যমটি ক্ষতিগ্রস্ত হয়।
- সাগরের তলদেশে স্থাপিত যোগাযোগ মাধ্যমটি সম্পর্কে ব্যাখ্যা করো।
- উদ্দীপকের যোগাযোগ মাধ্যমটি ছাড়াও আর কী ধরনের মাধ্যম ব্যবহার করি? দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
4. আমিন তার স্কুলের বিজ্ঞান মেলায় একটা রোবট তৈরি করলো। রোবটটিকে চালু করলে তা মানুষের ভয়েস ইনপুট নেয় এবং ইনপুট নেওয়া শেষ হলে ভয়েসটি পর্যালোচনা করে দুইটি সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করে দেয়।
- রোবটের কার্যক্রমে অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর ব্যবহার লক্ষণীয়। মতামত দাও।
- আমিনের তৈরিকৃত রোবটটির কার্যক্রমের একটি ফ্লোচার্ট তৈরি করো।
5. নোমান ও তার ৫ জন বন্ধু মিলে ট্যুরে যাওয়ার জন্য বাস কাউন্টারে গেলো। তাদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ। সাদমান বাসের হেল্পারকে তাদের ব্যাগগুলো একটি একটি করে বক্সে রাখার নির্দেশ দিল। হেল্পার নির্দেশনা অনুযায়ী বার বার একইভাবে ব্যাগগুলো বক্সে রাখতে লাগলো। সবগুলো ব্যাগ বক্সে রাখা শেষ হলে হেল্পার তাদেরকে বাসে উঠে সিটে গিয়ে বসতে বললো। এরপর বাস স্টার্ট দিল।
- দৃশ্যপটের নির্দেশনা অনুযায়ী হেল্পারের একইভাবে বার বার বক্সে ব্যাগ রাখা কী ধরনের কাজ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
- একই কাজ বার বার করার পদ্ধতি প্রয়োগ করে দৃশ্যপটের আলোকে একটি ফ্লোচার্ট তৈরি করো।
6. আসিফ একদিন একটি মোবাইল নম্বর থেকে ফোন পায়, যেখান থেকে তাকে জানানো হয় যে তারা একটি বিখ্যাত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে বলছে এবং তাদের সার্ভারে কিছু সমস্যা হচ্ছে। তারা দ্রুত আসিফকে তার অ্যাকাউন্টের পিন নম্বর দিতে বলে। আসিফ তার বন্ধু ফাহিমকে এই ঘটনা জানালে, ফাহিম বলল যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক। ফাহিম তখন তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে।
- দৃশ্যপটে বর্ণিত পিনকোড ও পাসওয়ার্ড এর গুরুত্ব বলো।
- ফাহিমের অভিজ্ঞতার আলোকে আসিফ পিন নম্বর শেয়ার করার ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারতো বলে তুমি মনে করো? পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো।
7. আরিয়ান পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয়ের সুযোগ খুঁজতে থাকে। একদিন সে একটি ওয়েবসাইটের নাম পায় যেখানে সহজ কিছু কাজের বিনিময়ে ডলার আয় করা যায় বলে দাবি করা হয়। কাজগুলো ছিল মূলত কোনো ভিডিওতে লাইক দেওয়া, ইমেইল অ্যাকাউন্ট দিয়ে কোনো ওয়েবসাইটে লগইন করা ইত্যাদি। প্রথমে কাজগুলো সহজ মনে হওয়ায় আরিয়ান নিয়মিত সাইটটিতে কাজ করতে থাকে। কিছুদিন পর, সে লক্ষ্য করে তার ইমেইলে অদ্ভুত ও অবাঞ্ছিত মেসেজ আসতে শুরু করেছে। এগুলো ছিল ভুয়া অফার ও লিঙ্কসহ মেসেজ, যা তাকে চিন্তায় ফেলে দেয়।
- আরিয়ানের ইমেইলে অদ্ভুত মেসেজ আসার কারণ কী হতে পারে?
- অনলাইনে কাজ করতে গিয়ে কী ধরনের তথ্য ঝুঁকির সম্মুখীন হওয়া সম্ভব এবং সেগুলো থেকে কীভাবে সাবধান থাকা যায়?
নিচের বাটনে ক্লিক করে সম্পূর্ণ সাজেশন এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।