নিরাপত্তা অধ্যয়ন: রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ২০১৯ সালের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র

নিরাপত্তা অধ্যয়ন: রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ২০১৯ সালের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র | Security Studies: Political Science Masters 2019 Exam Questions

নিরাপত্তা অধ্যয়ন: রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ২০১৯ সালের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র | Security Studies: Political Science Masters 2019 Exam Questions and Answers

নিরাপত্তা অধ্যয়ন: রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স ২০১৯ সালের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র

পরীক্ষা-২০১৯ [নতুন সিলেবাস-২০২১]
মাস্টার্স
বিষয় কোড: ৩১৯৩০৯
 নিরাপত্তা অধ্যয়ন (Security Studies)
সময়: ৪ ঘন্টা
পূর্ণমান: ১০০
দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ

১। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: (১০ x ১০ = ১০)

ক। 'Security Studies' অর্থ কী?
উত্তর: 'Security Studies' অর্থ নিরাপত্তা অধ্যয়ন।
খ। Preventive diplomacy এর অর্থ কী?
উত্তর: Preventive diplomacy অর্থ প্রতিরোধক কূটনীতি।
গ। বিশ্ব খাদ্য দিবস কোনটি?
উত্তর: ১৬ অক্টোবর।
ঘ। 'Understanding Power' গ্রন্থটির লেখক কে?
উত্তর: 'Understanding Power' গ্রন্থটির লেখক Noam Chomsky.
ঙ। CTBT এর পূর্ণরূপ কী?
উত্তর: CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
চ. কোন দেশগুলোকে সুপার পাওয়ার বলা হয়?
উত্তর: সামরিক ও অর্থনৈতিক সমৃদ্ধিশালী বলে পরাশক্তিধর দেশগুলোকে সুপার পাওয়ার বলা হয়। যেমন - সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, চীন।
ছ. কে প্রথম 'কোল্ড ওয়ার' শব্দটি ব্যবহার করেছিলেন?
উত্তর: উইন্টারহেম চর্চাম প্রথম 'কোল্ড ওয়ার' শব্দটি ব্যবহার করেন।
জ. ASEAN কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ASEAN ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
ঝ. ANZUS এর সদস্য দেশগুলোর নাম লেখ।
উত্তর: ANZUS এর সদস্য দেশগুলোর নাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
ঞ. সার্কের সদস্য রাষ্ট্র কতটি?
উত্তর: সার্কের সদস্য রাষ্ট্র ৮টি।
ট. কোন সালে জার্মানি বিভক্ত হয়?
উত্তর: জার্মানি ১৯৪৫ সালে বিভক্ত হয়।
ঠ. বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল স্লোগান কী?
উত্তর: বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল স্লোগান "সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।"


খ-বিভাগ

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ৪ = ২০

২. নিরাপত্তা বলতে কী বুঝ?
৩. স্বাস্থ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?
৪. মানব সৃষ্ট বিপর্যয় বলতে কী বোঝায়?
৫. আঞ্চলিক সহযোগিতা বলতে কী বোঝায়?
৬. স্নায়ু যুদ্ধ কাকে কি বুঝ?
৭. আসিয়ানের সাফল্যের বর্ণনা কর।
৮. বাংলাদেশের নিরাপত্তা নিরাপত্তা ঝুঁকির বিবরণ দাও।
৯. যুদ্ধ আইন কী?

গ. বিভাগ

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১০ = ৫০

১০. নিরাপত্তা অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
১১. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা পর্যালোচনা
১২. অর্থনৈতিক নিরাপত্তা অর্জনে বাংলাদেশের করণীয়সমূহ আলোচনা কর।
১৩. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার উপায়সমূহ আলোচনা কর।
১৪. আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষার কৌশল আলোচনা কর।
১৫. সার্কের সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা কর।
১৬. যৌথ নিরাপত্তা বলতে কী বুঝ? যৌথ নিরাপত্তায় সফলতার শর্তাবলি আলোচনা কর।
১৭. বাংলাদেশে স্বাস্থ্যহীনতার কারণ ও প্রতিকারসমূহ আলোচনা কর।


Post a Comment