Table of Contents

রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২২: ক বিভাগের সকল প্রশ্নোত্তর (অনুষ্ঠিত ২০২৫)
রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২২: ভাইভা বোর্ডে প্রায় সময় ক বিভাগ থেকে প্রশ্ন করা হয়। তাই আপনাদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স পরীক্ষা ২০২৫ সালে অনুষ্ঠিত প্রশ্নের ক বিভাগের সকল প্রশ্ন গুলোর উত্তর দিয়ে দেয়া হলো।
মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিগত সালের প্রশ্ন: পরীক্ষা ২০২২ এর ক বিভাগের সকল প্রশ্নোত্তর
সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা
(বিষয় কোড:-৩১১৯০১)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি। - খ. অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা কে?
উত্তর: জ্যাঁ পল সার্ত্র। - গ. "Representative Government" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জন স্টুয়ার্ট মিল। - ঘ. আধুনিক ভাববাদী দর্শনের জনক কে?
উত্তর: ইমানুয়েল কান্ট। - ঙ. "Will, not force, is the basis of the state" — উক্তিটি কার?
উত্তর: টমাস হিল গ্রিন (T. H. Green)। - চ. "The Communist Manifesto" বইটির লেখক কে?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। - ছ. কাল্পনিক সমাজতন্ত্রের পথিকৃত বলা হয় কাকে?
উত্তর: সেন্ট সাইমনকে। - জ. সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে?
উত্তর: জার্মানিতে। - ঝ. সর্বহারা বিপ্লবে কোন শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে?
উত্তর: শ্রমিক শ্রেণীর মানুষ। - ঞ. "Democracy is a government of the people, by the people and for the people" — উক্তিটি কার?
উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের। - ট. উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন?
উত্তর: স্যামুয়েল বেকেট। - ঠ. ফ্রেডরিক হেগেল কোন দেশে জন্ম গ্রহণ করেন?
উত্তর: জার্মানিতে।
সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন
(বিষয় কোড: ৩১১৯০৩)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ১। ক. বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত?
উত্তর: পরিবর্তনশীল বা রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত। - খ. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার। - গ. The Man on Horseback গ্রন্থটির লেখক কে?
উত্তর: এস. ই. ফাইনার (S. E. Finer)। - ঘ. BRDB কী?
উত্তর: BRDB এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Development Board।
এটি বাংলাদেশের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গঠিত একটি সংস্থা। - ঙ. উপ-সংস্কৃতি কী?
উত্তর: একটি প্রধান সংস্কৃতির পাশাপাশি অন্য যে সংস্কৃতি বিদ্যমান থাকে সেটাই উপ-সংস্কৃতি। - চ. Political Culture and Political Development গ্রন্থটির লেখক কে?
উত্তর: লুসিয়ান ডাব্লিউ পাই (Lucian W. Pye) ও সিডনি ভারবা (Sidney Verba)। - ছ. কোন সমাজে প্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে?
উত্তর: শিল্প সমাজে। - জ. The Communist Manifesto গ্রন্থের লেখক কে?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। - ঝ. সামরিক হস্তক্ষেপ কী?
উত্তর: সেনাবাহিনী কর্তৃক রাজনৈতিক ক্ষমতা দখল করাকে সামরিক হস্তক্ষেপ বলে। বা, অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। - ঞ. নির্বাচন কী?
উত্তর: প্রতিনিধি বাছাই করার একটি পদ্ধতি। বা, যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দের প্রার্থী মনোনীত করে বাছাই করতে পারে, তাই নির্বাচন। - ট. বৈদেশিক সাহায্যের প্রকারভেদ কী কী?
উত্তর: বৈদেশিক সাহায্য সাধারণত চারটি প্রকারে বিভক্ত:
১. প্রকল্প সাহায্য
২. কারিগরি সাহায্য
৩. পণ্য সাহায্য
৪. অর্থ সাহায্য - ঠ. রাজনৈতিক উন্নয়ন কী?
উত্তর: রাজনৈতিক আধুনিককরণকেই রাজনৈতিক উন্নয়ন বলা হয়।
বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতা
(বিষয় কোড: ৩১১৯০৫)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়েছিল?
উত্তর: ১৯৪০ সালে। - খ. কয়টি রাজনৈতিক দল নিয়ে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
উত্তর: ৪টি রাজনৈতিক দল নিয়ে। - গ. পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৯৫৬ সালে। - ঘ. পাকিস্তানে প্রথম কখন সামরিক আইন জারি করা হয়?
উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর। - ঙ. মৌলিক গণতন্ত্রে কতজন ভোটাধিকার ছিল?
উত্তর: ৮০,০০০ জন। - চ. ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
উত্তর: অপারেশন সার্চলাইট। - ছ. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। - জ. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে, ১৯৭১ সালের ২ মার্চ। - ঝ. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ। - ঞ. বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। - ট. বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তর: জিয়াউর রহমান। - ঠ. কোন প্রতিষ্ঠান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: ইউনেস্কো (UNESCO)।
শাসনের সমস্যাবলি
(বিষয় কোড: ৩১১৯০৭)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- ক. বৈধতা কী?
উত্তর: নাগরিকদের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ক্ষমতা প্রয়োগের স্বীকৃতিই বৈধতা। - খ. আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার। - গ. গণভোট কী?
উত্তর: রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের মাধ্যমে সমগ্র জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া। বা, আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে গণভোট বলে। - ঘ. 'Foedus' শব্দের অর্থ কী?
উত্তর: সন্ধি বা মিলন। - ঙ. কোন দেশের আইনসভাকে 'Mother of Parliament' বলা হয়?
উত্তর: ব্রিটেনের আইনসভাকে। - চ. স্বচ্ছতা কী?
উত্তর: সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতাই হলো স্বচ্ছতা। বা, স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র। - ছ. “সংবিধান হচ্ছে একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে”— কে বলেছেন?
উত্তর: এরিস্টটল। - জ. Comparative Politics Today বইটি কে লিখেছেন?
উত্তর: গ্যাব্রিয়েল এ. আলমোন্ড (Gabriel A. Almond)। - ঝ. পদসোপান কী?
উত্তর: পদসোপান বলতে প্রতিষ্ঠানের উচ্চপদ থেকে নিম্নপদ পর্যন্ত কর্মকর্তাদের স্তরভিত্তিক বিন্যাসকে বোঝায়। - ঞ. নির্বাচকমণ্ডলী কী?
উত্তর: রাষ্ট্রীয় আইনানুযায়ী যে সকল নাগরিক প্রতিনিধি নির্বাচনের অধিকার লাভ করে, তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচকমণ্ডলী বলা হয়। - ট. আইনসভা কত প্রকার?
উত্তর: আইনসভা ২ প্রকার:
১. এক কক্ষ বিশিষ্ট আইনসভা
২. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা - ঠ. নিয়মতান্ত্রিক সরকার কী?
উত্তর: আইনের অনুগত ও আইন দ্বারা সীমাবদ্ধ সরকারকে সাংবিধানিক সরকার বা নিয়মতান্ত্রিক সরকার বলে।
বাংলাদেশের দলীয় রাজনীতি
(বিষয় কোড: ৩১১৯১১)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) "Political Parties and Political Development" গ্রন্থের লেখক কে?
উত্তর: জোসেফ লা পালাবারা এবং মাইরন ওয়েনার। - (খ) একদলীয় ব্যবস্থার মূলনীতি কী?
উত্তর: একদেশ, এক নেতা, এক জাতি। - (গ) "কতিপয় এর লৌহবিধি" উক্তিটি কে করেছেন?
উত্তর: রবার্ট মিশেলস। - (ঘ) বিশ্বে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কোন দেশে?
উত্তর: ইংল্যান্ড। - (ঙ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী?
উত্তর: রাজনৈতিক দল। - (চ) কার্ল মার্কস সুশীল সমাজকে কী সমাজ বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: বুর্জোয়া সমাজ হিসেবে। - (ছ) RPO এর পূর্ণরূপ কী?
উত্তর: Representation of the People Order। - (জ) ফ্লোর ক্রসিং কী?
উত্তর: একদল হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদের ভোটাভুটিতে অন্য দলের পক্ষে ভোট দান করাকে ফ্লোর ক্রসিং বলে। - (ঝ) 'যুক্তফ্রন্ট' কত সালে গঠিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে। - (ঞ) বলশেভিক পার্টির নেতৃত্ব দেন কে?
উত্তর: ভ্লাদিমির লেনিন। - (ট) বিল কী?
উত্তর: বিল হলো আইন প্রণয়নের উদ্দেশ্যে আনীত প্রস্তাব। - (ঠ) কোন সংগঠন বিকল্প সরকার হিসেবে গণ্য হয়?
উত্তর: বিরোধী দল।
নিরাপত্তা অধ্যয়ন
(বিষয় কোড: ৩১১৯০৯)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) নিরাপত্তা অধ্যয়নের সূত্রপাত হয় কবে?
উত্তর: ১৯৫০ এর দশকে। - (খ) 'Violence and Peace' গ্রন্থের লেখক কে?
উত্তর: জোহান গালতুং (Johan Galtung)। - (গ) ন্যায় যুদ্ধ কী?
উত্তর: ন্যায় যুদ্ধ (Just War) হচ্ছে এমন এক নৈতিক ও দার্শনিক তত্ত্ব, যার মাধ্যমে যুদ্ধের ন্যায্যতা নির্ধারণ করা হয়। এটি মূলত যুদ্ধ শুরুর কারণ এবং যুদ্ধ পরিচালনার পদ্ধতিকে নৈতিকতার কাঠামোর মধ্যে বিচার করে। - (ঘ) 'Understanding Power' গ্রন্থটির লেখক কে?
উত্তর: নোম চমস্কি (Noam Chomsky)। - (ঙ) কত সালে 'সিয়াটো চুক্তি' স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে। - (চ) IPCC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Intergovernmental Panel on Climate Change। - (ছ) কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়?
উত্তর: ২০০১ সালে। - (জ) দুটি সন্ত্রাসবিরোধী অপারেশনের নাম লেখ।
উত্তর: ১. অপারেশন নোবেল ঈগল (Operation Noble Eagle)
২. অপারেশন এন্ডুরিং ফ্রিডম (Operation Enduring Freedom) - (ঝ) ANZUS-এর সদস্য দেশগুলোর নাম লেখ।
উত্তর: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। - (ঞ) কে প্রথম 'স্নায়ুযুদ্ধ' প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর: জর্জ অরওয়েল - (ট) সার্কের বর্তমান মহাসচিব কে?
উত্তর: গোলাম সরোয়ার (বাংলাদেশ)। - (ঠ) রোহিঙ্গা কারা?
উত্তর: রোহিঙ্গারা মায়ানমারের আরাকান (বর্তমানে রাখাইন) রাজ্যের মুসলিম সংখ্যালঘু জাতিগোষ্ঠী।
ভূ-রাজনীতি ও বাংলাদেশ
(বিষয় কোড: ৩১১৯১১৩)
‘ক’ বিভাগের প্রশ্নোত্তর (২০২২)
- (ক) ভূ-রাজনীতি কী?
উত্তর: ভৌগলিক অবস্থানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে তাই ভূ-রাজনীতি। - (খ) 'Geo-strategy' এর অর্থ কী?
উত্তর: ভূ-কৌশল। - (গ) ছিটমহল কী?
উত্তর: ভৌগলিক সীমানা থেকে বিচ্ছিন্ন ভূখণ্ড বা বিচ্ছিন্ন জনপদকে ছিটমহল বলে। - (ঘ) সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর: নারিকেল জিঞ্জিরা। - (ঙ) 'বাফার স্টেট' কী?
উত্তর: বিবদমান দুই বৃহত্তম রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, কম শক্তিসম্পন্ন স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে। - (চ) বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: ৪,১৫৬ কিলোমিটার (২,৫৮২ মাইল)। - (ছ) বাংলাদেশের প্রধান স্থল বন্দরের নাম কী?
উত্তর: বেনাপোল। - (জ) 'SEATO' এর পূর্ণরূপ কী?
উত্তর: South-East Asia Treaty Organization (সিয়াটো)। - (ঝ) গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে?
উত্তর: মিখাইল গর্বাচেভ। - (ঞ) ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত?
উত্তর: ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট)। - (ট) সার্ক কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। - (ঠ) উদ্বাস্তু কারা?
উত্তর: যে কোনো কারণে নিজের বাড়ি ও জন্মভূমি থেকে উৎখাত হওয়া মানুষকে উদ্বাস্তু বলে।
প্রশ্নোত্তর গুলোর উত্তর পিডিএফ পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Join Our Telegram Group For All New Updates
Class 8 New Curriculums Textbook, TG Guide, Suggestions etc. PDF for Join Helptrickbd Telegram Group - অষ্টম শ্রেণির নতুন পাঠ্যবই, শিক্ষক সহায়িকা, গাইড বই, সাজেশন ইত্যাদি পিডিএফ পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন
Related Posts
নতুন নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
Telegram Group
Join Now
Our Facebook Page
Join Now
Class 8 FB Study Group
Join Now
Class 7 FB Study Group
Join Now
Class 6 FB Study Group
Join Now
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com