Table of Contents
মিলাদ শরীফ এর ক্বাসিদা - ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা | Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
![]() |
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
বখতকা চম কে সেতারা,
হাজেরী কা হো ইশারা
দেখ কর রওজা পিয়ারা,
ফের কেহে উম্মত তুমহারা।। (ঐ)
আপহী মুশকিল কোশা হে
খলব্ধ কে হাজত রওয়া হে
শাফিয়ে রোযে জাযা হ্যাঁয়
জো কহু উস সে ওয়ারা হ্যাঁয়।। (ঐ)
রহমত-কে তাজওয়ালে,
দো জাঁহা কে রাজওয়ালে,
আরশ কী মি'রাজ ওয়ালে,
হাম আছিয়োঁ কে লাজ্বওয়ালে।। (ঐ)
জান কর কাফী সাহারা,
লেলিয়া হ্যায় দর তুমহারা,
খলক্ককে ওয়ারিছ খোদারা,
পারহো বেড়া হামারা।। (ঐ)
বাদশাহে আম্বিয়া হো,
নূরে জাতে কিবরিয়া হো,
খলক্ককে মুশকিল কোশা হো
জো কার্টু উসসে ওয়ারা হো।। (ঐ)
জ্বলওয়ায়ে খাইরুল বশর হো,
উনকা দর আওর মেরা ছরহো,
ইছ জাহাঁছে জ্বব সফর হো
সবজে গুম্বদ পর নজর হো।। (ঐ)
বাহরে ইহূইঁয়া মে সফীনা
আগেয়া মুশকিল হ্যায় জীনা
পার হোনে কা ক্বরীনা,
হো আত্বা শাহে মদীনা।। (ঐ)
কালী কা কামলী ওয়ালে
রুখছে জুলফো কো হটা লে
দেখা খর জলওয়া নিরালে
জান দিল করদো হাওয়ালে।। (ঐ)
আরশকা রওশন সিত্তারা,
হযরতে হক কা পেয়ারা
আমেনা বিবি কা দুলহারা
বেকাসুর কাহে সাহারা।। (ঐ)
ওয়াসেতা আলে আ'বা কা,
সদক্কা-এ-নূরে ফাতিমা কা,
আওর শহীদে কারবালা কা,
গম্ নাহো রোযে জাযা কা।। (ঐ)
আয তোফায়লে গাউসে আযম
বাদশাহে হার দো আলম
সদক্কা-এ-ইমামে আ'যম,
দূরহো সবহীকে রঞ্জ ও গম।। (ঐ)
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
Related Posts
ছদকায়ে মওলা আলী,
ছদকায়ে গাউছে বোগদাদি,
ছদকায়ে খাজা আজমিরী,
ছদকায়ে গাউছে ভান্ডারী ।। (ঐ)
আরশকা কাবা মদিনা,
পরশকা কাবা মদিনা,
কাবাকা কাবা মদিনা,
জান্নাতুল মাওয়া মদিনা ।। (ঐ)
আমার ও মরণ কালে,
নবী আপনাকে কাছেতে পেলে
থাকবে না মরণ যন্ত্রনা,
এটুকুই আমার কামনা ।। (ঐ)
নবী না হয়ে দুনিয়ায়,
না হয়ে ফেরেশতা আল্লাহর
হয়েছি উম্মত ও আপনার,
তার তরে শুকর হাজার বার ।। (ঐ)
নবীজি মদিনা হইতে,
সবকিছু পারেন দেখিতে
মোদের লাশ কবরে রাখিলে,
লইও আপনো কোলে ।। (ঐ)
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
নবী গো আপনিযে রহমতের সরকার,
মোরা যে উম্মত গোনাহগার,
কে আছে মোদের তরাইবার
হাশরে পিলাইও কাউসার ।। (ঐ)
তুমি_যে_নূরের_রবি,
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়,
আঁধারে ডুবিত সবি ।। (ঐ)
চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলেন তাই হে নব রবি,
মানবের মনের আকাশে ।। (ঐ)
তোমারি নূরের আলোকে,
জাগরণ এলো ভুলোকে
গাহিয়া উঠিল্লা বুলবুল,
হাসিলো কুসুম ফুলোকে ।। (ঐ)
নবী না হয়ে দুনিয়ার,
না হ'ইয়ে ফেরেস্তা খোদার
হয়েছি উম্মত আপনার,
তার তরে শোকর হাজারবার ।। (ঐ)
নবীজী কবরে হাশরে,
নবীজী থাকিবেন কাউছারে
পাপীদের উদ্ধার করিতে,
আসিবেন পুলসিরাতে ।। (ঐ)
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
উম্মতের মনের বেদনা,
বুঝাইলে কেহ বুঝেনা
শুনাইলে কেহ শুনেনা,
শুনগো শাহে মদিনা ।। (ঐ)
আল্লাহর হাবিব নবীজী
সব নবীর শ্রেষ্ঠ নবীজী
রহমতের সাগর নবীজী
উম্মতের পারেরও কান্ডারি ।। (ঐ)
জীব্রাঈল ডাকে বার বার
খুলে দাও আসমানের দুয়ার
এসেছেন নবীদের সররদার
করিতে মওলার দিদার ।। (ঐ)
আমরাতো নগন্য গোলাম,
পড়েছি পবিত্র কালাম,
নবীজির দুরুদ ও সালাম,
মদিনায় পাঠাইয়া দিলাম ।। (ঐ)
মদিনার অলি-গলিতে,
মন চায় ছুটিয়া যাইতে,
রওজায়ে আতহার চুমিতে,
দরুদ ও সালাম ভেজিতে ।। (ঐ)
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
হে নবী আপনি কি দেখা দিবেন না,
হে নবী আপনি কি মদিনা নিবেন না,
মনে তো মানেনা মানা,
যেতে চায় সোনার মদিনা ।। (ঐ)
জিবরিলে ডাকে বারে বার,
খুলে দাও আসমানের দুয়ার,
এসেছেন নবীদের সরদার,
করিতে মাওলারও দিদার ।। (ঐ)
নবীজির পিতা আবদুল্লাহ,
নবীজির মাতা আমিনা,
নবীজির দুধমা হালিমা,
নবীজির রওজা মদিনা ।। (ঐ)
নবীজি নূরের-ই খনি,
সেই নূরে জগত নূরানী,
পরকালের খেয়া তরুণী,
ভুলনা মোরা ভুলিনি ।। (ঐ)
বার-ই রবিউল আউয়ালে,
সোমবারে অতি সকালে,
ধরায় আসিলেন নূরের-ই ছেলে,
আমিনা মায়ের-ই কোলে ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
আশেকদের মনের বেদনা,
বুঝাইলে কেহ বোঝেনা,
শুনাইলে কেহ শোনেনা,
শোনেন যে শাহে মাদিনা ।। (ঐ)
নবীদের সম্রাট সাজিয়া,
আসিলেন ধরায় নামিয়া,
উম্মাতকে এতিম বানাইয়া,
ঘুমাইলেন সোনার মাদিনা ।। (ঐ)
নবীজি আসিয়া ধরায়,
থাকিতেন হেরারই গুহায়,
কাঁদিতেন উম্মতের মায়ায়,
এখনও কাঁদেন মাদিনায় ।। (ঐ)
নবী-গো আপনিয়ে নুরেতে পয়দা,
সেই নুরে তামাম জাহান পয়দা,
আপনিযে কাবারও কাবা,
আশিকদের গলারও মালা ।। (ঐ)
মদিনার পানে চাহিয়া,
কাঁদিযে গজল গাহিয়া,
দেখা দেন পর্দা উঠাইয়া,
দেখিবো নয়ন ভরিয়া ।। (ঐ)
নবীগো আপনিষে ঘুমাওনা রাতে,
দেখা দাও আশিকদের সাথে,
ডেকে লও আপনার রওজাতে,
দরুদ ও সালাম ভেজিতে ।। (ঐ)
কানে শুনিলাম সোনার মদিনা,
দেখিবার নসিব হলোনা,
নিয়ে যান রওজা মাদিনা,
আশিকদের মনে মানেনা ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
মা-বাবাকে কবরে রাখিয়া,
কাঁদিযে মিলাদ পড়িয়া,
মিলাদের উছিলাতে,
মা-বাবাকে নিয়েন জান্নাতে ।। (ঐ)
মোরা-যে রুহানী আওলাদ,
করি-যে কাসিদা মিলাদ,
পেতে চাই আপনার মোলাকাত,
হাশরে করবেন শাফায়াত ।। (ঐ)
আমাদের মরণ ও কালে,
নবী আপনাকে কাছে-তে পেলে,
থাকবেনা মরণ যন্ত্রনা,
এই টুকু-ই মনের কামনা ।। (ঐ)
আপনার-ই উছিলা দিয়া,
কাঁদিলেন আদম ও হাওয়া,
মাবুদের হইলো দয়া,
কবুল-ও করিলেন দোয়া ।। (ঐ)
বিপদে হাওয়া ও আদম,
ধরিয়ে আরশের কদম,
ক্ষমা চান আল্লাহর দরবারে,
আপনারই অসিলা ধরে ।। (ঐ)
হে নবী মদিনায় নেবেন নি,
নিলে-যে কেনই বা নেন না,
কোন পথে হবো রওয়ানা,
বলে দেন শাহে মদিনা ।। (ঐ)
হে নবী মদিনা হইতে,
সব কিছুই পারেন দেখিতে,
মোদের লাশ কবরে রাখিলে,
নিয়েন গো আপনার নিজ কোলে ।। (ঐ)
হে নবী এই মাহে রমজানে,
সালাম পাঠাই ঐ মদিনার পানে,
দেখা দেন রাতের নিরালে,
মিনোতি আপনার চরনে ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
আপনারই হাতের ইশারায়,
চন্দ্র-যে দ্বিখন্ডিত হয়,
আপনার-ই মুখের-ই লালায়,
কাঁটা হাত জোড়া লেগে যায় ।। (ঐ)
আরবের মক্কা শহরে,
সাফা পর্বত কিনারে,
আপনার আঙ্গুলের ইশারায়,
চন্দ্র দুই টুকরা হয়ে যায় ।। (ঐ)
আপনার-ই চেহারার নূরে,
মা আয়শা সূচ পেলেন খুজে,
আপনার-ই ঘামের-ই সাথে,
ঝড়ছে নূর ঝড়ছে অঝোড়ে ।। (ঐ)
আপনি-যে নূরের-ই রবি,
নিখিলের ধ্যানেরই ছবি,
আপনি না এলে দুনিয়ায়,
আধারে ডুবিতো সবই ।। (ঐ)
মিলাদে হৃদয়ে শান্তি পাই,
এই উছিলায় আপনার দিদার চাই
মনে চায় রওজায় ছুটে যাই,
ওগো চরনে দিয়েন মোদের ঠাই ।। (ঐ)
হে নবী সালাম লন আমার,
হে রাসূল সালাম লন সবার,
ইয়া হাবিব সালাম লন এই (জলছার) বাংলার,
আমরাতো সবাই গুনাহগার ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
আপনারই নূরের আলোকে,
জাগরন এলো ভূলোকে,
গাহিয়া উঠিল বুলবুল
হাসিলো কুসুম ফুলোকে ।। (ঐ)
আশেকের চোখের-ই পানি,
ঝড়িছে দিবা রজনী,
আপনি যে নূরের-ই রবি
আপনারই প্রেমে পাগল যে সবই ।। (ঐ)
আরবের মরু প্রান্তরে,
পাঠাইলেন প্রভু আপনারে,
আবদুল্লাহর জীর্ণ কুটিরে,
আমেনা মায়ের-ই উদরে ।। (ঐ)
আপনাকে দেখিবার আশায়,
কত লোক গেল মদিনায়,
সদা মন থাকে ব্যাকুল হয়,
কবে যে যাব মদিনায় ।। (ঐ)
উহুদের ময়দানে আপনি,
দান্দান-ও শহিদ ও করি,
ভাসাইলেন ইসলামের তরী,
সেই তরী নিবেন পার করি ।। (ঐ)
যদি হইতাম মদিনা বাসি,
সর্বদায় রওজায়ে আসি,
মিটাইতাম মনের পিপাসা,
দূর হত সকল দুর্দশা ।। (ঐ)
মোদের এই মিলাদ ও দোয়ায়,
যতটি হরফ হয় গোনায়,
ততোধিক সালাম ও আপনায়,
পাঠাইলাম সোনার মাদিনায় ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
আপনি যে রহমাতে ওয়ালা,
যে দেখিলো আপনার চেহারা,
তার কপাল কতই যে ভালা,
পেলো যে জান্নাতের মালা ।। (ঐ)
হে নবী আপনিযে মোদের কান্ডারি,
নেই কেহ মোদের দরদী,
হাশরে উম্মত ও বলি,
কোলেতে নিয়েনও তুলি ।। (ঐ)
উম্মতের নাজাত লাগিয়া,
জারে-জার হতেন কাঁদিয়া,
কত যে রইলেন না খাইয়া,
উদরে পাথর বাধিয়া ।। (ঐ)
সৃজিলেন প্রভু আপনার নূর,
সেই নূরে আধার হলো দূর,
জীন-ইনসান ফেরেশতারাজি,
দূরুদ ও পড়ে আপনারই ।। (ঐ)
উড়িল আল্লাহর বাণী,
পোহালো দুঃখ রজনী,
করিল জগৎ নূরানী
আমেনার নয়ন ও মণি ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
উড়িল দোয়া-যে খলিল,
হইলো যে তাওরাত ও বাতিল,
মানসূখ ও ঈসার-ই ইঞ্জিল,
হইলো কোরআন ও নাযিল ।। (ঐ)
মদিনায় তাওফিক নাই যাওয়ার,
সালাম ও পাঠাই বারে বার,
আমরা যে উম্মাত গুনাহগার,
হাশরে করে নিবেন পার ।। (ঐ)
সবুজ ও মিনারের দিকে,
উম্মাত যে তাকিয়ে থাকে,
তাদের-ই মনের বাসনা,
নিয়ে যান সোনার মাদিনা ।। (ঐ)
আপনারই নামের উছিলায়,
নবী নূহ-র-ই কিস্তি বেচে যায়,
আপনার-ই মুখের-ই লালায়,
কাঁটা হাত জোড়া লেগে যায় ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
নবীগো দেখিলে আপনায়,
জাহান্নাম হারাম হয়ে যায়,
মাওলার-ই দীদার নসিব হয়,
জান্নাতের সন্ধান পাওয়া যায় ।। (ঐ)
কতজন মদিনাতে যায়,
রওজাতে সালামও জানায়,
আমরা যে কাঁদি এ বাংলায়,
কিভাবে যাব মদিনায় ।। (ঐ)
কঠিনও হাশরের দিনে,
পুলসিরাত কিবা মিযানে,
কে পাবে নাজাত সেখানে,
আপনারই সুপারিশ বিনে ।। (ঐ)
কেমন জানি মক্কা মদিনা,
কেমন জানি আপনারই রওজা,
সাধ্য নাই যাইতে পারিনা,
স্বপনে দেখান মদিনা ।। (ঐ)
নবী না হয়ে দুনিয়ায়,
না হয়ে ফেরেশতা আল্লাহর,
হয়েছি উম্মতও আপনার,
তার তরে শোকর হাজার বার ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
মরনে হব যে একা,
কবরে থাকিব একা,
হাশরে কাঁদিব একা,
চাই সেখায় আপনারই দেখা ।। (ঐ)
মাখলুকের শ্রেষ্ঠ নবীজী,
সব নবীর সায়ি্যদ শেষ নবী,
আখলাকে নেই কেহ তাঁর সমতুল,
সবকিছুই নবীর অনুকূল ।। (ঐ)
মীলাদে ডাকি আপনাকে,
দূরুদে জপি আপনাকে,
কাঁদিগো আঁধারও রাতে,
আপনারই দিদারের আশে ।। (ঐ)
যেতে যদি পারতাম মদিনায়,
বলিতাম মনের বেদনা,
চুমিতাম আপনার পাক রওজা,
শীতলও হইত কলিজা ।। (ঐ)
রওজাতে লাখো কুদিসয়ান,
দিবারাত করেন আগুয়ান,
মাতোয়াল পাগলের বেশে,
নবীজীর কদম চুমিতে ।। (ঐ)
আমারই কবরের মাঝে,
কে যাবে আপন সেজে,
ফরিয়াদ রবারে আপনার,
পাই যেন নূরানী দীদার ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
মদিনার সবুজ মিনারে,
ডেকে নিন আপনার কিনারে,
চুমিবো মুবারক কুদম,
এই আশা গোলামের অন্তরে ।। (ঐ)
হে নবী আপনিযে মোদের কান্ডারি,
নেই কেহ মোদের দরদী,
হাশরে উম্মতও বলি,
কোলেতে নিয়ে-ন ও তুলি ।। (ঐ)
সৃজিলেন প্রভু আপনার নূর,
সেই নূরে আধার হলো দূর,
জীন-ইনসান ফেরেশতারাজি,
দূরুদ ও পড়ে আপনার-ই ।। (ঐ)
নবীগো দেখিলে আপনায়,
জাহান্নাম হারাম হয়ে যায়,
মাওলার-ই দীদার নসিব হয়,
জান্নাতের সন্ধান পাওয়া যায় ।। (ঐ)
Ya Nabi Salaam Alaika, Ya Rasul Salaam Alaika Lyrics
আরশ ক্বাবা মদীনা
পরশকা ক্বাবা মদীনা,
ক্বাবা কা ক্বাবা মদীনা-
জান্নাতুল মাওয়া মদীনা ।। (ঐ)
সাইয়্যেদো ছারওয়ারে আলম
মুনেছো গামখারে আলম,
মালেকো মুখতারে আলম
রওনেক্ বাজারে আলম ।। (ঐ)
মউত কি ওয়াক্ত মে আনা,
চেহারায়ে আনোয়ার দেখানা,
কালিমায়ে তাইয়্যেবা পড়হানা,
আপনি দামান মে চুপানা ।। (ঐ)
আওয়ালে পয়দা আপনার নূর,
আপনি যে আল্লাহর সৃষ্টি নূর,
মাখলুকাত আপনার নূরে নূর,
আপনি যে নূরুল আলা নূর ।। (ঐ)
নতুন নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com