নিরাপত্তা বলতে কী বুঝ? [জা. বি. ২০১৬, ২০১৯) অথবা, নিরাপত্তা কী? What do you mean by security? Or, what is security?
উত্তরঃ ভূমিকা: আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা। সাধারণত নিরাপত্তা বলতে বুঝায় সুরক্ষিত থাকার ব্যবস্থা। তবে একটা সময় নিরাপত্তা আলোচনা বলতে শুধু সামরিক নিরাপত্তা বুঝাত। কিন্তু বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে অর্থাৎ নানান নিরাপত্তাহীনতার কারণে তা কেবল সামরিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের নিরাপত্তা আলোচনা সামরিক গণ্ডি পেড়িয়ে খাদ্য, স্বাস্থ্য, জলবায়ু, অর্থনীতি, পরিবেশ, দুর্যোগ, বাস্তুসংস্থান, তথ্যপ্রযুক্তি প্রকৃতি পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমান বিশ্বে মানুষকে অবিরত নানান রকম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। আর এ কারণে একটি স্বতন্ত্র আলোচ্য বিষয় হিসেবে নিরাপত্তা নিজস্ব স্থান দখল করেছে।
নিরাপত্তা: নিরাপত্তা হলো সুরক্ষিত থাকার ব্যবস্থা। এই সুরক্ষা হতে পারে যে কোনো ধরনের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, আর্থিক, রাজনৈতিক, আবেগকেন্দ্রিক, পেশাগত বা শিক্ষাগত ব্যর্থতা, পরাজয়, ক্ষতি, ভীতি, দুর্ঘটনা ইত্যাদি থেকে।
শাব্দিক অর্থ: ইংরেজি Security শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে নিরাপত্তা। সাধারণভাবে নিরাপত্তা বলতে বুঝায় কোনো আসন্ন আক্রমণ থেকে নিজেকে পরিবারকে, সমাজকে, দেশকে বা জাতিকে সর্বোপরি বিশ্ববাসীতে সুরক্ষা করা বা নিরাপদ রাখা।
পারিভাষিক সংজ্ঞা: নিম্নে নিরাপত্তা শব্দটির পারিভাষিক সংজ্ঞাগুলো উল্লেখ করা হলো:
ইংরেজি অভিধানে নিরাপত্তার সংজ্ঞায় বলা আছে যে, "Security is Protection of a Person, building, organization or country against threatrs such as crime or attacks by foreign countries." অর্থাৎ, নিরাপত্তা হলো সুরক্ষা, এই সুরক্ষা হলো ব্যক্তি, ভবন, প্রতিষ্ঠান বা কোনো দেশের বিরুদ্ধে বিদেশি আক্রমণ বা সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষা পাবার সুরক্ষা।
মেরিয়াম ওয়েবস্টার এর অভিধানে নিরাপত্তা হলো, "The state of being protected or safe from harm." ভোকাবুলারি উট কম অনুসারে নিরাপত্তা হলো, "Security means safety, as well as the measures taken to be safe on protected.'
Oxford Dictionary অনুসারে নিরাপত্তা হলো, "The state of being free from danger on threat."
thesaurus.com-এ নিরাপত্তাকে বহু দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাঁদের মতে নিরাপত্তার বহু দিক আছে।
যেমন- নিরাপত্তা হলো:
1. Freedom from danger, risk, etc.
2. Freedom from care, anxiety or doubt, well founded confidence.
3. Something that secures or makes safe, protection, defense.
4. Freedom from financial cares or from want.
5. Precautions taken to guard against crime, attack, nabolage, espionage etc.
6. a department or organization.
7. Protection or precautions taken against escape, custody,
8. Macmillan Dictionary অনুসারে নিরাপত্তা হলো- Safety from attack, harm or damage.
9. উইকিপিডিয়াতে নিরাপত্তা সংক্রান্ত সংজ্ঞাটি অত্যন্ত সহজ ও সুন্দর। তাঁদের মতে, "Security is the degree of resistance to or protection from harm. It applies to any vulnerable and valuable asset, such as a person, dwelling, community, item, nation on organization."
উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, নিরাপত্তা নামক ধারণাটি বর্তমানকালে একটি প্রসার মান ধারণা। নিরাপত্তা বলতে বুঝায় যে কোনো ধরনের অনিশ্চয়তা বা ঝুঁকি থেকে সংকীর্ণ রূপে ব্যক্তি সার্বিক অর্থে মানব সত্তাকে সুরক্ষিত ও নিরাপদ থাকা।
উপসংহার: বর্তমান বিশ্বে অহরহ নানান জায়গায় নানানভাবে মানুষ হত্যা হচ্ছে; হচ্ছে নির্যাতিত। প্রতিনিয়ত মানুষ বঞ্চিত হচ্ছে নানান মৌলিক অধিকার থেকে। আর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নামক ধারণার গুরুত্ব গিয়েছে বেড়ে। কেননা এরূপ নানা আক্রমণ থেকে ব্যক্তি, সমাজ, দেশ সর্বোপরি মানবগোষ্ঠীকে সুরক্ষা করার ব্যবস্থার নামই নিরাপত্তা। আর যুগ পরিবর্তনের সাথে সাথে পরিধি রয়েছে এ ধারণার।